প্রকাশ্যে স্বামীকে কুপিয়ে গারদে গেলেন স্ত্রী! চাঞ্চল্য জলপাইগুড়িতে
Share Link:

নিজস্ব প্রতিনিধি: ভর দুপুরে রাস্তার ওপর স্বামীকে ছুড়ি দিয়ে এলোপাথাড়ি কোপ মারার অভিযোগ উঠলো স্ত্রীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি শহরের হাকিমপাড়া এলাকায়। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা ঘটায় রীতিমতো হইচই পড়ে যায় জলপাইগুড়ি শহরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। অভিযুক্ত গৃহবধূকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। আহত যুবককে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে হাকিমপাড়া এলাকার বাসিন্দা রাহুল সাহার সঙ্গে গত দেড় বছর আগে বিয়ে হয়েছিল স্থানীয় বাসিন্দা সঙ্গীতা রায়ের। তার কিছুদিনের মধ্যেই দুজনের ছাড়াছাড়ি হয়ে যায়। সেই সঙ্গে বিচ্ছেদের পরে পরেই স্বামীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করেন সঙ্গীতা। সেই বিষয়ে কথা বলার জন্য এদিন টাউন ক্লাব ময়দানের পাশে দেখা করেছিলেন দুজনে। তারপরেই এই ঘটনা ঘটে। রাহুল সাহার অভিযোগ, তাঁর স্ত্রী সঙ্গীতা রায় বেশ কয়েকটি মিথ্যে মামলা দায়ের করেছিল তাঁর বিরুদ্ধে। সেই কেসগুলো তুলে নেওয়ার বিষয়ে কথা বলার জন্য তাঁকে ডাকা হয়। ওইসময় আচমকাই একটি ধারাল অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলে পড়ে স্ত্রী সঙ্গীতা।
যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে সঙ্গীতা রায় বলেন, ‘আমি ওকে ছুরি মারিনি। ও আগে থেকেই নিজের গা কেটে এখানে এসেছে। এখানে আমাকে ডেকে নিয়ে আসার পর আমাকে মামলা তুলে নিতে চাপ দেয়। আমি অস্বীকার করলে সে জামা কাপড় খুলে চিৎকার করতে থাকে। আমি যদি ছুরি মারতাম তবে আমার হাতে রক্ত লেগে থাকতো। আমাকে নতুন করে ফাঁসাতেই এই বুদ্ধি করে এসেছে ও।’ এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ মন্ডল জানান, ‘অভিযুক্ত মহিলাকে আটক করা হয়েছে। আগে থেকেই এদের কিছু পুরনো অভিযোগ রয়েছে। তবে এদিনের ঘটনা পুরানো অভিযোগের জের না অন্যকিছু নিয়ে তা জানতে তদন্ত শুরু হয়েছে।’
জানা গিয়েছে হাকিমপাড়া এলাকার বাসিন্দা রাহুল সাহার সঙ্গে গত দেড় বছর আগে বিয়ে হয়েছিল স্থানীয় বাসিন্দা সঙ্গীতা রায়ের। তার কিছুদিনের মধ্যেই দুজনের ছাড়াছাড়ি হয়ে যায়। সেই সঙ্গে বিচ্ছেদের পরে পরেই স্বামীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করেন সঙ্গীতা। সেই বিষয়ে কথা বলার জন্য এদিন টাউন ক্লাব ময়দানের পাশে দেখা করেছিলেন দুজনে। তারপরেই এই ঘটনা ঘটে। রাহুল সাহার অভিযোগ, তাঁর স্ত্রী সঙ্গীতা রায় বেশ কয়েকটি মিথ্যে মামলা দায়ের করেছিল তাঁর বিরুদ্ধে। সেই কেসগুলো তুলে নেওয়ার বিষয়ে কথা বলার জন্য তাঁকে ডাকা হয়। ওইসময় আচমকাই একটি ধারাল অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলে পড়ে স্ত্রী সঙ্গীতা।
যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে সঙ্গীতা রায় বলেন, ‘আমি ওকে ছুরি মারিনি। ও আগে থেকেই নিজের গা কেটে এখানে এসেছে। এখানে আমাকে ডেকে নিয়ে আসার পর আমাকে মামলা তুলে নিতে চাপ দেয়। আমি অস্বীকার করলে সে জামা কাপড় খুলে চিৎকার করতে থাকে। আমি যদি ছুরি মারতাম তবে আমার হাতে রক্ত লেগে থাকতো। আমাকে নতুন করে ফাঁসাতেই এই বুদ্ধি করে এসেছে ও।’ এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ মন্ডল জানান, ‘অভিযুক্ত মহিলাকে আটক করা হয়েছে। আগে থেকেই এদের কিছু পুরনো অভিযোগ রয়েছে। তবে এদিনের ঘটনা পুরানো অভিযোগের জের না অন্যকিছু নিয়ে তা জানতে তদন্ত শুরু হয়েছে।’
More News:
26th January 2021
দিল্লিকাণ্ডে মমতার কাঠগড়ায় কেন্দ্র, বিশ্বাসভঙ্গে ‘নারাজ’ বিরোধীরাও
26th January 2021
26th January 2021
26th January 2021
26th January 2021
জুট কর্পোরেশনকে লুট কর্পোরেশনে পরিণত করেছে শুভেন্দু:জিতেন্দ্র
26th January 2021
26th January 2021
ভোট আবহে বাংলায় এক হাজার কোম্পানি আধাসেনা! চলতি সপ্তাহেই বৈঠক
25th January 2021
25th January 2021
Leave A Comment