33ºc, Rain
Monday, 4th July, 2022 2:20 pm
নিজস্ব প্রতিনিধি: ফের ঘটে গেল ভর সন্ধ্যায় চুরির ঘটনা। গত রবিবার সন্ধ্যায় মালদহের বামনগোলা থানার পাকুয়াহাট এলাকার ডাক বাংলো পাড়ায় সোনালী বাগচীর বাড়িতে ঘটে যায় দুঃসাহসিক চুরির ঘটনা। যার জেরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন দুপুরে পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে এক আত্মীয়ের বাড়িতে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন বাড়ির তালা ভাঙা ঘরের ভিতর আলমারি, জিনিসপত্র সবকিছু ওলোট-পালোট। দেরি না করে দ্রুত পুলিশে খবর দেন তারা।
বামনগোলা থানার পুলিশ ঘটনস্থলে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। ওই বাড়ি থেকে নগদ ৫ হাজার টাকা-সহ বেশ কয়েক ভরি স্বর্ণালংকার খোয়া গিয়েছে বলে অভিযোগ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক মাস ধরে সদর এলাকায় ১৫ টির ও বেশি চুরির ঘটনা সামনে এসেছে। সম্প্রতি গত বুধবার ভর সন্ধ্যায় পাকুয়াহাট তেল পাম্পের কাছে একটি সোনার দোকানের মালিককে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে কয়েক লক্ষ্য টাকা মূল্যের স্বর্ণালংকার ছিনতাই করে চম্পট দেয়। এখনও পর্যন্ত একটি ঘটনারও অভিযুক্তদের ধরতে পারেনি পুলিশ। তাই এখন একপ্রকার পুলিশি নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার বাসিন্দারা।