এই মুহূর্তে




সামশেরগঞ্জের নতুন শিবনগরে মর্মান্তিক রেল দুর্ঘটনায় ৩ কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি,সামশেরগঞ্জ: মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের নতুন শিবনগর এলাকায় রবিবার দুপুরে একটি মর্মান্তিক রেল দুর্ঘটনায় তিন কিশোর প্রাণ হারিয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে যখন কিশোররা রেললাইনের পাশে খেলছিল এবং হঠাৎ করে একটি ট্রেন তাদের ধাক্কা দেয়।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিশোররা ট্রেনটি আসার আগে রেললাইন(Rail Line) ধরে খেলা করছিল এবং এরই মধ্যে ট্রেনটি এসে তাদের ধাক্কা দেয়। মৃত কিশোরদের নাম জিসান শেখ ,আরিয়ান শেখ এবং রিহাত শেখ বলে জানা গেছে।ঘটনাস্থলে দ্রুত পৌঁছান ফারাক্কার এসডিপিও(SDPO) ও সামশেরগঞ্জ থানার আইসি (IC)সহ রেল পুলিশের আধিকারিকরা ।

এলাকাবাসীরা জানান, এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত কিশোরদের পরিবারের সদস্যরা শোকে মুহ্যমান, এবং কান্নার রোল ছড়িয়ে পড়েছে।এছাড়া, দুর্ঘটনাটি এলাকার মানুষদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যে বিষয়টির তদন্ত শুরু করেছে এবং রেল কর্তৃপক্ষও এ সংক্রান্ত কার্যক্রম শুরু করেছে ।যাতে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো যায়।

এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা, যা সামশেরগঞ্জের(Samsherganj) জনগণের জন্য এক গভীর শোকের মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে । রেল পুলিশের পক্ষ থেকে ওই এলাকাটি যেহেতু জনবহুল তাই সেখানে রেললাইনের ধারে সতর্কীকরণ বোর্ড লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় সাধারণ মানুষকে নিয়ে জনসংযোগ সভা করে রেললাইনে যাতে কিশোর বা ছোট বাচ্চারা খেলা না করে সেই ব্যাপারে আগামী দিন প্রচার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে রেল লাইনে সোশ্যাল মাধ্যমে রিল তৈরি করতে গিয়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার রেললাইনে রবিবার ছুটির দিন দুপুরে খেলা করতে গিয়ে তিন কিশোরের অকালে প্রাণ গেল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাকিমপুর সীমান্তে বাংলাদেশ ফিরে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে

এবার রবিবারেও মিলবে কল্যাণী ,কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের

শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার ৪ নাবালিকা, টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ

উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মহম্মদ সহরাব রিপন স্ট্রিট থেকে গ্রেফতার

SIR ফর্ম বিলির ক্ষেত্রে কলকাতা পিছিয়ে, দ্রুত কাজ শেষ করতে সময়সীমা নির্ধারিত করল কমিশন

বনগাঁয় সন্দেহজনক ব্যাগ খুলতেই বেরিয়ে এল মৃত মানুষের মাথার খুলি ও হাড়গোড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ