এই মুহূর্তে




ছয় মাসের সন্তানকে গলা টিপে খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দিল মা




নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক! ছয় মাসের সন্তানকে শ্বাসরোধ করে খুন মায়ের। প্রমাণ লোপাটে দুধের শিশুকে পাশের বাড়ির নির্মীয়মান সেপটিক ট্যাংকে ফেলে দিল মা। পৈশাচিক ঘটনাটি ঘটেছে, শুক্রবার রাতে নদিয়া জেলার কল্যাণী থানার সগুনা অঞ্চলের তেলিগাছা এলাকায়। স্থানীয় সূত্রের খবর, শুক্রবার (২৭ জুন) রাতে আচমকাই ঘর থেকে ছেলে চুরি হয়ে গিয়েছে বলে পাড়া প্রতিবেশীকে খবর দেয় অভিযুক্ত মা রূপা ঘোষ। বিষয়টি তিনি নাটকীয় ভাবে সাজান। এরপর স্থানীয়দের সঙ্গে ছেলেকে অনেক খোঁজাখুঁজি করেন ওই মহিলা। যেন তিনি কিছুই জানেন না।

এরপর কোলের সন্তানকে খুঁজে না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মহিলাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। আর মহিলার কথাতেই পুলিশের সন্দেহ হয়। পুলিশের জেরায় অবশেষে মহিলা স্বীকার করেন যে, তিনিই সন্তানকে গলা টিপে খুন করে পাশের বাড়ির নির্মীয়মাণ সেপটিক ট্যাংকে ফেলে দেন। বিষয়টি জানা মাত্রই, পুলিশ সেখান থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করেন। এবং কল্যাণী JNM হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান।

ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মাকে। মর্মান্তিক এই ঘটনায় কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর কথায়, শিশুটির বয়স মাত্র ৬ মাস হয়েছিল। এবং সে একজন পুত্রসন্তান ছিল। কিন্তু কী কারণে মহিলা এমন মর্মান্তিক অপরাধ করলেন তা এখনও পুলিশ জানতে পারেননি। বর্তমানে অনেক প্রচেষ্টা করেও সন্তান পাচ্ছেন না অনেকে। সেই কারণে টেস্ট টিউব, সারোগেসি, IVF পদ্ধতির মতো বিভিন্ন আধুনিক প্রযুক্তির সাহায্য নিতে হচ্ছে সন্তান ধারনের জন্যে। সেখানে ফুটফুটে সন্তানকে পেয়েও তাঁকে খুন করলেন খোদ মা। শুধু তাই নয় তাঁকে সেপটিক ট্যাঙ্কে ফেলে রেখে আসেন মা। এরাই হয় তো মানুষরুপী শয়তান। নয়তো নিজের গর্ভের সন্তানকে কীভাবে একজন মা হত্যা করতে পারে! বিষয়টি পৈশাচিকের থেকেও কম বলা হবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

NCW র নোটিশ খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে বীরভূমের SP

দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে NRC নোটিশ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

জঙ্গিসন্দেহে মেমারি থেকে ২ জনকে গ্রেফতার করল STF

রাতভর বৃষ্টিতে জল জমেছে শহরের একাধিক জায়গায়, কেমন থাকবে মঙ্গলের আবহাওয়া?

মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায়

বুধবারের ‘কর্মনাশা’ ধর্মঘট নিয়ে কড়া রাজ্য, অনুপস্থিত থাকলে কাটা যাবে বেতন

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ