এই মুহূর্তে




শ্বশুরবাড়িতে ঘুরতে আসা জামাইয়ের মৃতদেহ উদ্ধার মানিকচকে

নিজস্ব প্রতিনিধি,মানিকচক: শ্বশুর বাড়ি ঘুরতে এসে জামাইয়ের মৃতদেহ উদ্ধার। মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক শোরগোল মালদার জেলার মানিকচক ব্লকের নওয়াদা গ্রামে। ঘটনা সম্পর্কে জানা যায়, এনায়েতপুর এর নওয়াদা এলাকার বাসিন্দা ফেকু চৌধুরীর মেয়ে শ্যামলী চৌধুরীর(২২) বিগত তিন বছর আগে মালদার ইংলিশবাজার ব্লকের(Englishbazar Block) সাতটারি কাকমারি এলাকার বাসিন্দা অমিত চৌধুরীর(৩২) সঙ্গে বিয়ে হয়। তাদের এক বছরের এক নাবালক পুত্র সন্তান রয়েছে। শনিবার মনসা গান শুনতে অমিত চৌধুরী(Amit Chowdhury) শ্বশুরবাড়ি আসে। সোমবার সাত সকালেই অমিত চৌধুরীর মৃতদেহ শ্বশুরবাড়ির পাশেই পাওয়া যায়। অমিত চৌধুরীর পরিবার খুনের অভিযোগ করেছেন শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।

ঘটনার খবর পাওয়ার পর মানিকচক থানার(Manickchak P.S.) পুলিশ ঘটনাস্থলে আসে। মৃত অমিত চৌধুরীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালাদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়না তদন্তের রির্পোট আসার পর জানা যাবে খুন না কি আত্মহত্যা। যদিও মৃত অমিতের পরিবারের অভিযোগ তাদের ছেলেকে শ্বশুরবাড়িতে ডেকে খুন করা হয়েছে। আত্মহত্যা করেছে বলে দাবি করা হলেও মৃতদেহের মুখে রক্তের দাগ রয়েছে। গলায় দড়ির চিহ্ন রয়েছে। আত্মহত্যা করলে মৃতদেহ ঝুলে থাকবে মাটিতে থাকবে না। অভিযোগ এর আগেও স্বামী স্ত্রীর মধ্যে অশান্তিকে কেন্দ্র করে মৃত জামাইয়ের শ্যালক তাকে হুমকি দিয়েছিল বাড়িতে গিয়ে। আক্রোশ থেকে পরিকল্পিতভাবে ডেকে এনেই খুন করা হয়েছে এমনটাই অভিযোগ মৃত জামাইয়ের পরিবারের সদস্যদের।

পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এই অনিচ্ছাকৃত মৃত্যুর ঘটনার পেছনে মূল কারণ কি তা বিষয়ে স্পষ্ট বুঝতে পারবে। আপাতত শ্বশুরবাড়ির লোকজনদের এলাকা ছেড়ে অন্যত্র না যাওয়ার কথা বলেছে পুলিশ। একে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছে। মৃত জামাইয়ের মোবাইল ফোন তদন্তের জন্য আটক করেছে পুলিশ। ঠিক কখন জামাই শ্বশুর বাড়িতে এসেছিল, কখন ঘটনা ঘটেছে ইত্যাদি জানতে জোর কদমে তদন্ত চলছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোটারদের মতামত জানতে নিজের বিধানসভায় জনবাক্স বসালেন পার্থ চট্টোপাধ্যায়

সুকান্ত মজুমদারকে ‘কান কাটা খলিল’বলে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক আব্দুল রহিম বক্সি

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

SIR আবহে তপ্ত ঠাকুর বাড়ি, একদিকে আমরণ অনশন অপরদিকে CAA তে আবেদনের পাল্টা প্রচার ক্যাম্প

২২ জন দরিদ্র যুবক-যুবতীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করল গণবিবাহের ছাদনাতলা

সামনেই বার্ষিক পরীক্ষা, স্কুলের সব শিক্ষকই ব্যস্ত SIR-র কাজে, চিন্তায় অভিভাবকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ