দাবিদাওয়া নিয়ে সভায় প্রাণীমিত্ররা, মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী
Share Link:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিধানসভা নির্বাচন এগিয়ে আসার আগে থেকেই কার্যত আনলক পর্ব শুরু হতেই রাজ্যের বিভিন্ন জায়গায় দলীয় সভা করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভায় এমন বেশ কিছু মানুষ পৌঁছে যাচ্ছেন প্ল্যাকার্ড হাতে নিয়ে যারা কোনও না কোনও সরকারি প্রকল্পের সঙ্গে জড়িত। দেখা যাচ্ছে এরা মুখ্যমন্ত্রীর সভায় যখন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন তখন প্ল্যাকার্ড-পোস্টার হাতে উঠে পড়ে তাঁদের দাবিদাওয়া জানাতে শুরু করে দিচ্ছেন। আর তা দেখে মেজাজ হারাচ্ছেন মুখ্যমন্ত্রী। এক নয়, একাধিক সভায় এই ঘটনা ঘটার পর এদিন পুরুলিয়ার মাটি থেকে এইসব মানুষদের বেশ কড়া ধমক দিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আক্রমণ শানলেন বিজেপির দিকেও। বললেন, 'বিজেপি শিখিয়ে পড়িয়ে পাঠায় কিছু লোককে। তাঁরা আমার প্রত্যেক সভায় ঝামেলা বাঁধান। আমার মিছিলে গোলমাল পাকাতে লোক পাঠায় বিজেপি। আমিও কিন্তু এ বার বিজেপি-র মিছিলে লোক পাঠাব।'
এদিন আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলাকালীন সময়ে বিক্ষোভ দেখানোর ঘটনা ঘটেছে। পুরুলিয়ার হুটমোড়ার সভায় স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষকরা সেই বিক্ষোভ দেখান। আর তার জেরে মেজাজ হারান মুখ্যমন্ত্রী। যদিও পরে ঠিক ঘরের মেয়ের মতো বিক্ষোভকারীদের কাছে টেনে নেন তিনি। সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলেও আশ্বাস তাঁর। চুক্তিভিত্তিতে স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষকরা কাজ করে থাকেন। কাজের ভিত্তিতে বেতন পান তাঁরা। কোনও মাসিক বেতনের বন্দোবস্ত নেই। তাই স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষকরা এদিন মাসিক বেতনের দাবিতে সরব হন। তবে মেজাজ হারিয়ে মুখ্যমন্ত্রী এই বিক্ষোভ দেখানোর জন্য গেরুয়া শিবিরকেই কাঠগড়ায় তোলেন। বলেন, 'বিজেপিই পরিকল্পনামাফিক আমার সভায় অশান্তি করতে বহু মানুষকে পাঠাচ্ছে। আমার সমস্ত সভায় পরিকল্পনা করে কিছু লোককে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সাত আট জন মিলে মিটিংটা নষ্ট করে দিচ্ছে। সিপিএমের জমানায় যে বন্দোবস্ত হয়েছিল তাই এতদিন ধরে চলে আসছে। এদের বিজেপি আর সিপিএম পাঠিয়েছে।'
এরপরই এদিন হুটমুড়ার সভা থেকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করারও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। দলীয় নেতাদের বলেন, পরের সভা থেকে যেন এরকম না হয় তা দেখতে। যদিও পরে কিছুটা নমনীয় হন তৃণমূলনেত্রী। দলীয় কর্মীদের বিক্ষোভকারীদের থেকে দাবিসনদ সংগ্রহের নির্দেশ দেন। বলেন, 'সবারটাই দেখার চেষ্টা করছি। স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষকদের অবসরের বয়স ৬০ বছর করে দেব। অবসরকালীন কিছু সুযোগ সুবিধা দেওয়ারও চেষ্টা করবো। কিন্তু স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিতে পারছি না। যতটা ক্ষমতা আছে করি। যতটা পারব হৃদয় নিঙড়ে নেব। আমার কাছে যতটা টাকা আছে, ততটাই করতে পারি আমি। তার বেশি পারি না। বিনা পয়সায় রেশন দিতে কত কোটি টাকা খরচ হয় জানেন? আজ রেশন, স্বাস্থ্য, পড়াশোনা, জল, ৭৫ ইউনিট পর্যন্ত বিনা পয়সায় দিচ্ছি।'
এদিন আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলাকালীন সময়ে বিক্ষোভ দেখানোর ঘটনা ঘটেছে। পুরুলিয়ার হুটমোড়ার সভায় স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষকরা সেই বিক্ষোভ দেখান। আর তার জেরে মেজাজ হারান মুখ্যমন্ত্রী। যদিও পরে ঠিক ঘরের মেয়ের মতো বিক্ষোভকারীদের কাছে টেনে নেন তিনি। সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলেও আশ্বাস তাঁর। চুক্তিভিত্তিতে স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষকরা কাজ করে থাকেন। কাজের ভিত্তিতে বেতন পান তাঁরা। কোনও মাসিক বেতনের বন্দোবস্ত নেই। তাই স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষকরা এদিন মাসিক বেতনের দাবিতে সরব হন। তবে মেজাজ হারিয়ে মুখ্যমন্ত্রী এই বিক্ষোভ দেখানোর জন্য গেরুয়া শিবিরকেই কাঠগড়ায় তোলেন। বলেন, 'বিজেপিই পরিকল্পনামাফিক আমার সভায় অশান্তি করতে বহু মানুষকে পাঠাচ্ছে। আমার সমস্ত সভায় পরিকল্পনা করে কিছু লোককে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সাত আট জন মিলে মিটিংটা নষ্ট করে দিচ্ছে। সিপিএমের জমানায় যে বন্দোবস্ত হয়েছিল তাই এতদিন ধরে চলে আসছে। এদের বিজেপি আর সিপিএম পাঠিয়েছে।'
এরপরই এদিন হুটমুড়ার সভা থেকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করারও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। দলীয় নেতাদের বলেন, পরের সভা থেকে যেন এরকম না হয় তা দেখতে। যদিও পরে কিছুটা নমনীয় হন তৃণমূলনেত্রী। দলীয় কর্মীদের বিক্ষোভকারীদের থেকে দাবিসনদ সংগ্রহের নির্দেশ দেন। বলেন, 'সবারটাই দেখার চেষ্টা করছি। স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষকদের অবসরের বয়স ৬০ বছর করে দেব। অবসরকালীন কিছু সুযোগ সুবিধা দেওয়ারও চেষ্টা করবো। কিন্তু স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিতে পারছি না। যতটা ক্ষমতা আছে করি। যতটা পারব হৃদয় নিঙড়ে নেব। আমার কাছে যতটা টাকা আছে, ততটাই করতে পারি আমি। তার বেশি পারি না। বিনা পয়সায় রেশন দিতে কত কোটি টাকা খরচ হয় জানেন? আজ রেশন, স্বাস্থ্য, পড়াশোনা, জল, ৭৫ ইউনিট পর্যন্ত বিনা পয়সায় দিচ্ছি।'
More News:
26th February 2021
দেখে নিন কবে রাজ্যের কোথায় নির্বাচন, রইল কেন্দ্রওয়াড়ি বিস্তারিত বিবরণ
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
বাংলায় বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে ফের ‘বিজেপি ঘনিষ্ঠ’ অজয় নায়েক
26th February 2021
26th February 2021
সায়নী-সুদেষ্ণার সঙ্গে বৈঠকে তৃণমূল শীর্ষ নেতৃত্ব, প্রার্থীপদ নিয়ে জল্পনা
26th February 2021
26th February 2021
26th February 2021
Leave A Comment