এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কংগ্রেস তো ফিরল, কিন্তু বামেরা কবে ফিরবে, প্রশ্ন লালপার্টিতেই

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল(TMC) তৃতীয়বারের জন্য বাংলার(Bengal) ক্ষমতা দখল করে ২১৫টি আসনে জয়ী হয়ে। সেই নির্বাচনেই বিজেপি(BJP) পেয়েছিল ৭৭টি আসন। একটি আসন গিয়েছিল নির্দলের দখলে, একটি আসন গিয়েছিল আইএসএফের দখলে। ১টিও আসন জোটেনি বাম(Left) ও কংগ্রেসের(INC) ঝুলিতে। কার্যত দেশের স্বাধীনতার পরে এই প্রথম বাংলার বিধানসভা বাম ও কংগ্রেস শূন্য হয়ে পড়েছিল। সেই একুশের বিধানসভা নির্বাচনের পরে আরও বেশ কিছু বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। তার সবকটিতেই জয়ের ধারা অব্যাহত রেখেছিল তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে ওই সব উপনির্বাচনের ফলাফলে এটাও দেখা যাচ্ছিল রাজ্য রাজনীতির মূল পরিসরে ক্রমশই শক্তি বাড়িয়ে ফিরে আছে বাম-কংগ্রেস। সেই সঙ্গে এটাও চোখে পড়ছিল, রাজ্যের প্রধান বিরোধী দল হলেও বিজেপি ক্রমশ রাজ্যের প্রান্তিক রাজনৈতিক দলে পরিণত হচ্ছে। সেই হিসাবে বাম-কংগ্রেস জোটের জয় কবে হবে সেটা দেখারই প্রতীক্ষা ছিল বাংলার। এদিন সাগরদিঘী সেই জয়ের আস্বাদ তুলে ধরল। কংগ্রেস জয়ী হয়ে সক্ষম হল রাজ্য বিধানসভায় নিজেদের প্রতিনিধি পাঠাতে। কিন্তু এর পাশাপাশি আরও একটা প্রশ্ন উঠে আসছে, আর সেটা উঠছে লালপার্টিতে। বামেরা কবে ফিরবে বাংলার বিধানসভায়?

আরও পড়ুন ২০২৪ এর ভোট তৃণমূল একাই লড়বে, ঘোষণা মমতার

রাজ্য বিধানসভায় ২৯৪টি আসনের মধ্যে আপাতত ফাঁকা থাকছে মাত্র ১টি আসন। সেটি হল মানিকতলা বিধানসভা কেন্দ্র। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পান্ডে মারা যাওয়ায় সেই আসন ফাঁকা হয়েছে। একই সঙ্গে ওই আসন নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা চলছে। সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের কার্যত কোনও সম্ভাবনাই নেই। তাই বামেরা যে খুব শীঘ্রই রাজ্য বিধানসভায় তাঁদের প্রতিনিধি পাঠাতে পারবে এমন কথাও জোর গলায় বলা যায় না। কিন্তু তারপরেও একটা প্রশ্ন এখন বাম শিবিরেই জোরালো ভাবে ঘুরছে। আর তা হল, বাম ভোটাররা দলের নির্দেশ বা নীতি মেনে যতটা দ্রুত ও শক্তপোক্ত ভাবে কংগ্রেসের পাশে দাঁড়ান ততটা কিন্তু কংগ্রেস ভোটাররা বাম প্রার্থীদের পাশে দাঁড়ান না। অর্থাৎ কংগ্রেস প্রার্থী বাম শিবিরের ভোট পেলেও বাম প্রার্থী কংগ্রেসী ভোটারদের ভোট পান না। এই ঘটনা একবার নয়, রাজ্যে পরিবর্তনের পরে অনেকবারই বাংলার রাজনীতিতে দেখা গিয়েছে। সাগরদিঘীতে এদিন কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছে বামেদের সমর্থনের জন্য। কিন্তু বাংলার অন্য কোনও বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হলে ও সেখানে বামেরা প্রার্থী দিলে কংগ্রেসের ভোটাররা আদৌ সমর্থন করবেন তো! নাকি তাঁদের ভোট চলে যাবে তৃণমূলের দিকে। যদি সেটাই হয় তাহলে রাজ্য বিধানসভায় বামেরা ফিরবেন কীভাবে আর কবেই বা ফিরবে, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে।

আরও পড়ুন বঙ্গ বিজেপির ‘সুকান্ত ট্রাডিশন’ অব্যাহত, বাজেয়াপ্ত জমানত

আবার একই সঙ্গে এদিন সাগরদিঘীতে জয়ী হওয়া কংগ্রেস প্রার্থী বায়রণ বিশ্বাসকে ঘিরেও বাম শিবিরে বেশ ভালই প্রশ্ন ছড়িয়েছে। উদ্বেগ আছে কংগ্রেসের অন্দরেও। কী সেই প্রশ্ন আর উদ্বেগ? তৃণমূলে যোগদান। কার্যত এদিনই জোড়াফুল শিবিরের অনেক নেতা তো বটেই বাম ও কংগ্রেসের শিবিরেরও অনেক নেতা মনে করছেন সাগরদিঘী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে যা ফলই হোক না কেন, বায়রণের তৃণমূলে যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা। সাগরদিঘীর উন্নয়নের জন্যই বায়রণ বাধ্য হবেন তৃণমূলের হাত ধরতে। জোড়াফুল শিবিরে নিজের নাম লেখাতে। তৃণমূল তাঁকে দল;এ না নিলে আলাদা কথা। কিন্তু তিনি হয়তো ওই দলে ভেড়ার চেষ্টা করবেন। যদিও বায়রণ নিজে সেই সম্ভাবনা খারিজ করেছেন। কিন্তু ৭৭টি আসন পাওয়া বিজেপি কেন্দ্রের ক্ষমতায় থেকেও যেভাবে তাঁদের দলের সাংসদ-বিধায়কদের তৃণমূলে যোগ দেওয়ার ঘটনা ঠেকাতে পারছে না সেখানে কংগ্রেস কী করবে যদি আগামী দিনে বায়রণ তৃণমূলে যোগ দেয়! তাই বাম শিবিরের অনেক ভোটাররাই এখন আশঙ্কায় রয়েছেন যে যাকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে জেতানো হল সেই না আগামী দিনে তৃণমূলে চলে যায়। তাহলে এই লড়াইটাই নষ্ট হয়ে যাবে। বৃথা চলে যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুর্শিদাবাদের কোথাও রোদের তাপে ফাটছে বোমা ,কোথাও আবার উদ্ধার সকেট বোমা

‘রাজনীতিতে নেমেও মেকআপ করতে হচ্ছে, নয়তো কালো হয়ে যাব’: রচনা

সন্দেশখালিতে ইডি অফিসারদের ওপর হামলার ঘটনায় ধৃত ৩ জনের জামিন

মালদাতে ভোররাতে রহস্যজনকভাবে বাড়ি থেকে নিখোঁজ স্কুল ছাত্রী, তদন্তে পুলিশ

পুরুলিয়ার মাটিতে জ্যোতির্ময়ের পাশ থেকে সরে দাঁড়ালো আজসুও

ইজরায়েলে থাকা বোনের চিন্তায় ঘুম উবেছে জলপাইগুড়িতে থাকা দুই সহোদরার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর