ভুরিভোজ সেরেও জুটমিল খোলার আশ্বাস দিলেন না নাড্ডা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: মশকরা করে কেউ বলছেন, 'খেতে পায় না খেতে চলে এসেছে।' আবার কেউ বা বলছেন, 'বাংলার রান্নার স্বাদ মুখে লেগে গিয়েছে। তাই বার বার খেতে চলে আসছে।' সত্যিটা যাই হোক না কেন, বিজেপির সর্বভারতীয় সভাপতিকে এদিন ফের দেখা গেল মধ্যাহ্নভোজের কর্মসূচিতে যোগ দিতে। কিন্তু ভরপেট খেয়েও এদিন জে পি নাড্ডা দিতে পারলেন না কোনও আশ্বাস বা প্রতিশ্রুতি যাতে বন্ধ জুটমিল খুলে যেতে পারে। আর তাতেই মন ভাঙল অবাঙালি শ্রমিক পরিবারের পাশাপাশি ব্যারাকপুর শিল্পাঞ্চলের মানুষের। পিঠোপিঠি প্রশ্ন উঠেছে, বন্ধ জুটমিল খোলার আশ্বাস বা প্রতিশ্রুতি যদি দিতে না পারেন নাড্ডা তাহলে আমরাই বা কেন ভোট দিতে যাব বিজেপিকে!
গতকাল রাতেই বাংলায় পা রেখেছেন নাড্ডা। এদিন দিনভর চলছে তাঁর কর্মসূচি। তবে কোনও কর্মসূচিতেই জনতার ঢল নামেনি। এদিন উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার নৈহাটির গৌরীপুরে হুকুমচাঁদ জুট মিলের কর্মী দেবনাথ যাদবের বাড়িতে এদিন মধ্যাহ্নভোজ সেরেছেন নাড্ডা। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, সাংসদ অর্জুন সিং প্রমুখ। কার্যত পেটপুরে মধ্যাহ্নভোজে ভাত-রুটি দিয়ে খেয়েছেন মুগ ডাল, করলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, লাল শাক ভাজা, পোস্তর বড়া, শুক্তো, এঁচোড়ের তরকারি, ফুলকপি আলুর তরকারি, মটর পনীর, আমের চাটনি। এর সঙ্গে ছিল বাংলার মিষ্টি রসগোল্লা, দই, আর মাখা সন্দেশও। কিন্তু ভরপেট এসব খেয়েও নাড্ডা বন্ধ জুটমিল খুলে দেওয়ার কোনও আশ্বাস দিতে পারেননি বা দিতে চাননি। একথা নাড্ডা চলে যাওয়ার পরে সাংবাদিকদের জানান দেবনাথ যাদব নিজে। আর তার জেরেই অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।
গতকাল রাতেই বাংলায় পা রেখেছেন নাড্ডা। এদিন দিনভর চলছে তাঁর কর্মসূচি। তবে কোনও কর্মসূচিতেই জনতার ঢল নামেনি। এদিন উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার নৈহাটির গৌরীপুরে হুকুমচাঁদ জুট মিলের কর্মী দেবনাথ যাদবের বাড়িতে এদিন মধ্যাহ্নভোজ সেরেছেন নাড্ডা। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, সাংসদ অর্জুন সিং প্রমুখ। কার্যত পেটপুরে মধ্যাহ্নভোজে ভাত-রুটি দিয়ে খেয়েছেন মুগ ডাল, করলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, লাল শাক ভাজা, পোস্তর বড়া, শুক্তো, এঁচোড়ের তরকারি, ফুলকপি আলুর তরকারি, মটর পনীর, আমের চাটনি। এর সঙ্গে ছিল বাংলার মিষ্টি রসগোল্লা, দই, আর মাখা সন্দেশও। কিন্তু ভরপেট এসব খেয়েও নাড্ডা বন্ধ জুটমিল খুলে দেওয়ার কোনও আশ্বাস দিতে পারেননি বা দিতে চাননি। একথা নাড্ডা চলে যাওয়ার পরে সাংবাদিকদের জানান দেবনাথ যাদব নিজে। আর তার জেরেই অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
19th April 2021
19th April 2021
Leave A Comment