ভোট বয়কটের ডাক দিয়ে মাও পোস্টার পুরুলিয়ার পাহাড়ে
Share Link:

নিজস্ব প্রতিনিধি: ভোট এলেই পোস্টার পড়ে পুরুলিয়ায়। সেই পোস্টারে থাকে ভোট বয়কটের ডাক। কখনও পানীয় জলের দাবিতে, কখনও রাস্তা সারাইয়ের দাবিতে, আবার কখনও ভিন্ন কোনও দাবিকে সামনে রেখে। সেই ভোট বয়কটের ডাক দিতেন গ্রামবাসীরা। শোনা যেত সেই সব ভোট বয়কটের দাবির পিছনে থাকতো মাওবাদীদের চাপ ও নির্দেশ। এবারেও ভোটের মুখে মিললো সেই একই পোস্টার যাতে ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে। কিন্তু এবারে এই ভোট বয়কটের ডাক দেওয়ার সঙ্গে কোনও গ্রামের বা গ্রামবাসীদের নাম জড়ায়নি। বরঞ্চ এবারে সামনে এসেছে সরাসরি মাওবাদীদেরই কার্যকলাপ। আর তার জেরেই উঠেছে প্রশ্ন, মাওবাদীরা কী হারিয়েছে মানুষের জনসমর্থন! যদি তা সত্যি হয় তাহলে আখেরে কিন্তু লাভ মমতার সরকারেরই।
সোমবার সাতসকালে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলির ঝালদার খামার এলাকা থেকে বেশ কিছু পোস্টার উদ্ধার করেছে পুলিশ। এদিন ঝালদা বনাঞ্চলের খামার বিট অফিসের বাইরে সাদা কাগজের উপর লাল কালিতে লেখা একাধিক মাওবাদী পোস্টার দেখতে পান সাধারণ মানুষজন। তারাই খবর দেন পুলিশকে। পরে ঝালদা থানার পুলিশ পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে যায়। মাওবাদীদের সেই পোস্টারে শুধু ভোট বয়কটের ডাকই দেওয়া হয়নি, পাশাপাশি একদা মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রমকে গ্রেফতারের পিছনে যে প্রাক্তন মাওবাদী তথা বর্তমানে স্পেশ্যাল হোমগার্ড পদে কর্মরত যে পুলিশকর্মীর ভূমিকা ছিল, তাঁকেও পোস্টারে নিশানা করেছে মাওবাদীরা। সেইসঙ্গে উল্লেখযোগ্যভাবে পেট্রল-ডিজেল-গ্যাসের মূল্যবৃদ্ধি এবং কৃষি আইন বাতিল করার দাবিও তুলেছে তারা। তবে এই পোস্টারগুলি মাওবাদীদেরই কিনা, তা খতিয়ে দেখছে পুরুলিয়া জেলা পুলিশ।
এই বিষয়ে পুরুলিয়ার পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো জানান, 'এই ঘটনার পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তও শুরু হয়েছে। তবে গ্রামের কোনও লোক এবারে এখনও পর্যন্ত ভোট বয়কটের ডাক দেয়নি। মাওবাদীদের সেই প্রভাব এখন আর নেই। মাওবাদীরা ভোট বয়কটের ডাক দিলেও তা কাজে লাগবে না। মানুষ বুথে গিয়ে নিজের ভোট নিজে দেবে।' এদিন সকালে মাওবাদীদের ওই পোস্টারগুলি উদ্ধারের পরই ওই এলাকায় তল্লাশিও শুরু করেছে পুলিশ। সেই সঙ্গে একদা মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রমকে গ্রেফতারের পিছনে থাকা প্রাক্তন মাওবাদী তথা বর্তমানে স্পেশ্যাল হোমগার্ড পদে কর্মরত পেলারাম সোরেনকে সতর্ক করে দেওয়া হয়েছে ও তাঁর নিরাপত্তাও বাড়ানো হয়েছে।
সোমবার সাতসকালে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলির ঝালদার খামার এলাকা থেকে বেশ কিছু পোস্টার উদ্ধার করেছে পুলিশ। এদিন ঝালদা বনাঞ্চলের খামার বিট অফিসের বাইরে সাদা কাগজের উপর লাল কালিতে লেখা একাধিক মাওবাদী পোস্টার দেখতে পান সাধারণ মানুষজন। তারাই খবর দেন পুলিশকে। পরে ঝালদা থানার পুলিশ পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে যায়। মাওবাদীদের সেই পোস্টারে শুধু ভোট বয়কটের ডাকই দেওয়া হয়নি, পাশাপাশি একদা মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রমকে গ্রেফতারের পিছনে যে প্রাক্তন মাওবাদী তথা বর্তমানে স্পেশ্যাল হোমগার্ড পদে কর্মরত যে পুলিশকর্মীর ভূমিকা ছিল, তাঁকেও পোস্টারে নিশানা করেছে মাওবাদীরা। সেইসঙ্গে উল্লেখযোগ্যভাবে পেট্রল-ডিজেল-গ্যাসের মূল্যবৃদ্ধি এবং কৃষি আইন বাতিল করার দাবিও তুলেছে তারা। তবে এই পোস্টারগুলি মাওবাদীদেরই কিনা, তা খতিয়ে দেখছে পুরুলিয়া জেলা পুলিশ।
এই বিষয়ে পুরুলিয়ার পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো জানান, 'এই ঘটনার পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তও শুরু হয়েছে। তবে গ্রামের কোনও লোক এবারে এখনও পর্যন্ত ভোট বয়কটের ডাক দেয়নি। মাওবাদীদের সেই প্রভাব এখন আর নেই। মাওবাদীরা ভোট বয়কটের ডাক দিলেও তা কাজে লাগবে না। মানুষ বুথে গিয়ে নিজের ভোট নিজে দেবে।' এদিন সকালে মাওবাদীদের ওই পোস্টারগুলি উদ্ধারের পরই ওই এলাকায় তল্লাশিও শুরু করেছে পুলিশ। সেই সঙ্গে একদা মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রমকে গ্রেফতারের পিছনে থাকা প্রাক্তন মাওবাদী তথা বর্তমানে স্পেশ্যাল হোমগার্ড পদে কর্মরত পেলারাম সোরেনকে সতর্ক করে দেওয়া হয়েছে ও তাঁর নিরাপত্তাও বাড়ানো হয়েছে।
More News:
2nd March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
Leave A Comment