এই মুহূর্তে




অমিত শাহের বৈঠকে থাকবেন না মমতা

নিজস্ব প্রতিনিধি: মাওবাদী ইস্যু নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকা বৈঠকে থাকছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে মোট ১০টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু বিশেষ কারণে মমতা বন্দ্যোপ্যাধ্যায় দিল্লি যাচ্ছেন না। পরিবর্তে ওই বৈঠকে যোগ দিতে রবিবারই দিল্লি উড়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর, বৈঠকের পর রাতেই কলকাতায় ফিরবেন তিনি।

মাওবাদী উপদ্রব রয়েছে এমন ১০টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে রবিবার দিল্লির বিজ্ঞান ভবনে বৈঠকে করবেন অমিত শাহ। যেখানে পশ্চিমবঙ্গ, বিহার সহ ঝাড়খণ্ড, তেলেঙ্গনা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সামনেই ভবানীপুরে উপনির্বাচন রয়েছে, ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপ্যাধ্যায়। যে কারণে তিনি দিল্লি যাচ্ছেন না। নবান্নের তরফে জানানো হয়েছে, ওই বৈঠকে যোগ দেবেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী।

কেন্দ্রীয় গোয়ান্দাদের রিপোর্টে উঠে এসেছে, হালফিলে সুকমা-দান্তেওয়ারায় মাওবাদী কার্যকলাপ বাড়ছে। তা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেবিষয়ে আলোচনা হবে। বৈঠকে যোগ দিতে রবিবার সকালে দিল্লি উড়ে যাবেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। রাতেই ফের কলকাতায় ফিরে আসবেন বলে নবান্ন সূত্রে খবর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রক্তদান শিবিরের গেট তৈরি করাকে কেন্দ্র করে ভাঙড়ে আইএসএফ – তৃণমূল সংঘর্ষ

অভিষেকের অনশন প্রত্যাহারের বার্তা নিয়ে ঠাকুরনগরে হাজির রাজ্যের দুই মন্ত্রী

খড়দহে মজুত বিপুল পরিমাণ বারুদ বিস্ফোরণে উড়ে গেল বাড়ির চাল

জীবনযুদ্ধে জয়ী শিশুকন্যার পাশে জঙ্গলমহলের মানবিক পুলিশ

খড়দার তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রশ্ন, পুলিশ কী সমাজ বিরোধীদের দালাল!

বোলপুরে মানসিক অতিরিক্ত চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি BLO

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ