প্রধানমন্ত্রীকে ফের বকেয়া টাকার দাবি মুখ্যমন্ত্রীর, যৌথভাবে ভ্যাকসিন দেওয়ার আশ্বাস
Share Link:

নিজস্ব প্রতিনিধি: করোনা লড়াইয়ে কেন্দ্রের কাছ থেকে আর্থিক সহায়তা সেরকম পাওয়া যায়নি বলেই প্রধানমন্ত্রীর কাছে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘করোনা পর্বে রাজ্য ইতিমধ্যেই ৪ হাজার কোটি টাকা খরচ করেছে। কেন্দ্রের কাছ থেকে এর মধ্যে মিলেছে মাত্র ১৯৩ কোটি টাকা। জিএসটি বাবদ এখনও বকেয়া রয়েছে সাড়ে ৮ কোটি টাকা। সেই টাকা কেন্দ্র দিক।’
একইসঙ্গে তিনি রাজ্যের পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে বলেন, ‘দুর্গা, কালী আর ছট পুজোর মতো উৎসব পালন করা হয়েছে রাজ্যে। তারপর চালু হয়েছে লোকাল ট্রেনও। তা সত্ত্বেও সংক্রমণ আর মৃত্যুর হার কমেছে রাজ্যে। বেড়েছে সুস্থতার হারও। পশ্চিমবঙ্গ সীমান্ত রাজ্য, বাইরে থেকে প্রচুর লোক আসা যাওয়া করে। তাই সংখ্যা বেশ খানিকটা বেড়েছে। কিন্তু তা নিয়ন্ত্রণে রয়েছে।’
পাশাপাশি, টিকাকরণ পর্বে কেন্দ্রের সঙ্গে সমস্ত সহযোগিতা করতে প্রস্তুত রাজ্য বলেই প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনের এই ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যত দ্রুত ভ্যাকসিন জোগাড় করা যায়, ততই ভালো। তাতে সারা দেশের লোকেরই মঙ্গল। এই ক্ষেত্রে কেন্দ্র ও সবপক্ষের সঙ্গেই রাজ্য একযোগে কাজ করতে প্রস্তুত।
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, রাজ্যে করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য ইতিমধ্যেই স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, কোল্ড চেন তৈরি সব কাজ সম্পূর্ণ হয়েছে। কেন্দ্রের সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন রাজ্যের মানুষকে দেওয়ার জন্য তৈরি রাজ্য সরকার। পাশাপাশি, তিনি করোনা প্রতিরোধ করার জন্য রাজ্যের স্বাস্থ্যকর্মী, আশাকর্মীদের প্রশংসার কথাও প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। একইসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কথাকে সমর্থন করে এই অতিমারীর সময় সবরকম রাজনৈতিক মিছিল-মিটিং, সভা, জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারির কথাও তোলেন।
একইসঙ্গে তিনি রাজ্যের পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে বলেন, ‘দুর্গা, কালী আর ছট পুজোর মতো উৎসব পালন করা হয়েছে রাজ্যে। তারপর চালু হয়েছে লোকাল ট্রেনও। তা সত্ত্বেও সংক্রমণ আর মৃত্যুর হার কমেছে রাজ্যে। বেড়েছে সুস্থতার হারও। পশ্চিমবঙ্গ সীমান্ত রাজ্য, বাইরে থেকে প্রচুর লোক আসা যাওয়া করে। তাই সংখ্যা বেশ খানিকটা বেড়েছে। কিন্তু তা নিয়ন্ত্রণে রয়েছে।’
পাশাপাশি, টিকাকরণ পর্বে কেন্দ্রের সঙ্গে সমস্ত সহযোগিতা করতে প্রস্তুত রাজ্য বলেই প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনের এই ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যত দ্রুত ভ্যাকসিন জোগাড় করা যায়, ততই ভালো। তাতে সারা দেশের লোকেরই মঙ্গল। এই ক্ষেত্রে কেন্দ্র ও সবপক্ষের সঙ্গেই রাজ্য একযোগে কাজ করতে প্রস্তুত।
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, রাজ্যে করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য ইতিমধ্যেই স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, কোল্ড চেন তৈরি সব কাজ সম্পূর্ণ হয়েছে। কেন্দ্রের সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন রাজ্যের মানুষকে দেওয়ার জন্য তৈরি রাজ্য সরকার। পাশাপাশি, তিনি করোনা প্রতিরোধ করার জন্য রাজ্যের স্বাস্থ্যকর্মী, আশাকর্মীদের প্রশংসার কথাও প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। একইসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কথাকে সমর্থন করে এই অতিমারীর সময় সবরকম রাজনৈতিক মিছিল-মিটিং, সভা, জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারির কথাও তোলেন।
More News:
25th January 2021
24th January 2021
24th January 2021
24th January 2021
24th January 2021
মানুষের ছ'কোটি মেরেছে শুভেন্দু, চিঠি হাতিয়ার করে তোপ অভিষেকের
24th January 2021
24th January 2021
24th January 2021
ফেব্রুয়ারিতে স্কুল খুলবে কিনা তা সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রীই
23rd January 2021
সারা জীবন উৎসর্গ করেও যোগ্য সম্মান পাননি নেতাজি, মুখ খুললেন অনিতা পাফ
23rd January 2021
Leave A Comment