এই মুহূর্তে




স্বাস্থ্য ভবনের সামনে ছাত্রদের অবস্থান আন্দোলনে ঢুকে পড়েছেন বহিরাগতরা, নজর রাখছেন গোয়েন্দারা




নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্য ভবনের সামনে পড়ুয়া চিকিৎসকদের প্রতিবাদ কর্মসূচিতে ঢুকে পড়েছেন অতি বাম মনস্ক মানুষজন। গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী রেড স্টারের(Red Star) মহিলা টিম সেখানে আন্দোলনে যোগ দিয়েছে। চলছে বক্তব্য, গান, পথনাটিকা সহ আবৃতি এবং প্রতিবাদের ভাষণ। কিন্তু আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের বাইরে থেকে কারা খাবার দিচ্ছে তা জানতে জোরদার নজরদারি চালাচ্ছেন গোয়েন্দারা।স্বাস্থ্য ভবনের সামনে যেখানে ছাত্ররা আন্দোলন করছে সেখানে নজরদারি ও নিরাপত্তার জোরদার করতে ক্লোজ সার্কিট ক্যামেরার(CCTV) সংখ্যা আরো বাড়ানো হচ্ছে। যাতে বহিরাগতদের চিহ্নিত করা যায়।বিধাননগর কমিশনারের পক্ষ থেকে পড়ুয়া চিকিৎসকদের এই বিক্ষোভ অবস্থানের দরুন একটি শত:প্রণোদিত মামলা রুজু করা হয়েছে শুক্রবার।

গোয়েন্দাদের তথ্য অনুযায়ী এই মুহূর্তে আন্দোলনটি অতি বাম রাজনীতিতে বিশ্বাসী মানুষজন এবং নকশাল পন্থী লোকজনেরা পরিচালনা করছে। তাই বহিরাগতদের ওপর নজর রাখছেন গোয়েন্দারা। তাদের নামের তালিকা তৈরি করা হচ্ছে। যাতে এই আন্দোলনকে কেন্দ্র করে বহিরাগতরা কোন গোলমালের ছক করতে না পারে। গোয়েন্দারা আরো জানাচ্ছে এই আন্দোলনকে সামনে রেখে শুরু হয়ে গিয়েছে টাকা সংগ্রহের নানা পরিকল্পনা। বিভিন্ন whatsapp গ্রুপে ছড়িয়ে দেওয়া হচ্ছে ফোন পেয়ে অথবা গুগল পের নাম্বার এবং স্ক্যানার। যাতে সাধারণ মানুষ জন এই আন্দোলনরত পরুয়া চিকিৎসকদের খাবার জল কেনার জন্য অর্থ সাহায্য করে।এদিকে,জুনিয়র ডক্টরদের সাংবাদিক সম্মেলন শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। সেখানে তারা বলেন,৩৫ দিনে পড়ল আন্দোলন । ৪ দিনের অবস্থান ।

বৃহস্পতিবার নবান্নে গেছিলাম আলোচনা হল না। বৈঠকের দিকে তাকিয়ে ছিলেন রাজ্যেবাসী । মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স – এ বলেন, স্বাস্থ্যব্যবস্থার উন্নতি , আমারও তাই চাই । যারা এই স্বাস্থ্যব্যবস্থার উন্নতি তে বাঁধা হয়ে দাঁড়িয়েছেন তাদের না সরিয়ে সম্ভব নয়। অভয়ার দোষীদের বিচার সহ ৫ টি দাবি রয়েছে । সন্দীপ ঘোষ সহ যাদের জন্য এই ঘটনা ঘটেছে এবং ভাংচুরের ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে । সিপি , ডিসি নর্থ , ডিসি সেন্ট্রালকে অপসারণ করতে হবে। স্বাস্থ্য ক্ষেত্রে সবার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে । কলেজ ভয় রাজনীতিকে সমুলে সরাতে হবে । রাষ্ট্রপতিকে আমার মেইল পাঠিয়েছি । মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবার আগেই এই মেইল করা হয়েছে। গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে সমস্ত রাজনৈতিক নেতাদের । প্রথম থেকেই আমরা আমাদের আন্দোলনকে অরাজনৈতিক রাখতে চেয়েছি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অগ্নি মিত্র পাল কেও ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) এই ঘটনাগুলি নাকি দুশ্চরিত্র বহিরাগতদের ষড়যন্ত্রের ফলে ঘটেছে বলে তিনি দাবি করেছেন। আমরা সুস্পষ্টভাবে তাকে এবং অন্য যে কেউকে একই উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইলে তাদের জানিয়ে দিতে চাই আমাদের আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাইলে আমরা আগেও যে প্রতিক্রিয়া জানিয়েছিলাম সেই একই প্রতিক্রিয়া আবার জানাব।কুনাল ঘোষর দাবির ভিত্তিতে আন্দোলনরত ছাত্ররা প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, রাজনৈতিক দলের মুখপাত্র কি বলল সেটা নিয়ে আমরা কিছু বলতে চাই না ।

দু লক্ষ করে টাকা ঘোষণা প্রসঙ্গে তারা কবে কোথায় কোন রোগী মারা গেছে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।মাত্র ৭,৫০০ হাজার জুনিয়র ডক্টর রয়েছে। সেখানে শুধু মাত্র জুনিয়র ডক্টররা যদি আন্দোলনে নেমে পড়েন তাহলে স্বাস্থ্য ব্যাবস্থা ভেঙে পড়বে । এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন পড়ুয়া চিকিৎসকরা।রাষ্ট্রপতিকে চিঠি লেখা প্রসঙ্গে তারা বলেন,যে কেউ চিঠি লিখতে পারে । চিঠি লিখলে সুপ্রিম কোর্টকে অবমাননা করা হয় না। সুপ্রিম কোর্ট যে গুলো বলেছিল রাজ্যের সরকারকে সেগুলো এখনো হয় নি । যদি একশন নিতে চান তো নিন ।একটা ছাদের তলায় যদি গিয়ে কেউ দাঁড়ায় তাহলে সেটাকে রাজনীতিক রঙে রঙিন অপবাদ দেওয়া কেন হচ্ছে ? প্রশ্ন তোলেন জুনিয়র ডাক্তাররা।আমাদের লোকানোর কিছু নেই । যদি সিসিটিভি লাগিয়ে প্রটেকশন দিতে চান তো দিন আমার আরোও চাইব হাসপাতাল গুলোতে আরো বেশি করে সিসিটিভি দেওয়া হোক ।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিনদুপুরেই ডাকাতি অ্যাপ-ক্যাব সংস্থাগুলির, মাত্র ৬.৫ কিমি দূরের গন্তব্যের ভাড়া ৪৩৬ টাকা!

মণ্ডপের ২০০ মিটারের মধ্যে প্রতিবাদ জানানো যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের

এবার রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্তসহায়কের বাড়িতে তল্লাশি ইডির

বাড়ির ৪০০ বছরের পুজোতে আজও নস্টালজিয়ায় ভাসেন মালা রায়

রাত করে বাড়ি ফেরায় বকুনি, মাকে খুনের চেষ্টার পরেও গায়ে আগুন মেয়ের

মুখ্যমন্ত্রীকে হুমকি IMA’র রাজ্য শাখার, ক্ষুব্ধ জনতা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর