এই মুহূর্তে




রায়গঞ্জের শ্যুটআউটে মৃত ১, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ২




 

নিজস্ব প্রতিনিধি: শ্যুটআউট রায়গঞ্জে। আচমকাই রাতের অন্ধকারে গুলি চালানোর ঘটনা ঘটল রায়গঞ্জের দেবীনগরে। দুস্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তিনজনকে। যার মধ্যে মৃত্যু হয়েছে এক মহিলার। অপর দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর চলছে চিকিৎসা। সূত্রের খবর, সোমবার রাত ৮ টা নাগাদ দেবীনগর বাজার এলাকায় কিছু দুস্কৃতি এসে আচমকাই এলোপাথারি গুলি চালায় একটি গলির দিকে বন্দুক তাক করেই।

ঘটনাটি ঘটেছে দেবীনগরের ২৬নং ওয়ার্ডের দেবীনগর বাজার এলাকায়। গুলিবিদ্ধ তিনজনেই একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। মৃত মহিলার নাম দেবী সান্যাল। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত দুই ব্যক্তির মধ্যে একজন আবার পুলিশ বলে স্থানীয়রা জানিয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে, এলাকাবাসীদের দাবি পাঁচটি গুলি পরপর ছোঁড়া হয় তিনজনকে লক্ষ্য করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘পাড়ায় মহিলাদের ঝামেলা হচ্ছিল, সেসময় হঠাৎ করেই গুলির শব্দ শোনা যায়। এরপরেই কয়েকজন পাড়া থেকে দৌড়ে পালিয়ে যায়। ভাড়াটিয়ার সঙ্গে ঝামেলা চলছিল। তারপরেই গুলি চালানোর ঘটনা ঘটে। পাড়াতে শান্তিপ্রিয় মানুষেরা বসবাস করেন। গলিতে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকে।’

ঘটনা প্রসঙ্গে ওই ওয়ার্ডের কাউন্সিলর জানিয়েছেন, ‘খবর পেয়েই আমি ছুটে এসে দেখি, দু’জন মহিলা রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। অপর এক ব্যক্তি পেটে হাত দিয়ে বসে রয়েছেন। তিনিও গুলিবিদ্ধ। সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে রাস্তাতেই দেবী সান্যাল নামে এক মহিলার মৃত্যু হয়।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতা বিমানবন্দর এলাকা থেকে ধরা পড়ল ভগবানগোলায় স্বামীকে খুনের ঘটনায় স্ত্রী ও প্রেমিক

বর্ধমানের পালসিট মোড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১

ভগবানগোলায় স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগে গ্রেফতার স্বামী

ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতার জামিন আর্জি খারিজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের

দত্তপুকুরে জলাশয় থেকে বাস কর্মীর মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

অল্পের জন্য প্রাণরক্ষা! রেলব্রিজ থেকে কালনাগিনীতে ঝাঁপ দিয়ে বাঁচলেন দাদু-নাতনি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ