Comm Ad 005 TBS

প্রকাশিত হল ব্যারাকপুর মহকুমার ১৫টি পুরসভার সংরক্ষণ তালিকা

Share Link:

প্রকাশিত হল ব্যারাকপুর মহকুমার ১৫টি পুরসভার সংরক্ষণ তালিকা

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের মধ্যে ব্যারাকপুর মহকুমার মধ্যেই সব থেকে বেশি সংখ্যক পুরসভা এলাকা রয়েছে। শুধুমাত্র এই মহকুমার মধ্যেই রয়েছে ১৬টি পুরসভা এলাকা। এর মধ্যে ১৫টি পুরসভা এলাকায় আগামী এপ্রিল-মে মাসে পুরনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই পুরসভাগুলি হল – কাঁচড়াপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া, গারুলিয়া, উত্তর ব্যারাকপুর, ব্যারাকপুর, টিটাগড়, খড়দহ, নিউ ব্যারাকপুর, উত্তর দমদম, দমদম, দক্ষিন দমদম, বরানগর ও কামারহাটি। একমাত্র পানিহাটি পুরসভার নির্বাচন এই পুরসভাগুলির সঙ্গে হচ্ছে না। শুক্রবার বাকি ১৫টি পুরসভার সংরক্ষন খসড়া প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন।
 
খসড়া অনুযায়ী ২৪টি ওয়ার্ড বিশিষ্ট কাঁচড়াপাড়া পুরসভা এলাকায় মোট ১১টি ওয়ার্ড সংরক্ষনের আওতায় পড়ে যাচ্ছে। ৯, ২০ ও ২২ নম্বর ওয়ার্ড তপশিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকছে। ৩ ও ১৮ নম্বর ওয়ার্ড তপশিলি মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকছে। ৪, ৭, ১১, ১৪, ১৭ ও ২৩ এই ৬টি ওয়ার্ড সংরক্ষিত থাকছে সাধারন মহিলা প্রার্থীদের জন্য। হালিশহরে ২৩টি ওয়ার্ডের মধ্যে ১০টি ওয়ার্ড সংরক্ষিত হচ্ছে। তার মধ্যে ৩, ৮, ১১, ১৫, ১৮ ও ২২ নম্বর ওয়ার্ড সংরক্ষিত থাকছে সাধারন মহিলাদের জন্য। ৫ ও ২০ নম্বর ওয়ার্ড তপশিলি জাতির প্রার্থীদের জন্য এবং ৭ ও ১৪ নম্বর ওয়ার্ড তপশিলি জাতির মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকছে। নৈহাটির ৩১টি ওয়ার্ডের মধ্যে ১৩টি ওয়ার্ড সংরক্ষিত থাকছে। তপশিলি জাতির প্রার্থীর জন্য ১২ ও ২৫ এবং তপশিলি জাতির মহিলা প্রার্থীর জন্য ১৪ ও ২১ নম্বর ওয়ার্ড সংরক্ষিত থাকছে।  
 
রাজনৈতিক সংঘর্ষ ও পালাবদলের জন্য বহুচর্চিত ভাটপাড়া পুরসভার ৩৫টি ওয়ার্ডের মধ্যে ২১ ও ৩৫ নম্বর ওয়ার্ড তপশিলি জাতির জন্য, ৩১ ও ৩৪ নম্বর ওয়ার্ড তপশিলি জাতির মহিলা প্রার্থীদের জন্য এবং ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২২, ২৫, ২৮ ও ৩২ নম্বর ওয়ার্ড সংরক্ষিত থাকছে সাধারন মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে। গারুলিয়া পুরসভার ২১টি ওয়ার্ডের মধ্যে তপশিলি জাতির প্রার্থীদের জন্য ২ ও ১৯ নম্বর ওয়ার্ড এবং তপশিলি জাতির মহিলা প্রার্থীদের জন্য ৮ ও ১৫ নম্বর ওয়ার্ড সংরক্ষিত থাকছে। সাধারন মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে ৪, ৭, ১১, ১৪ ও ১৮ নম্বর ওয়ার্ড। উত্তর ব্যারাকপুর পুরসভার ২৩টি ওয়ার্ডের মধ্যে ৭ ও ১৯ নম্বর ওয়ার্ড তপশিলি প্রার্থীদের জন্য এবং ১৩ ও ১৮ নম্বর ওয়ার্ড তপশিলি মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকছে। সাধারন মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে ৩, ৬, ১০, ১৪, ১৭ ও ২২ নম্বর ওয়ার্ড।
 
ব্যারাকপুর পুরসভার ২৪টি ওয়ার্ডের মধ্যে ২১ নম্বর ওয়ার্ডটি তপশিলি জাতির প্রার্থীদের জন্য এবং ১৫ নম্বর ওয়ার্ডটি তপশিলি জাতির মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকছে। সাধারন মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে ৩, ৬, ৯, ১২, ১৬, ১৯ ও ২৩ নম্বর ওয়ার্ড। টিটাগড় পুরসভার ২৩টি ওয়ার্ডের মধ্যে তপশিলি জাতির প্রার্থীদের জন্য ৮ নম্বর ওয়ার্ড এবং তপশিলি জাতির মহিলা প্রার্থীদের জন্য ৭ নম্বর ওয়ার্ড সংরক্ষিত থাকছে। সাধারন মহিলা প্রার্থীদের জন্য ৩, ৬, ১১, ১৪, ১৭, ২০ ও ২৩ নম্বর ওয়ার্ড সংরক্ষিত থাকবে। খড়দহের ক্ষেত্রে ২২টি ওয়ার্ডের মধ্যে কেবলমাত্র ৭ নম্বর ওয়ার্ডটি তপশিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। ১, ৩, ৬, ১০, ১৩, ১৬, ১৯ ও ২২ নম্বর ওয়ার্ড সংরক্ষিত থাকছে সাধারন মহিলাদের জন্য।
 
নিউ ব্যারাকপুর পুরসভার ২০টি ওয়ার্ডের মধ্যে ৬, ৯ ও ১৯ নম্বর ওয়ার্ড তপশিলি জাতির প্রার্থীদের জন্য এবং ৫ ও ৮ নম্বর ওয়ার্ড তপশিলি জাতির মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। ৩, ১০, ১৩, ১৬ ও ২০ নম্বর ওয়ার্ড সংরক্ষিত থাকছে সাধারন মহিলাদের জন্য। বরানগর এলাকার ৩৪টি ওয়ার্ডের মধ্যে ৩১ নম্বর ওয়ার্ডটি তপসিলি জাতির প্রার্থীদের জন্য ও ১ নম্বর ওয়ার্ডটি তপশিলি জাতির মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকছে। এছাড়া ২, ৪, ৭, ১০, ১৩, ১৬, ১৯, ২২, ২৫, ২৮ ও ৩২ নম্বর ওয়ার্ড সংরক্ষিত থাকছে সাধারন মহিলাদের জন্য। কামারহাটি পুরসভার ৩৫টি ওয়ার্ডের মধ্যে কেলমাত্র ১১ নম্বর ওয়ার্ডটি তপশিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকছে। ২, ৩, ৬, ৯, ১৩, ১৬, ১৯, ২২, ২৫, ২৮, ৩১ ও ৩৪ নম্বর ওয়ার্ড সাধারন মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে।
 
দমদম এলাকার ৩টি পুরসভার মধ্যে উত্তর দমদমের ৩৪টি ওয়ার্ডের ক্ষেত্রে ১৬টি ওয়ার্ড সংরক্ষিত হচ্ছে। এর মধ্যে তপশিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকছে ৩, ৫, ২৩ ও ২৫ নম্বর ওয়ার্ড ও তপশিলি জাতির মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকছে ১৫ ও ৩৩ নম্বর ওয়ার্ড। সাধারন মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে ২, ৪, ৮, ১১, ১৪, ১৮, ২১, ২৬, ২৯ ও ৩২ নম্বর ওয়ার্ড, দমদম পুরসভার ২২টি ওয়ার্ডের মধ্যে ১১ নম্বর ওয়ার্ড তপশিলি জাতির প্রার্থীদের জন্য ও ২০ নম্বর ওয়ার্ড তপশিলি জাতির মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকছে। সাধারন মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকছে ২, ৫, ৮, ১২, ১৫ , ১৮ ও ২২ নম্বর ওয়ার্ড। দক্ষিণ দমদম পুরসভার ৩৫টি ওয়ার্ডের মধ্যে ২৭ ও ৩২ নম্বর ওয়ার্ড তপশিলি জাতির প্রার্থীদের জন্য, ৩ ও ১২ তপশিলি জাতির মহিলা প্রার্থীদের জন্য এবং ২, ৬, ৯, ১৩, ১৬, ১৯, ২২, ২৫, ২৯ ও ৩৩ নম্বর ওয়ার্ড সাধারন মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।

Comm Ad 018 Kalna

More News:

Leave A Comment

Don’t worry ! Your email & Phone No. will not be published. Required fields are marked (*).

এই মুহূর্তে Live

Comm Ad 023 MZP

Stay Connected

Get Newsletter

Featured News

Advertisement

Comm Ad 008 Myra

#CAA-প্রতিবাদে রাজপথে ছবি আঁকলেন মমতা ব্যানার্জি

#CAA-প্রতিবাদে রাজপথে ছবি আঁকলেন মমতা ব্যানার্জি

#সঙ্গে ছিলেন শুভাপ্রসন্ন-সহ ৪২ জন খ্যাতনামা শিল্পী

#সঙ্গে ছিলেন শুভাপ্রসন্ন-সহ ৪২ জন খ্যাতনামা শিল্পী

#এদিন এই অভিনব পদ্ধতিতে শিল্পীদের সঙ্গে নিয়ে প্রতিবাদে সামিল হন মুখ্যমন্ত্রী

#এদিন এই অভিনব পদ্ধতিতে শিল্পীদের সঙ্গে নিয়ে প্রতিবাদে সামিল হন মুখ্যমন্ত্রী

#এছাড়াও উপস্থিত ছিলেন যোগেন চৌধুরী, ইশা মহম্মদের মতো শিল্পীরাও

#এছাড়াও উপস্থিত ছিলেন যোগেন চৌধুরী, ইশা মহম্মদের মতো শিল্পীরাও

#এদিন এই অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীকে বার্তাও দেন মুখ্যমন্ত্রী

#এদিন এই অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রীকে বার্তাও দেন মুখ্যমন্ত্রী

#তিনি জানান,প্রধানমন্ত্রী চাইলে নাগরিকত্ব আইন নিয়ে যে কোনও আলোচনায় আগ্রহী

#তিনি জানান,প্রধানমন্ত্রী চাইলে নাগরিকত্ব আইন নিয়ে যে কোনও আলোচনায় আগ্রহী

#এই ছবিগুলি দিল্লি-সহ দেশের বিভিন্ন জায়গায় প্রদর্শিত হবে বলেই জানিয়েছেন শিল্পী শুভাপ্রসন্ন

#এই ছবিগুলি দিল্লি-সহ দেশের বিভিন্ন জায়গায় প্রদর্শিত হবে বলেই জানিয়েছেন শিল্পী শুভাপ্রসন্ন

#এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্ন যান নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

#এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্ন যান নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

Voting Poll (Ratio)

Comm Ad 023 MZP
Comm Ad 023 MZP