এই মুহূর্তে




কোচবিহারের খাগড়াবাড়ি পাওয়ার স্টেশনে ভয়ংকর আগুন, শহর জুড়ে নেমে এসেছে অন্ধকার




নিজস্ব প্রতিনিধি,খাগড়াবাড়ি: কোচবিহার জেলার খাগড়াবাড়ি পাওয়ার স্টেশনে ভয়াবহ আগুন লাগে সোমবার সন্ধ্যার পর। বিদ্যুৎহীন থাকায় তীব্র গরমে কার্যত হাঁসফাঁস করছেন কোচবিহারবাসী।সোমবার সন্ধ্যায় খাগড়াবাড়ি পাওয়ার স্টেশনে(Khagrabari Power Station) ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। আচমকা আগুন লেগে যায় স্টেশনের একটি ট্রান্সফরমারে। যার তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে পুরো এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়।এই ঘটনার পরেই গোটা কোচবিহার শহরে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। সন্ধ্যা সাতটা নাগাদ এই অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একাধিক ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন আংশিক নিয়ন্ত্রণে আনা গেলেও, বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারে এখনও সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ দফতরের আধিকারিকরা।

অন্ধকারে ডুবে যাওয়া শহরের বিভিন্ন হাসপাতাল, বাজার এবং গুরুত্বপূর্ণ এলাকায় দেখা দেয় চরম ভোগান্তি। বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। সৌভাগ্যবশত এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।বিদ্যুৎ দফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত শুরু করেছেন। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে মেরামতির কাজ।বিদ্যুৎহীন থাকায় বৈদ্যুতিক পাখা, কুলার, ফ্রিজ বন্ধ হয়ে পড়ায় বাড়ি থেকে দোকান—সবখানেই সৃষ্টি হয়েছে দুর্ভোগ। পানীয় জলেরও সংকট দেখা দিয়েছে অনেক পরিবারে। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন।

রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষ ও দোকানদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, গরমে টিকে থাকা দায় হয়ে উঠেছে।এক দোকানদার বলেন, “এই গরমে দোকান চালানো মুশকিল হয়ে পড়েছে। বিদ্যুৎ না এলে ব্যবসা চালানো যাবে না।”এক পথচারী জানান, “ঘরে বসে থাকা যাচ্ছে না, তাই একটু হাওয়া খেতে রাস্তায় এসেছি।”বিদ্যুৎ দফতরের(Power Department) তরফে জানানো হয়েছে, দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে ঠিক কতক্ষণে বিদ্যুৎ ফিরবে, তা এখনই বলা যাচ্ছে না। চলছে জরুরী ভিত্তিতে ট্রান্সফরমার মেরামতির কাজ এবং পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার কর্মযজ্ঞ।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতা বিমানবন্দর এলাকা থেকে ধরা পড়ল ভগবানগোলায় স্বামীকে খুনের ঘটনায় স্ত্রী ও প্রেমিক

বর্ধমানের পালসিট মোড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১

ভগবানগোলায় স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগে গ্রেফতার স্বামী

ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতার জামিন আর্জি খারিজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের

দত্তপুকুরে জলাশয় থেকে বাস কর্মীর মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

অল্পের জন্য প্রাণরক্ষা! রেলব্রিজ থেকে কালনাগিনীতে ঝাঁপ দিয়ে বাঁচলেন দাদু-নাতনি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ