ইস্তফা নয়, অপসারিত রাজীব! দাবি নবান্নের
Share Link:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা নিয়ে এবার বিতর্ক বাঁধলো রাজ্য রাজনীতির পাশাপাশি রাজ্য প্রশাসনেও। একই সঙ্গে শোনা যাচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা গ্রহন করেননি মুখ্যমন্ত্রী, পরিবর্তে তাঁকে মন্ত্রীসভা থেকে অপসারিত করেছেন তিনি। কারন হিসাবে নবান্নের তরফে তুলে ধরা হয়েছে যে, সাংবিধানিক রীতি মানেননি বনমন্ত্রী। সেই কারনেই তাঁকে রাজ্য মন্ত্রীসভা থেকে অপসারিত করা হয়েছে। রীতি মেনে ইস্তফা দিতে হলে বনমন্ত্রীকে নিজে এসে মুখ্যমন্ত্রীর দফতরে চিঠি দিতে হত এই মর্মে। সেই চিঠি গ্রহণ করে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের তরফে তা রাজ্যপালকে জানাবেন ও তাঁকে অনুরোধ করবেন সংশ্লিষ্ট মন্ত্রীর ইস্তফাপত্র গ্রহণ করতে। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। রাজীব মুখে বলেছেন, তিনি আগে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে গিয়ে ইস্তফা পত্র দিয়েছেন, পরে রাজভবনে গিয়েছেন। কিন্তু বাস্তব এটাই তিনি আগে রাজভবনে গিয়ে ইস্তফাপত্র রাজ্যপালের হাতে তুলে দিয়েছেন পরে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে এসে তা জমা দিয়েছেন।
নবান্নের দাবি, সাংবিধানিক ভাবে রাজ্যপালের নামে রাজ্য সরকারের যাবতীয় কাজ সম্পন্ন হয়। কিন্তু আসল কাজ করে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে থাকা মন্ত্রীসভা ও সরকার। মুখ্যমন্ত্রীই রাজ্যপালকে জানান কাকে কাকে মন্ত্রী হিসাবে নিয়োগ করতে হবে। সাংবিধানিক ভাবে তিনিই নিয়োগকর্তা। তাই রাজ্য মন্ত্রীসভার কাউকে ইস্তফা দিতে হলে মুখ্যমন্ত্রীকেই সবার আগে ইস্তফাপত্র দিতে হবে। এরপরে মুখ্যমন্ত্রী সেই ইস্তফাপত্র পাঠাবেন রাজ্যপালের কাছে সেই পদত্যাগপত্র গৃহিত করার জন্য। কিন্তু রাজীব সেই পদ্ধতি মানেননি। সেই কারনেই মুখ্যমন্ত্রী রাজীবকে রাজ্য মন্ত্রীসভা থেকে অপসারিত করেছেন বলে নবান্নের দাবি। তবে এখনই পর্যন্ত এই মর্মে রাজ্য সরকারের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
নবান্নের দাবি, সাংবিধানিক ভাবে রাজ্যপালের নামে রাজ্য সরকারের যাবতীয় কাজ সম্পন্ন হয়। কিন্তু আসল কাজ করে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে থাকা মন্ত্রীসভা ও সরকার। মুখ্যমন্ত্রীই রাজ্যপালকে জানান কাকে কাকে মন্ত্রী হিসাবে নিয়োগ করতে হবে। সাংবিধানিক ভাবে তিনিই নিয়োগকর্তা। তাই রাজ্য মন্ত্রীসভার কাউকে ইস্তফা দিতে হলে মুখ্যমন্ত্রীকেই সবার আগে ইস্তফাপত্র দিতে হবে। এরপরে মুখ্যমন্ত্রী সেই ইস্তফাপত্র পাঠাবেন রাজ্যপালের কাছে সেই পদত্যাগপত্র গৃহিত করার জন্য। কিন্তু রাজীব সেই পদ্ধতি মানেননি। সেই কারনেই মুখ্যমন্ত্রী রাজীবকে রাজ্য মন্ত্রীসভা থেকে অপসারিত করেছেন বলে নবান্নের দাবি। তবে এখনই পর্যন্ত এই মর্মে রাজ্য সরকারের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
More News:
25th February 2021
25th February 2021
25th February 2021
চাল চোর, ত্রিপল চোরদেরও করোনার টিকা দেওয়া হবে, খোঁচা নাড্ডার
25th February 2021
'মোদি আসে মোদি যায় বাংলা নিজের মেয়েকে চায়', হুঙ্কার অভিষেকের
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
24th February 2021
নির্বাচনের কাজ থেকে চাই অব্যাহতি! হাইকোর্টে প্রধান শিক্ষক-শিক্ষিকারা
Leave A Comment