মানিকচক দুর্ঘটনায় নিখোঁজ মাত্র ৩, দাবি প্রশাসনের! মানতে নারাজ প্রত্যক্ষদর্শীরা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: মালদা জেলার মানিকচকে গতকাল সন্ধ্যায় বার্জডুবির ঘটনায় প্রথমে প্রশাসনের তরফেই ১৪ জনের সলিল সমাধি হওয়ার আশঙ্কা ব্যক্ত করা হয়েছিল। এদিন সকালে অবশ্য প্রশাসনের তরফে জানানো হয় ১৪ নয়, মাত্র ৩জন নিখোঁজ রয়েছেন। বাকিরা সাঁতরে পাড়ে উঠে আসতে সক্ষম হয়েছেন। যদিও এই হিসাব মানতে নারাজ প্রত্যক্ষদর্শীরা। তাঁদের দাবি অনেকেই লরি ও পাথরের নীচে চাপা পড়ে আছেন। সে সব না সরালে দেহ ভেসে উঠবে না। আর দেহ না মিললে নিহতের সংখ্যা পরিষ্কার হবে না। সেই দাবি মেনেই এদিন সকাল থেকেই শুরু হয়েছে গঙ্গায় ডুবে থাকা লরিগুলিকে পাড়ে তোলার কাজ। তবে এখনও পর্যন্ত মাত্র ১টি লরিরই সন্ধান মিলেছে। তাও সেটি তুলতে গিয়ে ক্রেনের শিকল ছিঁড়ে তা আবারও ডুবে গিয়েছে।
সোমবার সন্ধ্যায় মানিকচকে পাথর ও স্টোন চিপস বোঝাই ১০টি লরি একটি বার্জে করে সাহেবগঞ্জ থেকে মানিকচকে এসেছিল। কিন্তু বিপত্তি বাধে মানিকচকে এসে। একটি ১৬ চাকার লরি বার্জ থেকে পাড়ে উঠতে গিয়ে ওভারলোডিংয়ের কারনে ভারসাম্য হারিয়ে একদিকে কাত হয়ে উল্টে যায়। তার জেরে সেই বার্জটিও ভারসাম্য হারিয়ে একদিকে কাত হতেই তাতে থাকা একের পর লরি সকলের চোখের সামনেই গঙ্গার জলে পড়ে তলিয়ে যায়। উল্টে যায় বার্জটিও। সেই সব লরিতে থাকা চালক, খালাসি ও শ্রমিকেরাও জলে পড়ে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি মতন সেই সময় জনা ৩০ মানুষ জলে পড়ে গিয়েছিলেন। তার জেরেই মালদা জেলা প্রশাসনের তরফে গতকাল সন্ধ্যায় জানানো হয়েছিল দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তির সংখ্যা প্রায় ১৪। এদের সকলেরই সলিল সমাধি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। কিন্তু পরে এদিন সকালে জেলা প্রশাসনের তরফে জানানো হয় যারা জলে পড়ে গিয়েছিলেন তাঁদের অনেকেই সাঁতরে গঙ্গার দুইপাশে থাকা নানা ঘাটে উঠে যান। তাই নিখোঁজের সংখ্যা মাত্র ৩। যদিও এই দাবি মানতে নারাজ প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, অনেকেই পাথর আর চিপসের পাশাপাশি লরির নীচে চাপা পড়ে গিয়েছেন। সেই সব পাথর, লরি ও চিপস না সরালে দেহ উদ্ধার হওয়ার সম্ভাবনা নেই। আর সেই দেহ উদ্ধার না হলে নিহতের প্রকৃত সংখ্যা বোঝা যাবে না। তবে গঙ্গা থেকে পাথর আর চিপস তোলা যা সম্ভব নয় সেটা জেলা প্রশাসনের তরফেই জানিয়ে দেওয়া হয়েছে। তবে ডুবে যাওয়া ৮টি লরির তোলার চেষ্টা শুরু হইয়েছে এদিন সকাল থেকেই। প্রথমে ক্রেন এনে শিকল দিয়ে বেঁধে গঙ্গায় ডুবে যাওয়া লরির তোলার চেষ্টা হলেও তা বিফল হয়। ক্রেনের শিকল ছিঁড়ে লরি আবারও ডুবে যায়। তাই এবার ঝাড়খন্ড থেকে মোটা শিকল আনা হচ্ছে জলে ডুবে থাকা লরি তোলার জন্য। তবে এখনও পর্যন্ত মাত্র ১টি লরির সন্ধানই মিলেছে। বাকি ৭টি লরি এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে সোমবার গভীর রাতে এলাকায় যান সিপিআই(এম)নেতা সুজন চক্রবর্তী।
সোমবার সন্ধ্যায় মানিকচকে পাথর ও স্টোন চিপস বোঝাই ১০টি লরি একটি বার্জে করে সাহেবগঞ্জ থেকে মানিকচকে এসেছিল। কিন্তু বিপত্তি বাধে মানিকচকে এসে। একটি ১৬ চাকার লরি বার্জ থেকে পাড়ে উঠতে গিয়ে ওভারলোডিংয়ের কারনে ভারসাম্য হারিয়ে একদিকে কাত হয়ে উল্টে যায়। তার জেরে সেই বার্জটিও ভারসাম্য হারিয়ে একদিকে কাত হতেই তাতে থাকা একের পর লরি সকলের চোখের সামনেই গঙ্গার জলে পড়ে তলিয়ে যায়। উল্টে যায় বার্জটিও। সেই সব লরিতে থাকা চালক, খালাসি ও শ্রমিকেরাও জলে পড়ে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি মতন সেই সময় জনা ৩০ মানুষ জলে পড়ে গিয়েছিলেন। তার জেরেই মালদা জেলা প্রশাসনের তরফে গতকাল সন্ধ্যায় জানানো হয়েছিল দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তির সংখ্যা প্রায় ১৪। এদের সকলেরই সলিল সমাধি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। কিন্তু পরে এদিন সকালে জেলা প্রশাসনের তরফে জানানো হয় যারা জলে পড়ে গিয়েছিলেন তাঁদের অনেকেই সাঁতরে গঙ্গার দুইপাশে থাকা নানা ঘাটে উঠে যান। তাই নিখোঁজের সংখ্যা মাত্র ৩। যদিও এই দাবি মানতে নারাজ প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, অনেকেই পাথর আর চিপসের পাশাপাশি লরির নীচে চাপা পড়ে গিয়েছেন। সেই সব পাথর, লরি ও চিপস না সরালে দেহ উদ্ধার হওয়ার সম্ভাবনা নেই। আর সেই দেহ উদ্ধার না হলে নিহতের প্রকৃত সংখ্যা বোঝা যাবে না। তবে গঙ্গা থেকে পাথর আর চিপস তোলা যা সম্ভব নয় সেটা জেলা প্রশাসনের তরফেই জানিয়ে দেওয়া হয়েছে। তবে ডুবে যাওয়া ৮টি লরির তোলার চেষ্টা শুরু হইয়েছে এদিন সকাল থেকেই। প্রথমে ক্রেন এনে শিকল দিয়ে বেঁধে গঙ্গায় ডুবে যাওয়া লরির তোলার চেষ্টা হলেও তা বিফল হয়। ক্রেনের শিকল ছিঁড়ে লরি আবারও ডুবে যায়। তাই এবার ঝাড়খন্ড থেকে মোটা শিকল আনা হচ্ছে জলে ডুবে থাকা লরি তোলার জন্য। তবে এখনও পর্যন্ত মাত্র ১টি লরির সন্ধানই মিলেছে। বাকি ৭টি লরি এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে সোমবার গভীর রাতে এলাকায় যান সিপিআই(এম)নেতা সুজন চক্রবর্তী।
More News:
18th January 2021
17th January 2021
নেত্রীর অপেক্ষায় প্রহর গুণছে নন্দীগ্রাম! লক্ষ্য ৩ লক্ষ্যের জমায়েত
17th January 2021
17th January 2021
জিতেন্দ্রের শূন্যস্থানে প্রত্যাবর্তন অপূর্বের! গুরুত্ব ইস্পাতনগরীর
17th January 2021
17th January 2021
16th January 2021
16th January 2021
সংক্রান্তি পেরোলেও রাজ্যজুড়ে শৈত্যপ্রবাহ জারি, চলবে কিছুদিন
16th January 2021
বুধবার শহরে কমিশনের ফুল বেঞ্চ, কমিশনের কর্মীদের জন্য রক্ষাকবচ
16th January 2021
শতাব্দী-প্রসূন বুঝলেও আজ কী বলবেন রাজীব সেদিকেই তাকিয়ে রাজ্য
Leave A Comment