গঙ্গাসাগর মেলা নিয়ে হাইকোর্টের রায়কে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী, তোপ বিজেপিকেও
Share Link:

নিজস্ব প্রতিনিধি: গঙ্গাসাগর মেলা নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে কোভিড বিধি যথাযথভাবে মানার স্বপক্ষেই গলা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় আউট্রাম ঘাটের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আদালত বলেছিল, কী হবে। কিন্তু আমরা বলেছিলাম গঙ্গাসাগর বন্ধ যেন না হয়। ছোট হলেও তা যেন হয়। কারণ এর সঙ্গে বহু মানুষের আবেগ যুক্ত রয়েছে। তাই যাঁরা যেতে চায়, তাঁরা যেন যেতে পারে। আদালত এই কথা শুনেছেন। কোভিড বিধি মেনেই তাই গঙ্গাস্নান করবেন।’
মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগর মেলা যতদিন চলবে ততদিন যেন সকলে মাস্ক পড়েন ও স্যানিটাইজার ব্যবহার করেন। কারণ, করোনার প্রকোপ কমলেও তা সম্পূর্ণ শেষ হয়ে যায়নি। তাই সকলে সুস্থ থেকে, সরকারের নিয়ম মেনেই গঙ্গাস্নান করুন। পাশাপাশি, এবার কোভিডের জন্য ই-স্নান ও ই-দর্শনও করা যাবে বলেই জানান তিনি।
তিনি জানান, দেশের মধ্যে গঙ্গাসাগর সবচেয়ে বড় তীর্থস্থান। এখানে জল পেরিয়ে যেতে হয়। তা সারা দেশের আর কোথাও হয় না। ইতিমধ্যেই গঙ্গাসাগরে আগত সব তীর্থযাত্রী, পুলিশ, সাংবাদিক, সরকারি কর্মচারীদের জন্য ৫ লক্ষ টাকার বিমা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। মমতা একইসঙ্গে বলেন, ‘রাজ্যের মন্ত্রীদের পক্ষ থেকে ৬-৭ জন মন্ত্রী সেখানে থাকবেন। পুলিশ-প্রশাসন সকলেই থাকবেন। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করবেন সকলেই। কোনওরকম অসুবিধা হলে সরকার সবটা দেখে নেবে।’
একইসঙ্গে, এই সভাতেও নাম না করে বিজেপিকে দুষেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘বিবেকানন্দ কারও একার নয়। বিবেকানন্দ সকলের। তিনি দেশ ভাঙার কথা বলেননি। আমরা কেউ দেশকে ভাঙিনি। আমাদের সবচেয়ে বড় শক্তি এটাই। আমজনতার জন্যই আমরা লড়াই করব। দেশকে কোনওভাবেই ভাঙতে দেব না।’
মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগর মেলা যতদিন চলবে ততদিন যেন সকলে মাস্ক পড়েন ও স্যানিটাইজার ব্যবহার করেন। কারণ, করোনার প্রকোপ কমলেও তা সম্পূর্ণ শেষ হয়ে যায়নি। তাই সকলে সুস্থ থেকে, সরকারের নিয়ম মেনেই গঙ্গাস্নান করুন। পাশাপাশি, এবার কোভিডের জন্য ই-স্নান ও ই-দর্শনও করা যাবে বলেই জানান তিনি।
তিনি জানান, দেশের মধ্যে গঙ্গাসাগর সবচেয়ে বড় তীর্থস্থান। এখানে জল পেরিয়ে যেতে হয়। তা সারা দেশের আর কোথাও হয় না। ইতিমধ্যেই গঙ্গাসাগরে আগত সব তীর্থযাত্রী, পুলিশ, সাংবাদিক, সরকারি কর্মচারীদের জন্য ৫ লক্ষ টাকার বিমা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। মমতা একইসঙ্গে বলেন, ‘রাজ্যের মন্ত্রীদের পক্ষ থেকে ৬-৭ জন মন্ত্রী সেখানে থাকবেন। পুলিশ-প্রশাসন সকলেই থাকবেন। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করবেন সকলেই। কোনওরকম অসুবিধা হলে সরকার সবটা দেখে নেবে।’
একইসঙ্গে, এই সভাতেও নাম না করে বিজেপিকে দুষেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘বিবেকানন্দ কারও একার নয়। বিবেকানন্দ সকলের। তিনি দেশ ভাঙার কথা বলেননি। আমরা কেউ দেশকে ভাঙিনি। আমাদের সবচেয়ে বড় শক্তি এটাই। আমজনতার জন্যই আমরা লড়াই করব। দেশকে কোনওভাবেই ভাঙতে দেব না।’
More News:
26th January 2021
দিল্লিকাণ্ডে মমতার কাঠগড়ায় কেন্দ্র, বিশ্বাসভঙ্গে ‘নারাজ’ বিরোধীরাও
26th January 2021
26th January 2021
26th January 2021
26th January 2021
জুট কর্পোরেশনকে লুট কর্পোরেশনে পরিণত করেছে শুভেন্দু:জিতেন্দ্র
26th January 2021
26th January 2021
ভোট আবহে বাংলায় এক হাজার কোম্পানি আধাসেনা! চলতি সপ্তাহেই বৈঠক
25th January 2021
25th January 2021
Leave A Comment