এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

WEB Ad_Valentine



মালদায় জোড়া ধাক্কা বিজেপির, হাতছাড়া হল পঞ্চায়েত



নিজস্ব প্রতিনিধি, মালদা: মালদা জেলায় জোড়া ধাক্কা খেল বিজেপি। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল পুরাতন মালদায়। মুচিয়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের ডাকা অনাস্থায় অপসারিত হল বিজেপির প্রধান। গোষ্ঠীকোন্দলের জেরেই পঞ্চায়েত হাতছাড়া হয়েছে বলে স্বীকার করে নিল বিজেপি জেলা নেতৃত্ব। অন্যদিকে কালিয়াচকের চরিঅনন্তপুরে তৃণমূল কংগ্রেসের প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডেকেও মুখ পুড়ল বিজেপির। গ্রামপঞ্চায়েত ধরে রাখল তৃণমূলই। বিজেপির শেষের শুরু হয়ে গিয়েছে বলে তৃণমূলের দাবি, খুব শীঘ্রই বিজেপি সম্পূর্ণ সাফ হয়ে যাবে।

১৬টি আসন বিশিষ্ট পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রামপঞ্চায়েত। পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ১০টি আসন পায়। তৃণমূল দখল করে ৪টি আসন, কংগ্রেস পায় একটি আসন। প্রধান নির্বাচিত হয়েছিলেন বিজেপির শুভলক্ষ্মী গাইন। সম্প্রতি তাঁর বিরুদ্ধে অনাস্থা আনে বিজেপির চার সদস্য-সহ তৃণমূল কংগ্রেস। সোমবার অনাস্থা ভোট হলে তৃণমূলের পক্ষে ভোট পড়ে ১১টি। স্বাভাবিকভাবেই এই গ্রামপঞ্চায়েত হাতছাড়া হয়ে গেল বিজেপির। নতুন প্রধান নির্বাচিত হবে তৃণমূলের তরফে।

অন্যদিকে ১৪টি আসন বিশিষ্ট কালিয়াচক ১-এর চরিঅনন্তপুর গ্রামপঞ্চায়েতে তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডেকেছিল বিজেপি-সহ বিরোধী দলের সদস্যরা। এই গ্রাম পঞ্চায়েতের ১৪টি আসনের মধ্যে ৭টি আসন দখলে ছিল তৃণমূলের, তিনটি আসন পায় বিজেপি। দু’টি করে আসন পেয়েছিল কংগ্রেস ও নির্দল। তৃণমূল প্রধান শাহানারা বিবির বিরুদ্ধে অনাস্থা ডাকেন বিজেপির তিনজন, কংগ্রেসের দু’জন এবং নির্দলের একজন সদস্য়। কিন্তু সেই অনাস্থার তলবি সভায় হাজির হলেন না বিরোধীরা। ফলে অনাস্থায় ৮-০ ভোটে তৃণমূল এই পঞ্চায়েত ধরে রাখল শেষমেষ।

জেলার দু’টি পঞ্চায়েতে নিজেদের দখলে আনতে পেরে উৎফুল্ল তৃণমূল নেতৃত্ব। এ নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু বলেন, ‘বিজেপির কিছু নেই, শুধু ফাঁকা আওয়াজ আছে। চাইলে একদিনে পুরো বিজেপি সাফ হয়ে যাবে।’ এই বিষয়ে জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, ‘নিজেদের মধ্যে বিবাদের কারণেই মুচিয়া গ্রামপঞ্চায়েত হাতছাড়া হয়েছে। তবে চুরিঅনন্তপুরের ক্ষেত্রে বিজেপি-সহ অনাস্থা ডাকা সদস্যদের ভয় দেখিয়ে তাঁদের তলবি সভায় আসতে দেওয়া হয়নি। যদিও এ নিয়ে পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।



Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাওড়ার মাছ বাজারে বাংলাদেশের ইলিশের বেচাকেনা শুরু

৪৫০ টাকায় বাসে চেপে দেখে ফেলুন শহর-শহরতলীর বিখ্যাত পুজো

‘এই তদন্ত সারদার মতো হবে না তো!’, রায় থেকে বাদ মন্তব্য, রদ জরিমানাও

বৃষ্টি মাথায় নিয়েই সীমান্ত পেরিয়ে এপারে বাংলাদেশের ইলিশ

উত্তরবঙ্গের ৮ লোকসভা কেন্দ্রে যুব তৃণমূলের বিশেষ কর্মসূচি

ঋণ পরিশোধে অক্ষম, আত্মহত্যার পথ বেছে নিলেন পূর্ব বর্ধমানের দম্পতি

Advertisement

এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর