এই মুহূর্তে

মেরামতির জন্য বন্ধ রাখা হবে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু

নিজস্ব প্রতিনিধি: ‘এক্সপ্যানশন জয়েন্টে’ সমস্যা দেখা দিয়েছে তাই আগামী দু’দিন বন্ধ থাকবে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু। সড়কপথে কৃষ্ণনগর থেকে বর্ধমান যাওয়ার একমাত্র মাধ্যম হল এই সেতুটি। কিন্তু মেরামতির জন্য আগামী দু’দিন বন্ধ রাখা হচ্ছে এই সেতু। রবিবার নদিয়া জেলাশাসকের দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানানো হয়েছে। জেলা শাসকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ভাগীরথী নদীর উপর গৌরাঙ্গ সেতুতে একটি ‘এক্সপ্যানশন জয়েন্ট’-এ সমস্যা দেখা দিয়েছে। সেই স্থানে মেরামতির জন্য সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত গৌরাঙ্গ সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। অর্থাৎ আগামী ১-২ তারিখ বন্ধ থাকবে ভারি ও মালবাহী কিংবা যাত্রীবাহি যান চলাচল। তবে প্রাইভেট গাড়ি, অ্যাম্বুল্যান্স ও প্রশাসনিক ছোট গাড়ি চলাচলের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

গত ২০ অক্টোবর সকালে হঠাৎ করেই স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন, সেতুটি অনেকখানি বসে গিয়েছে। ঝুঁকি এড়াতে তৎক্ষণাৎ নবদ্বীপ থানার পুলিশ গৌরাঙ্গ সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেয়। তারপরেই নবদ্বীপ থানার আইসি বিষয়টি পূর্ত দফতরে জানান। সেখান থেকে ইঞ্জিনিয়ার আসে ও সেতুটি ভালোভাবে পরীক্ষা করে। তখনই দেখা যায় সেতুর নীচে একটি স্প্রিং বসে গিয়েছে ও সেটি ভেঙেও গিয়েছে। তাই দ্রুত মেরামতির জন্য সিদ্ধান্ত নেয় পূর্ত দফতর ও জেলা প্রশাসন। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় পুজোর ছুটির পর এই সেতুর মেরামতি করা হবে। তবে ইঞ্জিনিয়াররা সিদ্ধান্ত নেন আগের মতই কিছুদিন গাড়ি চলবে।

সেইমতো সমস্ত ধরনের গাড়ি চলছিল। কিন্তু আগামীকাল জেলা প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় সেতু মেরামতির জন্য। ছাড় দেওয়া হয়েছে কেবল ছোট গাড়ি, অ্যাম্বুল্যান্স সহ প্রশাসনিক আধিকারিকদের ছোট গাড়ি। সোম ও মঙ্গলবার গৌরাঙ্গ সেতুর স্প্রিং মেরামতের কাজ হবে বলে প্রশাসন সূত্রে খবর। তবে সপ্তাহের প্রথম দু’দিন কৃষ্ণননগর-বর্ধমানের অন্যতম পথ বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসী যে বিপাকে পড়বেন তা বলা বাহুল্য।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোমবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে

সুকান্তের জেলায় ভোট প্রশিক্ষণে গরহাজির ৭০০ কর্মীকে শোকজ

১৪ বছর আগে শিলান্যাস, আজও বাস্তবায়িত হয়নি আমতা-বাগনান রেলপ্রকল্প

সন্দেশখালিতে ফের রাজনৈতিক পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ,সংঘর্ষ

হার নিশ্চিত দেখেই দিল্লিতে ছুট বিজেপি প্রার্থী বিস্তার

ইডি-সিবিআইয়ের ভূমিকা নিয়ে কমিশনের কাছে নালিশ তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর