-273ºc,
Friday, 9th June, 2023 4:33 am
নিজস্ব প্রতিনিধি: কয়লা মাফিয়া বলেই পরিচিত ছিলেন রাজু ঝাঁ। বিজেপি (BJP) বলেই তিনি পরিচিত। তাঁর মৃত্যুতে তীব্র অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি। নীল রঙের একটি গাড়ি থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করা হয়েছিল। সেই গাড়িটি উদ্ধার হয়েছে জামালপুর থানার আজাপুর এলাকায়।
গাড়িটি এখানে দেখতে পাওয়ার পরে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গাড়ি রেখে রেলপথ ধরেই চম্পট দিয়েছে দুষ্কৃতীরা (৪)। ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যায়। সাদা একটি গাড়িতে ছিলেন রাজু। পাশে চালক। হঠাৎ করে একটি গাড়ি থেকে বেশ কয়েকজন দুষ্কৃতী নেমে পরপর তাড়া গুলি করে রাজুকে। গড়িতেই এলিয়ে পড়েন রাজু। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে রাজুকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
রবিবার সাতসকালে উদ্ধার হওয়া গাড়িটি আপাতত পুলিশি হেফাজতে রয়েছে। উল্লেখ্য, গাড়িটি শণাক্ত করেন গাড়ির চালক এবং স্থানীয় এক ঝালমুড়ি বিক্রেতা। মনে করা হচ্ছে, গাড়ি রেখে ট্রেন ধরে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। বাবুল সুপ্রিয়র অভিযোগ, বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের মধ্যস্থতায় রাজু ঝাঁ বিজেপিতে যোগ দিয়েছিলেন কৈলাস বিজয়বর্গী ও দিলীপ ঘোষের হাত ধরে। কটাক্ষ, এখন ওঁরা বলবে যে রাজুকে চেনেন না।