18ºc, Mist
Thursday, 2nd February, 2023 3:00 am
নিজস্ব প্রতিনিধি: নন্দকুমার মডেল নিয়ে চূড়ান্ত অস্বস্তিতে পড়তে হয়েছিল বাম (LEFT) শিবিরকে। নির্বাচনের ফলাফলে হার হয়েছিল তৃণমূলের। জয়ী হয়েছিল বাম-বিজেপি ঐক্য জোট। প্রথম থেকেই তৃণমূলের অভিযোগ ছিল বাম ও বিজেপি জোট করেছে। সেই ঘটনার তদন্তে নেমে ১০-১২ জন বাম নেতাকে বহিষ্কার করেছিল সিপিএম। তবে মহিষাদলের জগৎপুর শীতলা সমবায় নির্বাচনেও দেখা গেল নন্দকুমার মডেল।
মহিষাদলের এই সমবায় নির্বাচনে বিপর্যয় নেমে এসেছে তৃণমূলে। সবুজ শিবির পেয়েছে ১১টি আসন। বাম-কংগ্রেস ও বিজেপি পেয়েছে ৫১টি আসন। তৃণমূলের অভিযোগ, বিরোধী জোট হয়েছে।
বাম নেতা সুজন চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, নন্দকুমারের অভিযোগ পেয়ে ৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এরপরে বামেদের পক্ষ থেকে বলা হয়েছে, জগৎপুর সমবায় নিয়ে অভিযোগ খতিয়ে দেখা হবে।
উল্লেখ্য, নন্দকুমারে সমবায় নির্বাচনে জোট বেঁধেছিল তৃণমূল বিরোধীরা। অভিযোগ, হয়েছিল রাম- বাম জোট। ৬৩ আসনের ৬৩টি তেই জয়ী হয়েছিলেন তৃণমূল বিরোধী প্রার্থীরা। ৫২টি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন বিরোধী মঞ্চের প্রার্থীরা। ভোট হয়েছিল ১১টি আসনে। ফলাফল বেরানোর পরে দেখা গিয়েছিল সব আসনেই জয়ী হয়েছে তৃণমূল বিরোধী প্রার্থী।