27ºc, Haze
Tuesday, 28th March, 2023 11:29 pm
নিজস্ব প্রতিনিধি: রেনু খাতুনের হাত কেটে নেওয়ার ঘটনায় গ্রেফতার আরও এক। এবার তাঁর স্বামীর মাসতুতো ভাইকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম চাঁদ মহম্মদ শেখ। শুক্রবার সালার স্টেশন থেকে তাকে গ্রেফতার করে তদন্তকারীরা।
অভিযোগ, চাঁদ মহম্মদ শেখই দু’জন দুষ্কৃতীকে টাকার বিনিময়ে রেনু খাতুনের হাত কাটার জন্য যুক্ত করেছিল। গোটা ঘটনার পরিকল্পনাও চাঁদ মহম্মদ শেখ করেছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ধৃত চাঁদ মহম্মদ ডব্লুবিসিএস চাকরির পরীক্ষার জন্য কোচিং নিচ্ছিল। এ পর্যন্ত রেনু খাতুনের হাত কেটে নেওয়ার ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করল পুলিশ।
বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ভরতপুর থানার তালগ্রামে তল্লাশি অভিযান চালিয়ে আশরাফ আলি শেখ ও হাবিব শেখ নামে দুজনকে গ্রেফতার করে তদন্তকারীরা। জানা গিয়েছে, ধৃত দুজনকে টাকা দিয়ে সুপারি হিসাবে আনা হয়েছিল। ঘটনার পর পুলিশকে রেনু খাতুন জানিয়েছিলেন, তাঁর স্বামীর সঙ্গে আরও দুজন ছিল, যারা হাত কাটতে সাহায্য করেছে। ঘটনার পর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করে পুলিশ। এর পর স্বামী শেখ মহম্মদকে জিজ্ঞাসাবাদ করে আশরাফ ও হাবিবের নাম পায় তদন্তকারীরা। এর পর দুজনের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে তদন্তকারীরা। তার পর আরও একজনের খোঁজে তল্লাশি শুরু করে তদন্তকারীরা। অভিযোগ, সেই ব্যক্তি ওই দুই সুপারিকে টাকা দিয়ে আনতে সহযোগিতা করেছিল। অবশেষে সেই সূত্রে চাঁদ মহম্মদকে গ্রেফতার করল পুলিশ।
অন্যদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণা মত রেনু খাতুনকে পূর্ব বর্ধমানে ‘নন নার্সিং’ বিভাগে চাকরি দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে। ইতিমধ্যে তার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। গ্রেড-২-তে নার্সিং বিভাগে পাস করেছিলেন রেণু খাতুন। ওই গ্রেডেই চাকরি পাবেন রেণু। তবে নন নার্সিং বিভাগে নিয়োগ করা হবে তাঁকে। গ্রেড-২ নার্সিং বিভাগের যা বেতন কাঠামো, সেটাই পাবেন রেণু। তার বেতন হবে মাসিক ২৯,৮০০ টাকা।
উল্লেখ্য শনিবার রাতে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা পেশায় নার্স রেণু খাতুনের ডান হাত কেটে নেওয়ার অভিযোগ ওঠে তাঁর স্বামী শেখ মহম্মদের বিরুদ্ধে। নার্সিং পরীক্ষার প্যানেলের ২২ নম্বরে নাম ছিল রেণু খাতুনের। কিন্তু স্ত্রীর সরকারি নার্সের চাকরি পছন্দ হয়নি স্বামীর। রেনু যাতে সরকারি চাকরিতে যোগ দিতে না পারে সেই কারনে ঘুমন্ত অবস্থায় সুপারি দিয়ে তার হাত কেটে নেয় স্বামী। পুলিশ অভিযুক্ত স্বামীকে এবং তার বাবা-মাকে গ্রেফতার করেছে আগেই। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা। এর পর বৃহস্পতিবার স্বামীর দুই সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় শুক্রবার চাঁদ মহম্মদকেও গ্রেফতার করে পুলিশ।