23ºc, Haze
Thursday, 23rd March, 2023 4:46 am
নিজস্ব প্রতিনিধি,কালিয়াচক: রাজ্যের মন্ত্রী পাঠ নিচ্ছেন খুদে শিশুদের। রান্নাও করলেন খুদে শিশুদের জন্য। দিদির কর্মসূচীতে গিয়ে কালিয়াচক ২নং ব্লকের বাঙ্গীটোলা গ্রাম পঞ্চায়েতের সাদিপুর প্রাথমিক বিদ্যালয়ে(Sadipur Primary School) মন্ত্রীর এহেন কান্ডে হতচকিত সকলেই। মন্ত্রী সাবিনা ইয়াসমিন(Minister Sabana Iasmin) জানান, স্কুলগুলির পরিকাঠামো যেমন খতিয়ে দেখা হচ্ছে। তেমনি স্কুলে ছাত্রছাত্রীরা কেমন পঠন পাঠন করছে তাও খতিয়ে দেখলেন তিনি। স্কুলের শিশুদের মিড ডে মিলে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেন তিনি।
এদিন মন্ত্রী সকাল বেলা হাজির হন কালিয়াচকে স্থানীয় একটি প্রাইমারি স্কুলে। সেখানে ছাত্রছাত্রীদের পড়া ধরেন তিনি । শুধু তাই নয়, একটি ক্ষুদে পড়ুয়াকে ইংরেজি বইয়ের রিডিং পড়তে বলেন। ছেলেদের তুলনায় মেয়েরা যে কোন প্রশ্নের চটপট উত্তর দেওয়ায় বাহবা জানান, মন্ত্রী নিজে। শুধু তাই নয় লজেন্সের প্লাস্টিকের (Plastic)কৌটো থেকে ছাত্র-ছাত্রীদের তিনি বিতরণ করেন নানা রঙের লজেন্স । এরপর তিনি স্কুলের দেওয়ালে লেখা মিড ডে মিলের প্রতিদিনের তালিকা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন।
পড়ুয়ারা ঠিকমতো মিড-ডে মিলের মাংস, ডিম পাচ্ছে কিনা, সে ব্যাপারে খোঁজখবর নেন তিনি। মন্ত্রীর গায়ের গেঞ্জিতে লেখা ছিল দিদির দূত(Didir Dut)। পরে পড়ুয়াদের সংবাদ মাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, যিনি এসেছিলেন তাকে কি তোমরা চেনো? এক বাক্যে সকলেই উত্তর দেন হ্যাঁ ,তারা তাকে চেনেন। তিনি হলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখে মন্ত্রী সাবিনা ইয়াসমীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তিনি মিড ডে মিলের রান্না যেখানে হচ্ছে সেই জায়গায় যেমন খতিয়ে দেখেন, তেমনি তার পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন ।এমনকি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সাথে কথা বলে দেখেন সেখানে কোন সমস্যা আছে কিনা। উদ্দেশ্য একটাই সর্বত্র পৌঁছে সরকারি পরিষেবা গুলি ঠিক মতো পৌঁছেছে কিনা তা খতিয়ে দেখা।