এই মুহূর্তে




পুলিশ-বিএসএফের মধ্যে ব্যাপক হাতাহাতি, লোহার রড দিয়ে বেধড়ক মার

নিজস্ব প্রতিনিধি: কাশির সিরাপ নিয়ে পুলিশ ও বিএসএফের মধ্যে ভয়াবহ হাতাহাতির ঘটনা। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল চাপড়া থানা এলাকার সীমানগরে। এই ঘটনায় এক পুলিশ আধিকারিকসহ দুইজন জখম হয়েছেন। আহতদের চাপড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এক বিএসএফ জওয়ানকে গ্রেফতার করেছে চাপড়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের কাছে প্রথম খবর আসে এই পাচারের বিষয়ে। খবর পেয়েই তারা প্রস্তুত হন। পাচার আটকানোও হয়। কিন্তু গোল বাঁধে এরপর।  পাচার সামগ্রী বাজেয়াপ্ত করার সময় বিএসএফ বাধা দেয়। তারপরেই দুপক্ষের বচসা এবং হাতাহাতি। পুলিশ ও বিএসএফকে ওই অঞ্চলের বাসিন্দারা রক্ষাকর্তা বলে মনে করেন। তাঁদের এই মারামারিতে এলাকাবাসী হতবাক। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। দুজন পুলিশকর্মী জখম হয়েছেন। একজন বিএসএফ জওয়ানকে গ্রেফতার করা হয়েছে।

সূত্রের খবর, করিমপুর দিক থেকে একটি গাড়িতে করে কাশির সিরাপ পাচার হচ্ছিল চাপড়ার দিকে। গোপন সূত্রে খবর পেয়ে সীমানগর এলাকায় অভিযান চালায় চাপড়া থানার পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এরপর গাড়ি থেকে কাশির সিরাপ বাজেয়াপ্ত করতে থাকে পুলিশ।

অভিযোগ, ঠিক সেই সময় সীমানগর বিএসএফ ক্যাম্প থেকে কয়েকজন জওয়ান এসে পুলিশকে বাধা দেয় এবং বাজেয়াপ্ত করা সিরাপ নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, পরিস্থিতি এমন হয় যে লোহার রড দিয়ে এক পুলিশ আধিকারিককে মারধর করা হয়। এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও বিএসএফ উভয় বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। গোটা বিষয়টি খতিয়ে দেখছে দুপক্ষই। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

চার বছর আগে চলে যাওয়া গৃহবধূ ভোটার কার্ডের খোঁজে প্রাক্তন স্বামীর বাড়িতে, তারপর…

৫ দিন নিখোঁজ থাকার পর জলাশয়ে ভাসল শিশুকন্যার দেহ, শোকের ছায়া গ্রামে

‘ভোটে লড়ার জন্য টিকিট চাইনি’, ফের সরব দিলীপ ঘোষ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ