নিজস্ব প্রতিনিধি: লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। জল থৈ থৈ রাস্তাঘাট থেকে রেললাইন। জলমগ্ন হাওড়ার টিকিয়াপাড়া কারশেড। যার ফলে মঙ্গলবার একাধিক ট্রেন হাওড়া স্টেশনের পরিবর্তে শালিমার ও সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়ছে। অন্যদিকে কলকাতা স্টেশনের বেশ কিছু ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছাড়া হচ্ছে। কিছু ট্রেন শিয়ালদার পরিবর্তে কলকাতা স্টেশনে ঢোকানো হচ্ছে। একইসঙ্গে বাতিল করা হয়েছে বহু ট্রেন।
রেকর্ড উচ্চতায় জল জমে গিয়েছে হাওড়ার টিকিয়াপাড়া কারশেডে। যার জেরে হাওড়া-জব্বলপুর এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছাড়তে পারা যায়নি। হাওড়া-টিটাগড় স্পেশাল, হাওড়া-দিঘা স্পেশাল ট্রেনগুলি এদিন ভোরে হাওড়া থেকে ছাড়েনি। হাওড়া স্টেশনের পরিবর্তে শালিমার ও সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেনগুলি ছেড়েছে বেলায়। হাওড়া-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস স্পেশাল শালিমার স্টেশন থেকে সকাল ৯.৩৫ মিনিটে ছেড়েছে। হাওড়া-মালদা স্পেশাল দুপুর ৩.২৫-এর পরিবর্তে ছাড়বে বিকেল সাড়ে ৪টের সময়। তবে ইতিমধ্য়েই রেলের তরফে পাম্প চালিয়ে টিকিয়াপাড়া কারশেডের জমা জল সরানোর কাজ শুরু হয়েছে।
টিকিয়াপাড়া কারশেডের মতোই জলমগ্ন কলকাতা স্টেশন। এদিন বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে এই কারণে। বাতিল করা হয়েছে লালগোলা স্পেশাল, হলদিবাড়ি স্পেশাল ও বালুরঘাট স্পেশাল। অন্যদিকে সীতামারী স্পেশাল কলকাতা স্টেশনের পরিবর্তে আসবে কাঁকিনাড়া স্টেশন পর্যন্ত। রাধিকাপুর স্পেশালও বেলঘড়িয়া স্টেশন পর্যন্ত আসবে। দমদম পর্যন্ত আসবে গাজিপুর কলকাতা স্পেশাল ট্রেন। শুধুমাত্র এদিনের জন্য গোরখপুর স্পেশাল কলকাতা স্টেশনের পরিবর্তে ছাড়বে শিয়ালদা স্টেশন থেকে। কলকাতা-অমৃতসর স্পেশাল বেলা ১২.১০ মিনিটের পরিবর্তে দুপুর ৩.২০ মিনিটে ছাড়বে। লালগোলা প্যাসেঞ্জার-সহ কয়েকটি ট্রেনকে কলকাতা স্টেশনে না এনে ঘুরপথে শিয়ালদা স্টেশনে আনা হচ্ছে।