এই মুহূর্তে




ভয়ঙ্কর কাণ্ড হুগলিতে, ৫ বছরের শিশুকে ধর্ষণ করে খুন! রক্তাক্ত দেহ মিলল পাশের বাড়ি থেকে




নিজস্ব প্রতিনিধিঃ ফের মর্মান্তিক ঘটনা হুগলিতে। ৫ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। জানা গিয়েছে, গতকাল রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় শিশুটি তাঁর প্রতিবেশীর বাড়িতে খেলতে গিয়েছিল। কিন্তু আর ফেরে নি। তখনই তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। শিশুটি দীর্ঘক্ষণ ধরে বাড়িতে না ফেরার কারণে তাঁকে খোঁজাখুঁজি শুরু করে বাড়ির লোকজন। অবশেষে তাঁদের পড়শির বাড়ি থেকে কম্বল ও কাঠ চাপা দেওয়া অবস্থায় মেলে শিশুটির বিবস্ত্র দেহ। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তকে রাতেই গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার তাঁকে আদালতে হাজির করা হবে।

ঘটনাটি ঘটেছে, হুগলির গুড়াপের চোপা গ্রামে। শিশুটির বাবা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় তিনি বাজারে গিয়েছিলেন। কিন্তু তিনি বাজার থেকে ফিরে আসার পরেও দেখতে পান যে, তাঁর কন্যা তখনও বাড়ি ফেরে নি। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে কন্যার খোঁজ শুরু করেন বাবা। কিন্তু কোথাও তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর তিনি পাড়ার লোকজনকে খবর দেন। এরপর সকলে মিলে খুঁজতে খুঁজতে অভিযুক্ত প্রতিবেশীর বাড়িতে শিশুটিকে খুঁজে পায়। তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হয়। গুড়াপ থানার পুলিশ ঘটনাস্থলে এসে কম্বল চাপা অবস্থায় শিশুটির বিবস্ত্র দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে প্রতিবেশীর বাড়িতে পাওয়া গিয়েছে বলে জানিয়েছে প্রতিবেশীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের বাড়ি শিশুটির বাড়ির পাশেই। আগেও তাঁর বিরুদ্ধে একাধিক এই ধরনের অভিযোগ উঠেছে। ছোট থেকেই অভিযুক্ত যুবকের স্বভাব খারাপ। নিজের মেয়ের সঙ্গেও খারাপ ব্যবহার করত। কিন্তু তাঁর দোষগুলি বেশিদিন টিকে থাকত না। ধামাচাপা পড়ে যেত। শিশুটিকে নৃশংসভাবে হত্যা করে তাঁর দেহ লোপাটের চেষ্টা করেছিল অভিযুক্ত। এই মর্মান্তিক ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন মৃত শিশুর বাবা-মা এবং প্রতিবেশীরা। মৃত শিশুটির বাবা জানিয়েছেন, ঘটনাটির সময় তিনি বাজারে গিয়েছিলেন। মেয়ে মাংস খেতে চেয়েছিল, তাই মেয়ের আবদার মেটাতে মাংস আনতে বাজারে গিয়েছিলেন তিনি। তখন তাঁর মেয়ে পাশের বাড়িতে খেলতে গিয়েছিল। কিন্তু কখন যে অভিযুক্ত মেয়েটাকে সরিয়ে নিয়েছে, কেউ বুঝতে পারেননি। পাড়াসুদ্ধ সবাই খুঁজেছে তাঁর মেয়েকে। তখন ওই যুবককেও জিজ্ঞাসা করা হয়েছিল, তখন সে বলে তাঁর মেয়ে চলে গিয়েছে। তখনই সন্দেহবশত ছেলেটির ঘরে ঢুকে পড়েন তারা। এরপর তাঁর ঘরে দেখতে পান, বিছানার মধ্যে তাঁর মেয়েকে মেরে কাঠ-কম্বল-মশারি দিয়ে চাপা দিয়ে রেখেছে হত্যাকারী। বাজার থেকে ফিরেই জানতে পারেন তাঁর মেয়ে আর বেঁচে নেই। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছে, মেয়েটিকে বিবস্ত্র অবস্থায় পাওয়া গিয়েছিল। ধারণা, বাচ্চাটাকে ধর্ষণ করে গলা টিপে মেরে দিয়েছে অভিযুক্ত। শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে গুড়াপ থানায় পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। বর্তমানে ওই ঘটনার তদন্তের জন্য বিশেষ একটি দল গঠন করা হয়েছে। সোমবার শিশুটির দেহের ময়নাতদন্ত করা হবে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আকাশ ছুঁয়েছে দাম, মিট ডে মিলে পড়ুয়াদের পাত থেকে উধাও ডিম

শীতের ঝোড়ো ব্যাটিং শুরু, কলকাতায় পারদ নামল ১৩ ডিগ্রির ঘরে

রবিবার থেকে দক্ষিণবঙ্গে এক ধাক্কায় স্বাভাবিক তাপমাত্রার ৪ ডিগ্রী ছন্দপতন ঘটবে

মৌলবাদীদের হাতে ধর্ষণের ভয়ে রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে এপারে বাংলাদেশি নাবালিকা

বিধাননগরের ময়লা ফেলার জন্য পাথরঘাটায় নতুন ডাম্পিং স্টেশন হবে, ঘোষণা ফিরহাদের

নিউটাউন থানার আইসি’কে ৭ দিনের মধ্যে সরানোর নির্দেশ হাইকোর্টের

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর