এই মুহূর্তে

দক্ষিণ দিনাজপুর জেলায় আদিবাসীদের আন্দোলনের অছিলায় তান্ডব

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর: বৃহস্পতিবার ধর্মঘটের কর্মসূচিকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলায় তাণ্ডব চালালো আদিবাসীদের একাংশ।ধর্মঘটের খবর সংগ্রহ করতে গিয়ে মটোরসাইকেল ভাঙ্গা হলো সাংবাদিকের।
বৃহস্পতিবার আদিবাসী সংগঠন এর ডাকা ১২ ঘন্টার ধর্মঘটের মিশ্র প্রভাব পড়ে গঙ্গারামপুর(Gangarampur) শহরে। শহরের চৌমাথা মোড়ে অবরোধ করে ধর্মঘট কারীরা। শহরের কালিতলা এলাকায় গৌরাঙ্গ রাজবংশি নামে এক বাইক আরোহীর মাথা ফাটিয়ে দেয় ধর্মঘটীরা বলে অভিযোগ। যার ফলে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশের হস্তক্ষেপে পরিস্তিতি স্বাভাবিক হয়।

বর্তমানে সে গঙ্গারামপুর হাসপাতালে(Gangarampur Hospital) চিকিৎসাধীন। ঘটনার খবর সংগ্রহ করতে গেলে পাপাই রায় নাম এক সাংবাদিকের বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ।দক্ষিণ দিনাজপুরেও বাংলা বনধ পালন করে আদিবাসীরা ।সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে ৮  জুন বৃহস্পতিবার দুই দফা দাবিতে ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দেওয়া হয়। তারই সমর্থনে এদিন জেলার সদর শহর বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কুশমন্ডি, হরিরামপুর, তপন, রামপুর, পতিরাম, হিলি, কুমারগঞ্জ সব জায়গাতেই রাস্তা অবরোধ করে,ধামসা মাদল বাজিয়ে পোস্টার ও প্ল‍্যাকার্ড ও হাতে তারা তাদের ঐতিহ্যবাহী তীর ধনুক সাথে নিয়ে সকাল থেকেই পথ অবরোধ করতে রাস্তায় নেমে পরেন। উল্লেখ্য, এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর আদিবাসী যৌথ মঞ্চের সহ-সভাপতি (Vice President)সিদান মুর্মু জানান, মূলত, “আদিবাসী ক্ষত্রিয় কুর্মিদের দ্বারা আদিবাসীদের ইতিহাস বিকৃত হচ্ছে।

প্রকৃত আদিবাসীদের ইতিহাস বিকৃতকারী ও অ-আদিবাসীদের বিরুদ্ধে একই সাথে অনৈতিক ভাবে সরকারি মদতে সিআরআই (CRI)রিপোর্ট পরিবর্তনের মাধ‍্যমে এসটি তালিকায় অন্তভূক্তি করণের ষড়যন্ত্র চলছে। এরই প্রতিবাদে তারা ১২ ঘন্টার বাংলা বনধ পালন করেন। তিনি আরো জানান, সারা রাজ্যের পাশাপাশি উত্তরবঙ্গ(North Bengal) সহ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়েও সফল ও স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকে বনধ সফল হয়েছে”। অন্যদিকেই এদিন সকাল থেকে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে কোনরকম যাত্রীবাহী বা সরকারি বেসরকারি বাস চলাচল করতে দেখা যায়নি । বন্ধ ছিল দোকান বাজার ।সবই বন্ধ ছিল। পাশাপাশি পথ চলতি মানুষদেরকে এমনিতেই যেতে দেওয়া হচ্ছিল না।কিন্তু দূরপাল্লার গাড়ি ও অন্যান্য গাড়ি মানবিকতার খাতিরে প্রচন্ড তীব্র দাবদাহের হাত থেকে বাঁচানোর জন্য ছেড়ে দেওয়া হয় । এর পাশাপাশি অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরী পরিষেবার গাড়িও ছেড়ে দেওয়া হয়। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের তরফ থেকে সারা জেলা জুড়ে কোনরকম বনধকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল।

সর্বশেষে বলাই বাহুল্য, আদিবাসীদের ডাকা ১২ ঘন্টা বনধ সফল হল সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও। কিন্তু জেলা জুড়ে বিশাল সংখ্যক পুলিশ রাস্তায় মোতায়েন থাকলেও আদিবাসীদের একাংশের তান্ডব, গাড়ি ভাঙচুর, সাংবাদিকদের ওপর আক্রমণের মতো ঘটনা ঘটলো প্রকাশ্য দিবালোকে। এর আগেও আদিবাসী ও কুড়মিদের আন্দোলনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপরে হামলা এবং মন্ত্রী বীরবাহা হাসদার(Minister Birbaha Hasda) গাড়িতে ইট ছুঁড়ে কাঁচ ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছিল

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৭ ডিগ্রির ঘরে

ঘাটাল লোকসভা জিততে গেলে মানুষের ভালোবাসা আদায় করতে হবে: দেব

কৃষ্ণনগরে আবার ইডি এলে সরপুরিয়া খেয়ে যাবে, খোঁচা মহুয়ার

শেখ শাহজাহানের জামিনের আর্জি খারিজ, জেল হেফাজতের নির্দেশ

রাজ্যে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অলোক সিনহা

চাই পুরসভা, চাই পূর্ণাঙ্গ থানা, গলা তুলছে আমোদপুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর