গাছ তুমি কার, মোদির না মমতার! জোর তরজায় সাহাগঞ্জ
Share Link:

নিজস্ব প্রতিনিধি: গতকাল সভা করে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী আর আগামিকাল সেখানে সভা করতে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। একই এলাকায়, একই মাঠে। খালি সময়ের ব্যবধান ৪৮ ঘন্টার। এই এই মধ্যবর্তী সময়েই জমে গিয়েছে তরজা। সেই তরজার বিষয়বস্তু অবশ্য এই নয় যে, কে ঠিক আর কে বেঠিক। তরজার বিষয়বস্তু 'গাছ'। একদলের দাবি 'ছাঁটা' হয়েছে, অন্যপক্ষের দাবি 'কেটে' ফেলা হয়েছে। আর তা নিয়েই বেঁধেছে তরজা, তৃণমূল আর বিজেপিতে। নজরে সাহাগঞ্জ ডানলপ কারখানার মাঠ। অভিযোগ প্রধানমন্ত্রীর সভার জন্য সেখানে কেটে ফেলা হয়েছে বেওশ কিছু পুরাতন গাছ। কার্যত পরিবেশবিধি লঙ্ঘণ করে পরিবেশ ধ্বংস করে সাহাগঞ্জে ডানলপের মাঠে গতকাল মোদির সভার আয়োজন করেছিল বিজেপি। আর এদিন সেই গাছ কাটা নিয়েই বিতর্ক শুরু হয়েছে সাহাগঞ্জে।
ঠিক কী হয়েছে? অভিযোগ, সোমবার সাহাগঞ্জের যে মাঠে সভা করেন মোদী সেই মাঠে হেলিপ্যাড তৈরির জন্য বেশ কিছু গাছ কাটা হয়েছিল। এই বিষয়ে এদিন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার জানিয়েছেন, 'ডানলপ এস্টেটের বহু প্রাচীন গাছ বিনা অনুমতিতে কেটে ফেলা হয়েছে। যার জেরে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে।' যদিও তৃণমূল বিধায়কের এই দাবি মানতে নারাজ বিজেপির নেতারা। এই বিষয়ে বিজেপির হয়ে পাল্টা মুখ খুলেছেন স্থানীয় বিজেপি নেতা স্বপন পাল। তিনি বলেছেন, 'কোনও গাছই কাটা হয়নি। কিছু গাছের ডাল ছাঁটা হয়েছে মাত্র। তার জন্য অনুমতিও নেওয়া হয়েছিল। এই অনুমতি প্রশাসনই দিয়েছে।' কারটা ঠিক কারটা বেঠিক তা জানতে চায় না সাহাগঞ্জ। তাঁরা শুধু দেখছে মাঠ ঘিরে দুই দলের দুই ভিন্ন কর্মসূচি।
এদিন সকাল থেকেই ওই মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি করছে তৃণমূল। ‘মোদী এলে ধ্বংস, দিদি এলে সৃষ্টি’— লেখা ব্যানার নিয়ে এদিন সকালে মিছিলও করেছেন তৃণমূলকর্মীরা। আর তৃণমূলের এই গাছ লাগানোর কর্মসূচি দেখে কার্যত ক্ষোভে ফুটছে বিজেপি। বিজেপির হুগলি জেলা যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ তো জানিয়েই দিলেন, 'নাটক করছে তৃণমূল। কোনও কিছু ভালো করে না জেনে এর মধ্যে রাজনীতি খুঁজছে ওরা। প্রশাসনের অনুমতি নিয়ে গাছ ছাঁটা হয়েছিল, কাটা হয়নি। আসলে প্রধানমন্ত্রীর সভায় লোক দেখে ঘাবড়ে গিয়েছে তৃণমূল। গত লোকসভা ভোটে হুগলি লোকসভায় ৫টি বিধানসভায় হেরেছে তৃণমূল। এ বার সবকটাতে হারবে। তাই বৃক্ষরোপণের নাটক করছে। ওদের লোকজনই গত ১০ বছরে সবচেয়ে বেশি গাছ কেটে, পুকুর ভরাট করে পরিবেশের ক্ষতি করেছে। ডানলপ কারখানা চুরি করে বেচে দিয়েছে। কিছু না জেনে মূর্খের মতো তৃণমূল আন্দোলন করছে। এ সব করে কোনও লাভ হবে না। পরিবর্তন হবেই।'
ঠিক কী হয়েছে? অভিযোগ, সোমবার সাহাগঞ্জের যে মাঠে সভা করেন মোদী সেই মাঠে হেলিপ্যাড তৈরির জন্য বেশ কিছু গাছ কাটা হয়েছিল। এই বিষয়ে এদিন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার জানিয়েছেন, 'ডানলপ এস্টেটের বহু প্রাচীন গাছ বিনা অনুমতিতে কেটে ফেলা হয়েছে। যার জেরে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে।' যদিও তৃণমূল বিধায়কের এই দাবি মানতে নারাজ বিজেপির নেতারা। এই বিষয়ে বিজেপির হয়ে পাল্টা মুখ খুলেছেন স্থানীয় বিজেপি নেতা স্বপন পাল। তিনি বলেছেন, 'কোনও গাছই কাটা হয়নি। কিছু গাছের ডাল ছাঁটা হয়েছে মাত্র। তার জন্য অনুমতিও নেওয়া হয়েছিল। এই অনুমতি প্রশাসনই দিয়েছে।' কারটা ঠিক কারটা বেঠিক তা জানতে চায় না সাহাগঞ্জ। তাঁরা শুধু দেখছে মাঠ ঘিরে দুই দলের দুই ভিন্ন কর্মসূচি।
এদিন সকাল থেকেই ওই মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি করছে তৃণমূল। ‘মোদী এলে ধ্বংস, দিদি এলে সৃষ্টি’— লেখা ব্যানার নিয়ে এদিন সকালে মিছিলও করেছেন তৃণমূলকর্মীরা। আর তৃণমূলের এই গাছ লাগানোর কর্মসূচি দেখে কার্যত ক্ষোভে ফুটছে বিজেপি। বিজেপির হুগলি জেলা যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ তো জানিয়েই দিলেন, 'নাটক করছে তৃণমূল। কোনও কিছু ভালো করে না জেনে এর মধ্যে রাজনীতি খুঁজছে ওরা। প্রশাসনের অনুমতি নিয়ে গাছ ছাঁটা হয়েছিল, কাটা হয়নি। আসলে প্রধানমন্ত্রীর সভায় লোক দেখে ঘাবড়ে গিয়েছে তৃণমূল। গত লোকসভা ভোটে হুগলি লোকসভায় ৫টি বিধানসভায় হেরেছে তৃণমূল। এ বার সবকটাতে হারবে। তাই বৃক্ষরোপণের নাটক করছে। ওদের লোকজনই গত ১০ বছরে সবচেয়ে বেশি গাছ কেটে, পুকুর ভরাট করে পরিবেশের ক্ষতি করেছে। ডানলপ কারখানা চুরি করে বেচে দিয়েছে। কিছু না জেনে মূর্খের মতো তৃণমূল আন্দোলন করছে। এ সব করে কোনও লাভ হবে না। পরিবর্তন হবেই।'
More News:
26th February 2021
দেখে নিন কবে রাজ্যের কোথায় নির্বাচন, রইল কেন্দ্রওয়াড়ি বিস্তারিত বিবরণ
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
বাংলায় বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে ফের ‘বিজেপি ঘনিষ্ঠ’ অজয় নায়েক
26th February 2021
26th February 2021
সায়নী-সুদেষ্ণার সঙ্গে বৈঠকে তৃণমূল শীর্ষ নেতৃত্ব, প্রার্থীপদ নিয়ে জল্পনা
26th February 2021
26th February 2021
26th February 2021
Leave A Comment