এই মুহূর্তে




বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে শিশুপুত্রকে খুনের অভিযোগে গ্রেফতার মা




নিজস্ব প্রতিনিধি,শাসন: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে নিজের ২ বছর ৪ মাসের ছেলেকে খুনের অভিযোগে অভিযুক্ত মা ‘কে গ্রেফতার করল শাসন থানার পুলিশ।মৃত শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।এদিকে পুলিশ জানিয়েছে,ধৃতের নাম মিতা হালদার(২৮) ।ধৃতকে জেরা করে নিজের সন্তানকে খুনের সম্ভাব্য কারণ জানতে চাইছে শাসন থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে,ধৃত মিতা হালদারের বাড়ি হুগলী জেলায়।কয়েক বছর আগে হুগলির ভদ্রেশ্বরে তাঁর বিয়ে হয়েছিল অভিজিৎ হালদারের (Avijit Haldar)সঙ্গে।তাদের একটি ছেলেও আছে।ছেলে অরিজিতের বয়স মাত্র ২ বছর ৪ মাস। ফেসবুকের মাধ্যমে মিতার সঙ্গে আলাপ হয়েছিল শাসনের এক যুবকের সঙ্গে।সেই আলাপ পরবর্তীতে প্রেমে পরিণত হয়।বিবাহবহির্ভূত প্রেমের টানেই মিতা ঘর ছেড়ে দুই সপ্তাহ আগে প্রেমিকের সঙ্গে চলে এসেছিল শাসনের তেহাটা গ্রামে।

সোমবার সকালে মিতা প্রতিবেশীদের জানায় তাঁর ২ বছর ৪ মাসের ছেলে বাড়ির পাশের একটি জলাশয়ে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে।বিষয়টি জানার পরেই মৃত শিশুর বাবা ভদ্রেশ্বর থেকে এসে শাসন থানায় খুনের অভিযোগ দায়ের করেন মিতা হালদারের(Mita Haldar) বিরুদ্ধে।অভিজিতের অভিযোগ,ছেলেকে পুকুরের জলে ফেলে দিয়ে মিতা খুন করেছে।অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে সোমবার রাতেই অভিযুক্ত মিতা হালদারকে নিজের সন্তানকে খুনের অভিযোগে গ্রেফতার করে শাসন থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে,কি কারণে নিজের ছেলেকে খুন করল সে,সেটা জানার চেষ্টা করা হচ্ছে।ছেলেকে খুনের পিছনে বিবাহ বহির্ভূত সম্পর্কের কোন কারণ রয়েছে কি না,তাও খতিয়ে দেখা হচ্ছে।ধৃতের প্রেমিককেও জিজ্ঞাসাবাদ করছে শাসন থানার (Sashan P.S.)পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাজার হাজার টাকা প্রতারণার ঘটনায় প্রতারককে দড়ি দিয়ে বেঁধে চলল গণপ্রহার

ব্যাপক বৃষ্টিতে ইছামতি নদীর জলস্তর বৃদ্ধি, ভাঙতে পারে কাঠের সেতু, আতঙ্কিত স্বরূপনগরবা

বৃদ্ধা মায়ের সম্পত্তি হাতিয়ে নিয়ে অত্যাচারের অভিযোগ পুত্র ও তার স্ত্রী’র বিরুদ্ধে

নকল আধার কার্ড ব্যবহার করে সরকারি কাজ পাইয়ে দেওয়ার অছিলায় প্রতারণা, ধৃত ১

ডাবল ইঞ্জিন রাজ্যে বিজেপি ভোট দিতে দেয় না, ফের তোপ মমতার

৩২ বছর আগের সেই দিনের AI ভিডিও বানিয়ে ২১ জুলাইয়ের প্রচারে তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ