নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীবারেই লক্ষ্মীলাভ পশ্চিমবঙ্গের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও বিধায়কদের। দীর্ঘদিনের দাবি পূরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ধাক্কায় সবার বেতন ৪০ হাজার টাকা করে বাড়ানো হল। যার ফলে পূর্ণ ও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা ৫১ হাজার টাকা করে, প্রতিমন্ত্রীরা ৫০ হাজার ৯০০ টাকা এবং বিধায়করা ৫০ হাজার টাকা করে বেতন পাবেন। রাজ্যের দরদী মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে খুশি বিধায়ক-মন্ত্রীরা।
বৃহস্পতিবার বিধানসভায় মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই বিধায়ক-মন্ত্রীদের বেতন সবচেয়ে কম। তাই বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।’ যদিও তিনি নিজে বাড়তি বেতন নেবেন না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বেতন বাড়ার পরেও দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বাংলার বিধায়ক ও মন্ত্রীরা কম বেতনই পাবেন।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বিধায়কদের বেতন ছিল প্রতি মাসে ১০ হাজার। রাজ্যের প্রতিমন্ত্রীরা এত দিন মাসে ১০ হাজার ৯০০ টাকা করে পেতেন। এবং পূর্ণমন্ত্রীদের বেতন ছিল ১১ হাজার টাকা। তাঁরা বেতন বাবদ এ বার থেকে ৫১ হাজার টাকা পাবেন। বেতন, ভাতা এবং কমিটির বৈঠকে যোগদানের জন্য সবমিলিয়ে রাজ্যের বিধায়কেরা এত দিন মাসে ৮১ হাজার টাকা পেতেন। এক ধাক্কায় তা বেড়ে হচ্ছে ১ লক্ষ ২১ হাজার টাকা।