এই মুহূর্তে




মান্থার জের, শুক্রে প্রবল বর্ষণে ভাসবে উত্তরবঙ্গ, লাল সতর্কতা জারি

নিজস্ব প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় মান্থার তাণ্ডব এখনও অব্যাহত! অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার পর মান্থা এখন স্থলভাগের উপর দিয়ে উত্তর দিকে এগোচ্ছে। যদিও শক্তি হারিয়ে গিয়েছে মান্থার কিন্তু দুর্বল হয়ে যায়নি। এবার তার অবিশিষ্টাংশের ঝাপটা পড়তে চলেছে পশ্চিমবঙ্গে। যা ফের ইঙ্গিত দিচ্ছে দুর্যোগের ঘনঘটার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার (৩০ অক্টোবর) উত্তরবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। মান্থার অবশিষ্টাংশ এখন নিম্নচাপে পরিণত হয়েছে। এবং দক্ষিণ ছত্তিশগড় থেকে উত্তর-পশ্চিম দিকে সরছে। যার ফলে দুর্যোগ অনিবার্য। বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় সংলগ্ন পূর্ব বিদর্ভের উপরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের্র সঙ্গে মিশেছে মান্থা। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উঁচুতে অবস্থিত। আগামী ২৪ ঘণ্টায় মান্থা আরও উত্তর দিকে সরে যাবে এবং শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। যার ফলে উত্তর এবং দক্ষিণবঙ্গে আরও দু’দিন ভারী বৃষ্টিপাত চলবে। এ কারণেই শুক্রবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।  আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ওই এলাকাগুলিতে। এরপর থেকে আবহাওয়া শুকনো হবে।

শুক্রবার অতি ভারী বৃষ্টিপাতের (৭ থেকে ২০ সেন্টিমিটার) পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায়। তাই ওইসব জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ির কিছু এলাকায় অতি প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হবে। তাই এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে উত্তরবঙ্গ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত। সোমবার থেকে আবহাওয়া শুকনো হবে। এবং জাঁকিয়ে শীত পড়বে। এছাড়া আগামিকাল দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত হবে। তবে শনিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাত চলবে।

এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামিকাল শুক্রবার মান্থার অবশিষ্টাংশ দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদে কিছুটা তাণ্ডব চালাতে পারে। যার ফলে ভারী বৃষ্টিপাত হবে। শনিবার বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ার কিছু অংশে। তবে রবিবার থেকে শুকনো খটখটে আবহাওয়া থাকবে। তবে আগামী সপ্তাহে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

চার বছর আগে চলে যাওয়া গৃহবধূ ভোটার কার্ডের খোঁজে প্রাক্তন স্বামীর বাড়িতে, তারপর…

৫ দিন নিখোঁজ থাকার পর জলাশয়ে ভাসল শিশুকন্যার দেহ, শোকের ছায়া গ্রামে

‘ভোটে লড়ার জন্য টিকিট চাইনি’, ফের সরব দিলীপ ঘোষ

কলকাতা থেকে গ্রেফতার জাল নথি সহ আফগান নাগরিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ