এই মুহূর্তে




নাবালিকাকে ধর্ষণের দায়ে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক তৃণমূল নেতার যাবজ্জীবন কারাদণ্ড




নিজস্ব প্রতিনিধি: বছর চারেক আগে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিজেপি সমর্থকের ন’বছরের মেয়েকে ধর্ষণ করে অভিযুক্ত হয়েছিলেন তৃণমূল নেতা রফিকুল ইসলাম। ২০২১ সালের’ ভোট পরবর্তী হিংসা’ সংক্রান্ত ওই মামলায় এবার সেই তৃণমূল নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল মালদহ জেলা আদালত। তিনি একজন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ছিলেন। প্রথমে তিনি সিপিএমের সঙ্গে যুক্ত ছিলেন। পরে সে তৃণমূলে যোগ দিয়েছিলেন। ৪ বছর মামলা চলার পর অবশেষে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে গত বুধবার (২ জুলাই) মালদহ দায়রা আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেন। ধর্ষণের ঘটনার তদন্ত করেছিল সিবিআই। এই মামলায় মোট ২২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। অবশেষে শুক্রবার আদালতের বিচারপতি রাজীব সাহা রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনা ঘটেছিল। তা নিয়ে মামলা ওঠে কলকাতা হাইকোর্টে। এরপর উচ্চ আদালতের নির্দেশে সেই সময়েই ধর্ষণ-খুনের ঘটনায় তদন্তে নামে সিবিআই। আদালত সূত্রের খবর, ভোট পরবর্তী হিংসার সঙ্গে মোট ৫৫ টি ঘটনা অন্তর্ভুক্ত ছিল। তার মধ্যেই একটি হল মালদার মানিকচকের নাবালিকা ধর্ষণের ঘটনা। অবশেষে সেই সময়ে ঘটা প্রথম কোনও মামলার রায় দিল আদালত।

সূত্রের খবর, ২০২১ সালের ৫ জুন বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিলেন তৃণমূল নেতা রফিকুল ইসলাম। অভিযোগ ছিল, ওই নির্যাতিতার পরিবার বিজেপি সমর্থক। তাই রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওই বাড়ির মেয়েকে ধর্ষণ করেছিলেন শাসক দলের নেতা। এরপর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। এরপর থেকেই অভিযুক্ত জেলহাজতে বন্দি। অবশেষে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। বর্তমানে ওই নির্যাতিতা সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্যবসায়ীকে উপদেশ দিয়ে নগদ টাকা ও গয়না নিয়ে পালাল পোশাক পরা ‘পুলিশ’

রবিতে দুঃসংবাদ, দক্ষিণবঙ্গের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

ব্যারাকপুরে তৃণমূল কাউন্সিলরের দাদা সহ ৪ কুখ্যাত দুষ্কৃতী পুলিশের জালে

ভরা দামোদরের জলে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু মামা – ভাগ্নের

বাঁকুড়ায় স্ত্রীকে পুড়িয়ে খুন করায় নাবালক ছেলের সাক্ষ্যে যাবজ্জীবন সাজা প্রাক্তন সেনা কর্মীর

পরিযায়ী শ্রমিকদের হয়ে মুখ খুললেন কোচবিহারের তৃণমূল মুখপাত্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ