এই মুহূর্তে




মাছ ধরতে গিয়ে গভীর সমুদ্রে ডুবল ট্রলার, কোনও ক্রমে প্রাণে বাঁচলেন ১৩ মৎস্যজীবী




নিজস্ব প্রতিনিধি,রায়দিঘি: রথের দিনে রায়দিঘি থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল “ভাই ভাই” নামে একটি ট্রলার। ট্রলারটিতে(Traller) ছিলেন মোট ১৩ জন মৎস্যজীবী। ৮ দিন ধরে মাছ ধরে ফেরার পথে, গভীর সমুদ্রে আচমকাই বিপর্যয় ঘটে। ট্রলারটির পাঠাতন (নোঙ্গরের দড়ির মতো অংশ) হঠাৎ ছিঁড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সেটি জলমগ্ন হয়ে মাছ সমেত সমুদ্রে ডুবে যায়।তবে সৌভাগ্যবশত পাশে থাকা আরেকটি ট্রলার, “আব্বা মায়ের দোয়া”, দ্রুত এগিয়ে এসে উদ্ধার করে সকল মৎস্যজীবীদের। ১৩ জনের সবাই সুস্থ রয়েছেন বলে জানা গেছে। তবে “ভাই ভাই” ট্রলারটি সমুদ্রে সম্পূর্ণভাবে ডুবে যায় এবং এখনো উদ্ধার করা যায়নি।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও, মৎস্যজীবীদের দ্রুত উদ্ধার কার্য সম্পন্ন হওয়ায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। মৎস্যজীবী দফতর সূত্রে জানানো হয়েছে, ডুবে যাওয়া ট্রলার উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে আবহাওয়া অনুকূলে না থাকায় ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পেতে সময় লাগবে। কারণসমূদ্র উত্তাল রয়েছে। এদিকে বর্ষার মরশুম। বৃষ্টি হচ্ছে। তবে মৎস্যজীবীদের(Fisherman) অনুশোচনা প্রচুর পরিমাণে ইলিশ(Ilsha) ধরা হয়েছিল গভীর সমুদ্রে কিন্তু তা আর পাইকারি বাজার পর্যন্ত এসে পৌঁছল না।

ওই ট্রলারটি উদ্ধার হলেও তাতে থাকা মাছ আর পাওয়া যাবে না বলেই অনুমান মৎস্যজীবীদের। এই দুর্ঘটনায় বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে বলে জানাচ্ছেন মৎস্যজীবীরা। তবে সময় মত ওয়াকি টকিতে শুনে অপর একটি টলার এগিয়ে আসায় ওই ১৩ জন মত্রজীবী প্রাণে বেঁচে গেছেন। না হলে উত্তাল সমুদ্রে ১৩ জন মৎস্যজীবীকে উদ্ধার করতে রীতিমতো বেগ পেতে হত পরবর্তীকালে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মা ভাড়া করে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে জাল নথিপত্র বানিয়ে গ্রেফতার ২

কেরলে রাজমিস্ত্রির কাজে গিয়ে জলঙ্গীর পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু

চলে গেলেন ২১জুলাই মমতার আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া বাগনানের অনিল মিশ্র

ভার্চুয়ালি আলাপ! ঘুরতে বেরিয়ে ধর্ষিত ২ তরুণী, গ্রেফতার ৩, পলাতক ১

শেয়াল আতঙ্কে কাঁটা বর্ধমানের ইদিলপুর, শিশু সহ আক্রান্ত একাধিক

তৃণমূলের মেগা কর্মসূচি! ত্রিস্তরীয় শহিদমঞ্চের প্রস্তুতি শেষ লগ্নে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ