এই মুহূর্তে




রঘুনাথগঞ্জ ও সুতিতে তিন দিনের জন্য ১৬৩ ধারা জারি, বন্ধ ইন্টারনেট পরিষেবা




নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদের জঙ্গীপুরে ওয়াকফ আইন প্রত্যাহার দাবিতে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রঘুনাথগঞ্জ ও সুতি- দুই জায়গায় ১৬৩ ধারা আইন জারি করা হল জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেকোনরকম জমায়েত, জটলা বা বিক্ষোভ করা যাবে না আগামী তিন দিন।। উল্লেখ্য- কেন্দ্র সরকারের এই নয়া আইন প্রত্যাহারের দাবিতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে অবশেষে পুলিশের সামনে আগুন জ্বালিয়ে দেওয়া হয় একটি পুলিশ গাড়ি সহ একাধিক গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল ফাটায় পুলিশ। সব মিলিয়ে ঘটনাস্থলে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে শুরু হয় রীতিমতো খণ্ডযুদ্ধ। এরপরেই মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রঘুনাথগঞ্জ ও সুতিতে(Suti) ১৬৩ ধারা আইন জারি করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি মঙ্গলবার থেকে থেকে আগামী ১১ এপ্রিল শুক্রবার পর্যন্ত জেলার ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। অর্থাৎ টানা চারদিন মুর্শিদাবাদ জেলায় ইন্টারনেট পরিষেবা(Internate Service) বন্ধ করে দেয় প্রশাসন।

যাতে সেখানকার গোলমাল এর কোন সংবাদ এবং ছবি ইন্টারনেটে অতি দ্রুত সর্বত্র ছড়িয়ে না পড়ে। টানা চারদিন জঙ্গিপুর রগুনাথগঞ্জ সুতি সহ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে অতিরিক্ত পুলিশ ফোর্স রাস্তায় মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যের পর থেকে জনগণকে অবগত্য করতে পুলিশের পক্ষ থেকে শুরু হয় মাইকিং প্রচার। রাতে নতুন করে গোলমাল না শুরু হলেও বাজার হাট দোকানপাট সব বন্ধ ছিল।মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ(Raghunathganj ) এলাকায় ওয়াকফ বিল প্রত্যাহারের দাবীতে চলছিল পথ অবরোধ ।আর তা ঘিরেই রণক্ষেত্রর রূপ নেয়। পুলিশ সূত্রে খবর, অনেক বোঝানোর পরেও যখন পথ অবরোধ কারীরা কোনো কথাই মানছিল না, তখন বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করে এবং অবরোধ তোলার চেষ্টা করে। কিন্তু প্রতিবাদ কারীদের উপর লাঠিচার্জ কেনো পুলিশের? প্রতিবাদ করলেই কি পুলিশ লাঠি চার্জ করবে। ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ সেই কারণে পুলিশের লাঠিচার্জ। এই ঘটনায় হিংসা ছড়িয়ে পড়ে রঘুনাথ গঞ্জ থেকে জঙ্গিপুর সর্বত্র।

সোমবার মুশিদাবাদ জেলার সুতির নিমতিতা স্টেশনে দীর্ঘক্ষণ ড্রেস অবরোধ থাকার পর আরপিএফ রাতে লাঠিচার্জ করে অবরোধ হটিয়ে দেয়। সেই সময় আরপিএফ এর সঙ্গে নিমতিতা স্টেশনে অবরোধকারীদের তুমুল সংঘর্ষ বাঁধে। টানা পাঁচ ঘন্টা রেল অবরোধের দরুন পার্লার ট্রেন আটকে যায় নিমতিতা সহ বিভিন্ন স্টেশনে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে ক্রমাগত ওয়ার্ক অফ বিল সংক্রান্ত আইন বাতিলের দাবিতে জঙ্গি আন্দোলন সংঘটিত হতে শুরু করেছে। এদিকে এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন রাজ্যের পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ পুলিশ করতে পারছে না। আধা সামরিক বাহিনী এখনই নামানো উচিত পশ্চিমবঙ্গে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রেহাই মেলল না ওড়িশায় লুকিয়েও, এবার STF-এর জালে জিয়াউলের দুই পুত্র

সুন্দরবনে বিজেপির কনভেনারের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগে পোস্টার

দিঘার সমুদ্রের জলে ভেসে আসা জগন্নাথ দেবের মূর্তির রহস্য সামনে এল

ছেলের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুন, মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত

‘ওয়ান ইন আ মিলিয়ন’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ সজ্জন জিন্দাল

মালদহে চোলাই খেয়ে মৃত্যু হল আদিবাসী গৃহবধুর

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর