বাংলার উন্নয়ন বলতে গেলে রামায়ণ-মহাভারত-কোরান-বাইবেল শেষ হয়ে যাবে, বিজেপিকে তীর মমতার
Share Link:

নিজস্ব প্রতিনিধি: বাংলার উন্নয়ন নিয়ে তোপ দাগা বিজেপিকে কার্যত বৃহস্পতিবার তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন গত ১০ বছরে রাজ্যে করা তাঁর উন্নয়নের খতিয়ান দিয়ে বলেন, ‘বাংলায় অনেক হয়েছে, বলতে গেলে রামায়ণ-মহাভারত-কোরান-বাইবেল সব শেষ হয়ে যাবে। রাজ্যে সব উন্নয়নের কাজ হয়েছে।’
রাজ্যে উন্নয়নের খতিয়ান তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সবুজসাথী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী। রূপশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, শিল্পশ্রী, সমব্যথী থেকে শুরু করে একজন মানুষের জীবনের সব ক্ষেত্রের সঙ্গেই এই সরকার জুড়ে রয়েছে। মানুষকে একটু সুবিধা দিতেই এই প্রকল্পগুলি নেওয়া হয়েছে। এতে বহু মানুষই উপকৃত হবেন।’
মুখ্যমন্ত্রী জানান, গত ৮ বছরের মধ্যে ৮টা নির্বাচন হয়েছে। তার মধ্যে সময় পেয়েছি মাত্র পাঁচটা বছর। তাতেই এত কাজ করা হয়েছে। যা বাংলায় কেউ কোনওদিন ভাবতেই পারেনি। পাশাপাশি, এদিন মুখ্যমন্ত্রী জানান, জানুয়ারি থেকে রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন এক হাজার টাকা করে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও, সিভিক ভলিন্টিয়ার, মিড ডে মিল-সহ যে ক্ষেত্রগুলি রয়েছে তা দেখে নেওয়া হয়েছে বলেই জানান তিনি। পাশাপাশি, এদিন তিনি স্পষ্টই জানান, যে বা যারা বাইরে থেকে এসে রাজ্যে গুণ্ডামি করছে তারাই বহিরাগত। যারা রাজ্যে এসে থেকে রাজ্যের সঙ্গে মিশে গিয়েছেন তারা বহিরাগত নয়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দেগে মমতা বলেন, ‘একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পুরসভার নির্বাচন করছে। দেশের কী অবস্থা তা স্পষ্ট। দেশের সীমান্তের কি অবস্থা, অর্থনীতিতে ধস নামছে, সে সব দিকে নজর নেই। শুধু ভোট। পরিস্থিতি এতটাই নিচে নেমেছে যে একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে পুরসভার নির্বাচন করতে হচ্ছে। কারও বাড়িতে এসে রান্না করে খাবার খাচ্ছে, ছবি তুলছে। কিন্তু দেশের কী অবস্থা, কেউ দেখছে না।’
মমতা জানান, যাঁদের হৃদয় ছোট ছোট স্বার্থে নিয়োজিত তারা এই কাজ করে। কাজের কাজ আমরা করছি। এই কঠিন সময়ে আমরা কাজ করছি, বিনামূল্যে রেশন, চিকিৎসা দিচ্ছি। কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি কিন্তু আমরা যা পেরেছি তাই করেছি।
উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হিমাচলপ্রদেশের উদাহরণ দিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘যেখানে বিজেপি সরকার আছে সেখানে তাকিয়ে দেখুন। এখানে দুর্নীতি হয় না। যদিও বা সামান্য কিছু হয় আমরা তাতে কড়া ব্যবস্থা নিচ্ছি। বাম আমল থেকেই এই দুর্নীতি হয়ে আসছে, সেটাকে সামলাতে সময় লাগছে। আমরা যা কাজ করেছি। পৃথিবীর কোন জায়গায় এই কাজ হয়নি। সমাজের সব শ্রেণীর মানুষের জন্য আমরা কাজ করেছি। এটা একটা রেকর্ড।’
রাজ্যে উন্নয়নের খতিয়ান তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সবুজসাথী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী। রূপশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, শিল্পশ্রী, সমব্যথী থেকে শুরু করে একজন মানুষের জীবনের সব ক্ষেত্রের সঙ্গেই এই সরকার জুড়ে রয়েছে। মানুষকে একটু সুবিধা দিতেই এই প্রকল্পগুলি নেওয়া হয়েছে। এতে বহু মানুষই উপকৃত হবেন।’
মুখ্যমন্ত্রী জানান, গত ৮ বছরের মধ্যে ৮টা নির্বাচন হয়েছে। তার মধ্যে সময় পেয়েছি মাত্র পাঁচটা বছর। তাতেই এত কাজ করা হয়েছে। যা বাংলায় কেউ কোনওদিন ভাবতেই পারেনি। পাশাপাশি, এদিন মুখ্যমন্ত্রী জানান, জানুয়ারি থেকে রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন এক হাজার টাকা করে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও, সিভিক ভলিন্টিয়ার, মিড ডে মিল-সহ যে ক্ষেত্রগুলি রয়েছে তা দেখে নেওয়া হয়েছে বলেই জানান তিনি। পাশাপাশি, এদিন তিনি স্পষ্টই জানান, যে বা যারা বাইরে থেকে এসে রাজ্যে গুণ্ডামি করছে তারাই বহিরাগত। যারা রাজ্যে এসে থেকে রাজ্যের সঙ্গে মিশে গিয়েছেন তারা বহিরাগত নয়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তোপ দেগে মমতা বলেন, ‘একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পুরসভার নির্বাচন করছে। দেশের কী অবস্থা তা স্পষ্ট। দেশের সীমান্তের কি অবস্থা, অর্থনীতিতে ধস নামছে, সে সব দিকে নজর নেই। শুধু ভোট। পরিস্থিতি এতটাই নিচে নেমেছে যে একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে পুরসভার নির্বাচন করতে হচ্ছে। কারও বাড়িতে এসে রান্না করে খাবার খাচ্ছে, ছবি তুলছে। কিন্তু দেশের কী অবস্থা, কেউ দেখছে না।’
মমতা জানান, যাঁদের হৃদয় ছোট ছোট স্বার্থে নিয়োজিত তারা এই কাজ করে। কাজের কাজ আমরা করছি। এই কঠিন সময়ে আমরা কাজ করছি, বিনামূল্যে রেশন, চিকিৎসা দিচ্ছি। কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি কিন্তু আমরা যা পেরেছি তাই করেছি।
উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হিমাচলপ্রদেশের উদাহরণ দিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘যেখানে বিজেপি সরকার আছে সেখানে তাকিয়ে দেখুন। এখানে দুর্নীতি হয় না। যদিও বা সামান্য কিছু হয় আমরা তাতে কড়া ব্যবস্থা নিচ্ছি। বাম আমল থেকেই এই দুর্নীতি হয়ে আসছে, সেটাকে সামলাতে সময় লাগছে। আমরা যা কাজ করেছি। পৃথিবীর কোন জায়গায় এই কাজ হয়নি। সমাজের সব শ্রেণীর মানুষের জন্য আমরা কাজ করেছি। এটা একটা রেকর্ড।’
More News:
24th January 2021
24th January 2021
24th January 2021
24th January 2021
মানুষের ছ'কোটি মেরেছে শুভেন্দু, চিঠি হাতিয়ার করে তোপ অভিষেকের
24th January 2021
24th January 2021
24th January 2021
ফেব্রুয়ারিতে স্কুল খুলবে কিনা তা সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রীই
23rd January 2021
সারা জীবন উৎসর্গ করেও যোগ্য সম্মান পাননি নেতাজি, মুখ খুললেন অনিতা পাফ
23rd January 2021
23rd January 2021
Leave A Comment