মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর বিজেপি, আক্রমণ মমতার
Share Link:

নিজস্ব প্রতিনিধি: অযোধ্যা পাহাড়ের দেশে গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই প্রভাব ক্রমশ বেড়ে গিয়েছে গেরুয়ার। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তাঁরা পেয়েছে বড়সড় জয়ও। এবার পালা বিধানসভার। জেলার সবকটি আসনই তাঁরা দখলের লক্ষ্যেই কোমর বেঁধে নামতে চলেছে। সেই জয়গায় দাঁড়িয়ে তৃণমূলকে তাঁর হারানো মাটি খুঁজতে হচ্ছে। সেই হারানো মাটি পুনঃরুদ্ধারের জন্যই এদিন পুরুলিয়ার বুকে হুটমুড়ায় হানা দিলেন বাংলার অগ্নিকন্যা। ভিড়ে ঠাসা সভায় দাঁড়িয়ে পুরুলিয়ার মানুষকে সতর্ক করে জানিয়ে দিলেন, 'বহিরাগতদের কাছে মাথা নত করবেন না। এরা বাংলা সম্পর্কে কিস্যু জানে না। মিথ্যে কথা বলে ভোট নিয়ে পালায়। এরা কখনও ঈশ্বরচন্দ্রের মূর্তি ভাঙেন। কখনও রবীন্দ্রনাথের মূর্তি ভাঙে। মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর বিজেপি।'
গত লোকসভা নির্বাচনে পুরুলিয়ার মাটি থেকে জয়ের মুখ দেখেছিল বিজেপি। সেই প্রসঙ্গ টেনেই এদিন আক্রমণে নামেন মমতা। বলেন, 'বিজেপির নেতারা নির্লজ্জভাবে ভুলভাল বুঝিয়ে দিল্লি পালিয়ে গেছেন। যাকে ভোট দিয়েছেন তিনি আর আসেন না। কিছুই দেন না। নির্বাচনের আগে মন্ডা-মিঠাই খাওয়াবে। আর নির্বাচনের পর চলে যাবে। ছাত্র যৌবন তোমরা বাংলাকে বেচতে দিও না। স্বাধীন বাংলার নাগরিক আমরা। আমরা মাথা বিক্রি করব না। রাজনীতিও একটা দর্শন। রোজ শাড়ি, জামা কাপড় বদলানো যায়। আদর্শ বদলানো যায় না। বিজেপির কাজ মিথ্যে কথা বলা। রাজনীতিতে ৩ ধরনের লোক আছে। লোভী, ভোগী, ত্যাগী। সিপিএম, কংগ্রেস, বিজেপি তিন ভাই। জগাই, মাধাই, গদাই। তৃণমূল ছেড়ে যাঁরা যাচ্ছে, তাঁদের জন্য আমার মনে হয়েছে আপদ বিদায় হয়েছে। থাকলেই জ্বালাত। বাংলায় যে সব বহিরাগতরা আসছেন তাঁদের শুধু ভোটের সময়েই বাংলার কথা মনে পড়ে। বাংলাটাও ঠিক করে বাংলা বলতে পারে না। বলে বঙ্গাল, মুখে বঙ্গাল, বিজেপি কাঙ্গাল।'
তবে এদিন মুখ্যমন্ত্রীর সব থেকে বড় আক্রমণ ছিল বিজেপিকে মাওবাদীদের থেকেও ভয়ংকর বানিয়ে দেওয়ার বিষয়টি। তিনি এদিন হুটমুড়ার জনসভা থেকে বলেন, 'মাওবাদীরা অস্ত্র ফেলে সমাজের মূলস্রোতে ফিরে আসছেন। তাঁদের চাকরি দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনছি আমরা। কিন্তু মনে রাখবেন বিজেপি মাওবাদীদের চেয়েও ঢের বেশি ভয়ঙ্কর। বিজেপির এক ছোবলেই সব শেষ। অজগর, ময়ালের চেয়েও বিষধর বিজেপি। বিজেপি ফেক ভিডিয়ো ছাড়ে। বেনামি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে লোককে ভুল বোঝাচ্ছে। সংবাদমাধ্যমকে হুমকি দিয়ে কাজ করাচ্ছে। সমীক্ষার রিপোর্ট পর্যন্ত বদলে দিচ্ছে।'
গত লোকসভা নির্বাচনে পুরুলিয়ার মাটি থেকে জয়ের মুখ দেখেছিল বিজেপি। সেই প্রসঙ্গ টেনেই এদিন আক্রমণে নামেন মমতা। বলেন, 'বিজেপির নেতারা নির্লজ্জভাবে ভুলভাল বুঝিয়ে দিল্লি পালিয়ে গেছেন। যাকে ভোট দিয়েছেন তিনি আর আসেন না। কিছুই দেন না। নির্বাচনের আগে মন্ডা-মিঠাই খাওয়াবে। আর নির্বাচনের পর চলে যাবে। ছাত্র যৌবন তোমরা বাংলাকে বেচতে দিও না। স্বাধীন বাংলার নাগরিক আমরা। আমরা মাথা বিক্রি করব না। রাজনীতিও একটা দর্শন। রোজ শাড়ি, জামা কাপড় বদলানো যায়। আদর্শ বদলানো যায় না। বিজেপির কাজ মিথ্যে কথা বলা। রাজনীতিতে ৩ ধরনের লোক আছে। লোভী, ভোগী, ত্যাগী। সিপিএম, কংগ্রেস, বিজেপি তিন ভাই। জগাই, মাধাই, গদাই। তৃণমূল ছেড়ে যাঁরা যাচ্ছে, তাঁদের জন্য আমার মনে হয়েছে আপদ বিদায় হয়েছে। থাকলেই জ্বালাত। বাংলায় যে সব বহিরাগতরা আসছেন তাঁদের শুধু ভোটের সময়েই বাংলার কথা মনে পড়ে। বাংলাটাও ঠিক করে বাংলা বলতে পারে না। বলে বঙ্গাল, মুখে বঙ্গাল, বিজেপি কাঙ্গাল।'
তবে এদিন মুখ্যমন্ত্রীর সব থেকে বড় আক্রমণ ছিল বিজেপিকে মাওবাদীদের থেকেও ভয়ংকর বানিয়ে দেওয়ার বিষয়টি। তিনি এদিন হুটমুড়ার জনসভা থেকে বলেন, 'মাওবাদীরা অস্ত্র ফেলে সমাজের মূলস্রোতে ফিরে আসছেন। তাঁদের চাকরি দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনছি আমরা। কিন্তু মনে রাখবেন বিজেপি মাওবাদীদের চেয়েও ঢের বেশি ভয়ঙ্কর। বিজেপির এক ছোবলেই সব শেষ। অজগর, ময়ালের চেয়েও বিষধর বিজেপি। বিজেপি ফেক ভিডিয়ো ছাড়ে। বেনামি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে লোককে ভুল বোঝাচ্ছে। সংবাদমাধ্যমকে হুমকি দিয়ে কাজ করাচ্ছে। সমীক্ষার রিপোর্ট পর্যন্ত বদলে দিচ্ছে।'
More News:
19th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
Leave A Comment