এই মুহূর্তে




ওয়াকফ আন্দোলন, সাগরপাড়ার দুই ব্যক্তিকে নোটিশ পাঠাল NIA




নিজস্ব প্রতিনিধি,সাগরপাড়া: মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানা এলাকার দুই ব্যক্তিকে পাঠানো হয়েছে NIA দপ্তরের তরফ থেকে সমন নোটিশ।বৃহস্পতিবার সশরীরে হাজির হওয়ার নির্দেশ। একদিকে সাগরপাড়ার খয়েরমারি এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের হাতে পৌঁছেছে NIA দফতরের সমন নোটিশ। অন্যদিকে, স্থানীয় সাহেবনগর (Sahebnagar)এলাকার বাসিন্দা জনৈক গোলাম কিবরিয়াকেও পাঠানো হয় একই নোটিশ। যা নিয়ে একদিকে যেমন রীতিমতো দ্বন্দ্বে রয়েছেন তারা দুজনেই, অন্যদিকে বিষয়টি জানাজানি হতেই রীতিমতো জল্পনা শুরু হয়েছে ওই এলাকা জুড়ে। যে নোটিশে তাদের সশরীরে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে NIA দফতরে।

এই বিষয়ে জানতে চাওয়া হলে হাবিবুর রহমান বলেন, কেনো তাকে ডাকা হয়েছে তা তিনি নিজেও জানেন না। তবে সম্প্রতি তার নেতৃত্বে ওই এলাকায় ওয়াকফ বিল ঘিরে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। যে কারণে তাকে NIA দফতরে সশরীরে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, সাহেব নগর এলাকার গোলাম কিবরিয়াকে কেন নোটিশ দেওয়া হয়েছে তা জানতে চাইলে জানতে চাওয়া হলে তার স্ত্রীর দাবি করেন ,তার স্বামী শারীরিক ভাবে অসুস্থ।তাকে জোর করে কেউ বা কারা অযথা ফাঁসানোর চেষ্টা করছে। গভীর ষড়যন্ত্র হয়েছে তার স্বামীর বিরুদ্ধে। কোন ঘটনার সঙ্গে যুক্ত নয় তার স্বামী। তবে দুজনেই এনআইএ দফতরে সব রকম সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন।

এদিকে ইতিমধ্যে মুর্শিদাবাদের হিংসাত্মক ঘটনা নিয়ে হাইকোর্টের নির্দেশে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তারা যে রিপোর্ট পেশ করেছে তাতে একাধিক বিষয় উঠে এসেছে। বাবা ও ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। রীতিমত ষড়যন্ত্র করে ছক কষে পরিকল্পনামাফিক মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় গোলমাল ও হিংসা ছড়ানো হয়েছে বলে তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এমত পরিস্থিতির মধ্যে এন আই এর নোটিশ নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে মুর্শিদাবাদে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিঘায় হোটেলের ঘর ভাড়ার রেট নির্দিষ্ট করতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা , মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা

কেরলের নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের হাতে ফিরিয়ে দিল বেলিয়াবেড়া থানা

অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে মহকুমা শাসকের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন বৃদ্ধার

জল্পেশ মন্দিরে স্কাইওয়াক, ভিড়ের হাত থেকে মিলবে রক্ষা

OBC-র বিজ্ঞপ্তিতে হাইকোর্টের স্থগিতাদেশে প্রশ্নের মুখে ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ