সায়নী-সুদেষ্ণার সঙ্গে বৈঠকে তৃণমূল শীর্ষ নেতৃত্ব, প্রার্থীপদ নিয়ে জল্পনা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে চমক দিয়েছে রাজ্যের শাসকদলের পাশাপাশি বিরোধী দলগুলি। বিভিন্ন সময়ে টলিউডের নামজাদা কলাকুশলীদের দেখা গেছে বিভিন্ন দলের পতাকা হাতে তুলে নিতে। সম্প্রতি, উত্তর ২৪ পরগণার ডানলপে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়েছেন সুদেষ্ণা রায়, সায়নী ঘোষ ও অনন্যা চক্রবর্তীর মতন বেশ কিছু পরিচিত মুখ। ওই দিন সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারিও। তবে যোগদান পর্বই নয়, এবারের আসতে পারে এক নতুন চমক। এমনই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এবারের বিধানসভা নির্বাচনে থাকতে পারে তারকা প্রার্থীও। সম্ভবত, সায়নী-সুদেষ্ণা-অনন্যা প্রার্থী হতে পারে তৃণমূলে।
সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার সকালে রাজ্যসভার মুখ্যসচেতক ডেরেক ও'ব্রায়েনের উপস্থিতে এদিন তৃণমূল ভবনে উপস্থিত ছিলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া অভিনেত্রী সায়নী ঘোষ, রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী ও পরিচালক সুদেষ্ণা রায়। সেখানেই প্রার্থি হওয়ার বিষয়ে আলোচনে হয়েছে বলে জানা গিয়েছে।
গত লোকসভা নির্বাচনে নুসরাত জাহান, ও মিমি চক্রবর্তীকে প্রার্থী ঘোষণা করে চমক দিয়েছিলন তৃণমূল। সেলিব্রিটিদের প্রার্থী করা হলেও তাঁরা দুজনই জয়ী হয়েছিলেন এবং তাঁদের সাফল্য ছিল চোখে পরার মতন। এবারেও কি একই চমক থাকবে রাজ্জেবাসীর জন্য, সেই দিকেই তাকিয়ে এখন বাংলা।
সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার সকালে রাজ্যসভার মুখ্যসচেতক ডেরেক ও'ব্রায়েনের উপস্থিতে এদিন তৃণমূল ভবনে উপস্থিত ছিলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া অভিনেত্রী সায়নী ঘোষ, রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী ও পরিচালক সুদেষ্ণা রায়। সেখানেই প্রার্থি হওয়ার বিষয়ে আলোচনে হয়েছে বলে জানা গিয়েছে।
গত লোকসভা নির্বাচনে নুসরাত জাহান, ও মিমি চক্রবর্তীকে প্রার্থী ঘোষণা করে চমক দিয়েছিলন তৃণমূল। সেলিব্রিটিদের প্রার্থী করা হলেও তাঁরা দুজনই জয়ী হয়েছিলেন এবং তাঁদের সাফল্য ছিল চোখে পরার মতন। এবারেও কি একই চমক থাকবে রাজ্জেবাসীর জন্য, সেই দিকেই তাকিয়ে এখন বাংলা।
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
19th April 2021
19th April 2021
Leave A Comment