এই মুহূর্তে




মুর্শিদাবাদে চাঞ্চল্যকর ঘটনা! ধারালো অস্ত্র দিয়ে পুলিশ অধিকারিককে কোপাল দুষ্কৃতীরা




নিজস্ব প্রতিনিধি: ধারালো অস্ত্র দিয়ে পুলিশ অধিকারিককে কোপাল কয়েকজন দুষ্কৃতী। চাঞ্চল্যকর ঘটনা, মুর্শিদাবাদের বহরমপুরে। বুধবার (১২ মার্চ) রাতে ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের রানিতলা থানায় সংলগ্ন সরলপুরে। জানা গিয়েছে, এই দুষ্কৃতীরা ছিল মাটি মাফিয়া। ঘটনায় গুরুতর জখম হয়েছেন একজন সিভিক ভলিন্টিয়ার এবং আরও এক পুলিশ আধিকারিক। বর্তমানে তাঁরা প্রত্যেকেই একটি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রের খবর, গতকাল রাতে রানিতলা সরলপুরে ভৈরব নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রানিতলা থানার পুলিশ। তাঁদের দেখামাত্রই মাটি মাফিয়ারা পাথর ছুঁড়ে পুলিশ কে বাঁধা দেওয়ার চেষ্টা করে। তাতেও কাজ না হলে, পুলিশের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে মাটি মাফিয়ারা। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান দুষ্কৃতীরা।

পুলিশের আরও একটি দল সেখানে পৌঁছে গুরুতর আহত অবস্থায় পুলিশ আধিকারিক এবং সিভিক পুলিশকে উদ্ধার করেন। এবং তড়িঘড়ি তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই একটি জেসিবি বাজেয়াপ্ত করেছে পুলিশ।এবং স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে রানিতলা থানার পুলিশ আধিকারিকরা। দিনে দিনে মাটি-মাফিয়াদের দৌরাত্ম্য বেড়ে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়। অভিযোগ, উর্বর জমি থেকেও অবৈধভাবে মাটি কেটে নিচ্ছে মাটি মাফিয়ারা। যার ফলে রাতারাতি পুকুরে পরিণত হচ্ছে সেই সব আবাদি জমি।

এর আগে হরিহরপাড়ার রুকুনপুর, মাগুড়া, স্বরূপপুর, তরতিপুর, বারুইপাড়া, খোসালপুর এলাকাতেও মাটি মাফিয়াদের দাপটের কথা জানিয়েছিল এলাকার বাসিন্দারা। সাধারণত, পুলিশ, প্রশাসনের লোকজনের নজর এড়িয়ে গভীর রাত থেকে সকাল পর্যন্ত চলে অবৈধ মাটি কাটার কাজ। গ্রামীণ এলাকায় আবার সে সবের তোয়াক্কা না করে দিনের বেলাতেও চলে মাটি কাটার কাজ। প্রায়শই এমন খবর পাওয়া যায়। এভাবেই সরকারি কোষাগার বা ভূমি ও ভূমি সংস্কার দফতরে রাজস্ব ফাঁকি দিয়ে দেদার চলছে মাটি কাটার কাজ। কখনও আবার নিয়ম বহির্ভূত ভাবে উর্বর জমির চরিত্র বদল করে মাটি কাটা হচ্ছে। যার ফলে কৃষিজমি কমছে তো বটেই, ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাশের জমির মালিকরাও।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শুক্রবারই মহা বিপর্যয় ঘনিয়ে আসছে রাজ্যের একাধিক জেলায়, জারি কমলা সর্তকতা

জড়িবুটি দিয়ে চিকিৎসার নামে অসুস্থ গৃহবধূর শ্লীলতাহানি, গ্রেফতার সাধু বাবা

‘অব কি বার ২০০ পার নয়’, বিজেপি কর্মীদের ১৮০ আসনের লক্ষ্য বেঁধে দিলেন শুভেন্দু

গলায় ব্লেড চালিয়ে পাঁচ মাসের মেয়েকে খুন, ‘কন্যাঘাতক’ বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শুভেন্দুর গড়ে বিজেপিতে ফের ভাঙন ধরাল তৃণমূল

হাবড়ার তৃণমূল নেতার খুনের ঘটনায় দোষী ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর