কলকাতা সহ দেশে হোক চারটি রাজধানী! দাবি মমতার
Share Link:

নিজস্ব প্রতিনিধি: নেতাজীর জন্মজয়ন্তীতে বড়সড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি তুললেন, ভারতের একটা রাজধানী কেন কলকাতায় হবে না? আর মুখ্যমন্ত্রীর এই দাবি ঘিরেই এখন বড়সড় বিতর্ক বাঁধার পাশাপাশি বেশ অস্বস্তিতে পড়ে গিয়েছে বিজেপি। কারন এক তো তাঁদেরই সরকার এখন রয়েছে কেন্দ্রে এবং এদিনই প্রধানমন্ত্রী আসছেন কলকাতায়। ঠিক তার আগে মমতার এই দাবি কেন্দ্রের সরকারের সামনে একটা বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে গেল। বিজেপির পক্ষে না সম্ভব এই দাবি নস্যাৎ করে দেওয়া না চট করে এই দাবি তাঁরা মেনে নিতেও পারবে। কার্যত মমতা তাঁদের শাঁখের করাতে ফেলে দিলেন। তবে বাঙালিরা মমতার এই ঘোষণায় উচ্ছ্বসিত।
এদিন কলকাতার শ্যামবাজার থেকে বার হয়েছিল দেশনায়ক দিবস পালনের শোভাযাত্রা। সেই শোভাযাত্রায় হেঁটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে নেতাজী মূর্তির পাদদেশে সেই মিছিল শেষ হয়। সেখানে তৈরি ছিল মঞ্চ। সেখান থেকেই মমতা দাবি তোলেন কলকাতাকে দেশের অন্যতম রাজধানী হিসাবে ঘোষণা করতে। এই বিষয়ে তিনি বলেন, 'একটা সময় ভারতের রাজধানী ছিল কলকাতা। ভারতের একটা রাজধানী কেন কলকাতায় হবে না? আমি তো মনে করি, ভারতের একটা রাজধানী কলকাতায় হওয়া উচিত। দেশের চারটি প্রান্তে চারটে রাজধানী হোক। শুধু কলকাতায় নয়, দেশের চারটি প্রান্তে চারটি রাজধানী করা হোক। আমি যখন নেতাজির নাম নিই, আমার বিবেক আমায় ধাক্কা দেয়। বাংলা মাথা নিচু করতে পারে না। ভারতের রাজধানী কলকাতা হতেই হবে। কলকাতায় কেন রাজধানী হবে না? দেশের একটা অন্তত রাজধানী কলকাতায় করা হোক। ভারতের চার জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে সংসদের অধিবেশন করা হোক।'
মুখ্যমন্ত্রীর এই ঘোষণা তথা দাবি নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য তথা জাতীয় স্তরের রাজনীতিতে বড়সড় বিতর্ক তৈরি হয়ে গিয়েছে। অনেকেই মনে করছেন তৃণমূলনেত্রীর এই দাবি বেশ যুক্তিযুক্ত। কেননা ভারতের মতো বড় দেশে যেখানে বহু ধর্ম, বর্ণ, ভাষা, জাতির মানুষের বসবাস সেখানে শুধুমাত্র একটি শহরকে গুরুত্ব দেওয়া বা একটি শহরকে কেন্দ্র করে দেশের শাসনকার্য পরিচালনা করা ও জাতীয় রাজনীতির আবর্ত হওয়া একদমই উচিত নয়। তাই মমতার যুক্তিমতো চারটি রাজধানী হলে দেশের অনেক সমস্যারই দ্রুত সমাধান হবে ও দেশের সব রাজ্য সমান ভাবে কেন্দ্রীয় উন্নয়নের মুখ দেখবে। আবার একদল এই প্রস্তাবের তীব্র বিরোধীতা করছেন। তাঁদের দাবি, বিশ্বে এমন কোনও দেশ নেই যাদের চারটি রাজধানী র্যেছে। কিছু দেশের শীতকালীন ও গ্রীষ্মকালীন আলাদা আলাদা রাজধানী রয়েছে। কিন্তু চারটি রাজধানী কোনও দেশেই দেখা যায় না। এই প্রস্তাব ও দাবি শুধুমাত্র ভোটের কথা মাথায় রেখে করা হয়েছে।
এদিন কলকাতার শ্যামবাজার থেকে বার হয়েছিল দেশনায়ক দিবস পালনের শোভাযাত্রা। সেই শোভাযাত্রায় হেঁটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে নেতাজী মূর্তির পাদদেশে সেই মিছিল শেষ হয়। সেখানে তৈরি ছিল মঞ্চ। সেখান থেকেই মমতা দাবি তোলেন কলকাতাকে দেশের অন্যতম রাজধানী হিসাবে ঘোষণা করতে। এই বিষয়ে তিনি বলেন, 'একটা সময় ভারতের রাজধানী ছিল কলকাতা। ভারতের একটা রাজধানী কেন কলকাতায় হবে না? আমি তো মনে করি, ভারতের একটা রাজধানী কলকাতায় হওয়া উচিত। দেশের চারটি প্রান্তে চারটে রাজধানী হোক। শুধু কলকাতায় নয়, দেশের চারটি প্রান্তে চারটি রাজধানী করা হোক। আমি যখন নেতাজির নাম নিই, আমার বিবেক আমায় ধাক্কা দেয়। বাংলা মাথা নিচু করতে পারে না। ভারতের রাজধানী কলকাতা হতেই হবে। কলকাতায় কেন রাজধানী হবে না? দেশের একটা অন্তত রাজধানী কলকাতায় করা হোক। ভারতের চার জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে সংসদের অধিবেশন করা হোক।'
মুখ্যমন্ত্রীর এই ঘোষণা তথা দাবি নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য তথা জাতীয় স্তরের রাজনীতিতে বড়সড় বিতর্ক তৈরি হয়ে গিয়েছে। অনেকেই মনে করছেন তৃণমূলনেত্রীর এই দাবি বেশ যুক্তিযুক্ত। কেননা ভারতের মতো বড় দেশে যেখানে বহু ধর্ম, বর্ণ, ভাষা, জাতির মানুষের বসবাস সেখানে শুধুমাত্র একটি শহরকে গুরুত্ব দেওয়া বা একটি শহরকে কেন্দ্র করে দেশের শাসনকার্য পরিচালনা করা ও জাতীয় রাজনীতির আবর্ত হওয়া একদমই উচিত নয়। তাই মমতার যুক্তিমতো চারটি রাজধানী হলে দেশের অনেক সমস্যারই দ্রুত সমাধান হবে ও দেশের সব রাজ্য সমান ভাবে কেন্দ্রীয় উন্নয়নের মুখ দেখবে। আবার একদল এই প্রস্তাবের তীব্র বিরোধীতা করছেন। তাঁদের দাবি, বিশ্বে এমন কোনও দেশ নেই যাদের চারটি রাজধানী র্যেছে। কিছু দেশের শীতকালীন ও গ্রীষ্মকালীন আলাদা আলাদা রাজধানী রয়েছে। কিন্তু চারটি রাজধানী কোনও দেশেই দেখা যায় না। এই প্রস্তাব ও দাবি শুধুমাত্র ভোটের কথা মাথায় রেখে করা হয়েছে।
More News:
7th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
Leave A Comment