এই মুহূর্তে




সুপ্রিম কোর্টের নির্দেশে স্বামী-স্ত্রীর চাকরি চলে যাওয়ায় ঘুগনি ও চপ রোজগারের শিল্প

নিজস্ব প্রতিনিধি,মালদা: কোনো প্রতীকী আন্দোলন নয়, বাস্তব ছবি। ২৬ হাজার চাকরি বাতিলের তালিকায় থাকা শিক্ষা কর্মী। স্কুলে কর্মরত ছিলেন স্বামী- স্ত্রী। দুজনেই শিক্ষা কর্মী(Sikha Karmi) ছিলেন। চাকরি গেছে দুজনেরই। রোজগার সম্পুর্ন বন্ধ। ছেলে মেয়ের পড়াশোনাও প্রায় বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। নুন আনতে পান্তা ফুরোনোর দশায় চপ শিল্পকেই আঁকড়ে ধরছেন চাকরি-হারা মহিলা শিক্ষা কর্মী।২৬ হাজারের সাথে ২০১৮ সালে মালদার রতুয়ার মনিপুরের সম্বলপুর অঞ্চল হাইস্কুলে নিয়োগ পান তনুশ্রী সাহা সিংহ(Tanushree Saha Singha )। একই স্কুলে শিক্ষা কর্মী হিসেবে স্বামী বিজয় সিংহও(Vijay Singha) নিয়োগ পান। কিন্তু ২৬ হাজারের সাথে এখন স্বামী- স্ত্রী দুজনেই চাকরি হারা। হাতে জমানো টাকাও শেষ। কাঁধে ঋণও রয়েছে। এই অবস্থায় সংসার চালানো দায়। ছেলে মেয়ে স্কুল পড়ুয়া। বন্ধ হওয়ার যোগার তাঁদের পড়াশোনাও।

অনেকদিন বাড়ি থেকেই বেরোতে পারেন নি তাঁরা। বিভিন্ন কটাক্ষ শুনতে হয়েছে। চাকরি বাঁচাতে আন্দোলনের পথে নেমেও লাভ হয় নি। উলটে খরচ বেড়েছে৷নিজেরা মালদা শহরের গৌড় রোড (Gour Road)এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন। সেই বাড়ি ভাড়াও জোটাতে হয়। এই অবস্থায় সংসারের হাল ধরতে জেলা তৃণমূল পার্টি অফিস থেকে ১০০ মিটারের মতো দূরে শহরের ব্যাস্ততম রথ বাড়ি এলাকায় রাস্তার ধারে ছোট্ট এক গুমটি ঘর ভাড়া করে দোকান করেছেন চপের। কখনো রাখেন মুড়ি ঘুগনি। আর দোকানে রেখেছেন চিপস, সিগারেট ও অন্যান্য স্টেশনারি আইটেম ইত্যাদি। তবে মূলত চপ। এদিকে মায়ের সঙ্গে সাহায্য করতে ছুটির দিন হাত লাগাতে দোকানে আসে শহরের লোলিত মোহন হাই স্কুলের ছাত্র বিশাল সিংহও। এদিকে স্ত্রীর সাথে তারও চাকরি চলে যাওয়ায় সংসারের হাল ধরতে বাবা বিজয় সিংহ এখন গাড়ি চালক।

স্থানীয় বাসিন্দা এবং চালকরা জানাচ্ছেন, কি করবেন সুপ্রিম কোর্টের(Supreme Court) রায়ে চাকরি গেছে কিছু করে তো খেতে হবে তাই চপ – ঘুগনির দোকান খুলেছেন। আমরা নিয়মিত এখানে আসি খাওয়া দাওয়া করতে।অন্যদিকে, আবার এই নিয়ে রাজনৈতিক জল ঘোলা শুরু হয়েছে। শাসক বিরোধীদের মধ্যে দোষারোপ, পালটা দোষারোপের পালা চলছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাকিমপুর সীমান্তে বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে

এবার রবিবারেও মিলবে কল্যাণী ,কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ