24ºc, Haze
Thursday, 23rd March, 2023 4:34 am
নিজস্ব প্রতিনিধি, নামখানা: ২৬ শে জানুয়ারিতে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ালেন বিশিষ্ট সমাজসেবী তথা মানবদরদী বিদ্যুৎ কুমার দিন্দা। প্রত্যন্ত সুন্দরবনের নামখানা (Namkhana) ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দুস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই ছিল তাঁর মূল ব্রত। তিনি রোগীদের হাতে নয় রকমের ফল ও একটি করে বিস্কুটের প্যাকেট তুলে দিলেন। দীর্ঘ ৩০ বছর ধরেই এই ২৬ শে জানুয়ারি দিনটিতে মুমূর্ষ রোগী ও অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে এসেছেন। এবছরও তা অন্যথা হয়নি।
এই প্রসঙ্গে বিদ্যুৎ বাবু বলেন, আমি চাকরি পাওয়ার পর আমার মা প্রথম আমাকে এই রকম দিশা দেখিয়েছিলেন। তারপর থেকে দীর্ঘ ৩০ বছর ধরে আমি অক্ষরে অক্ষরে তা পালন করে চলেছি। আমার দৃঢ় বিশ্বাস আমি যতদিন বাঁচবো আমি ততদিন মুমূর্ষু রোগী ও অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়াবো।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হওয়া এক অসহায় রোগী বলেন, ‘উনি প্রতিবছর ১৫ আগস্ট ও এই ২৬ শে জানুয়ারি দিনটিতে হসপিটালে রোগীদের ফল বিতরণ করেন। গত বছর ও পেয়েছিলাম। এই বছর ও প্রজাতন্ত্র দিবসের দিন(Republic Day) ওনার হাত থেকে ফল ও বিস্কুট পেলাম। খুব ভালো লাগলো। এইরকম ভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন উনি’।