এই মুহূর্তে




শান্তিপুরের দোকানের দেওয়ালের সিঁধ কেটে ৫০ লক্ষ টাকার মোবাইল লুঠ




নিজস্ব প্রতিনিধি,নদিয়া : শান্তিপুর বাইগাছি পাড়ায় মোবাইল এর দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। দোকানের সিঁধ কেটে প্রায় ৫০ লক্ষ টাকার মোবাইল নিয়ে পালালো চোরের দল। তদন্তে শান্তিপুর থানার পুলিশ। নদিয়ার শান্তিপুর(Shantipur) বাইগাছিপাড়া এলাকায় শান্তিপুরের স্বনামধন্য একটি মোবাইল ইলেকট্রনিক্স – এর দোকানের শাখায়, দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দোকানের পেছনের দেওয়ালে সিঁধ কেটে আনুমানিক প্রায় ৫০ লক্ষ টাকার মোবাইল চুরি গেছে বলে অভিযোগ দোকান মালিকের। জানা যায়, শান্তিপুর বাইগাছিপাড়া এলাকায় শান্তিপুরের একটি বহু স্বনামধন্য মোবাইলের দোকানের(Mobile Shop) শাখা দোকান হয়েছিল । ইতিমধ্যে এই দোকানের শাখা শান্তিপুর ফুলিয়া অঞ্চলে বিভিন্ন জায়গাতে রয়েছে। তবে শুক্রবার রাতে বাইগাছি পাড়ার শাখা দোকানে যেখানে বিশেষ করে এই দোকানের সমস্ত মোবাইল স্টক করে রাখা হয় সেই দোকানে রাতের অন্ধকারে দোকানের পেছনের দেয়ালের সিঁধ কেটে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মোবাইল চুরি গেছে। অপরদিকে দোকানের সিসিটিভি(CCTV) ক্যামেরা সমস্ত কিছু কাটা অবস্থায় পড়ে রয়েছে দোকানে। শনিবার সকালে দোকানের কর্মচারীরা দোকান খুলতে এসে দেখতে পান দোকানের সিসিটিভি ক্যামেরার সমস্ত কিছু কাটা অবস্থায় পড়ে রয়েছে এবং ঘরে একাধিক পায়ের ছাপ। এরপর সন্দেহ হয় ।

ভেতরে ঢুকে দেখেন বিভিন্ন নামিদামি কোম্পানির প্রায় আড়াইশো টেরও বেশি মোবাইল যার বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা সমস্তটাই চুরি গেছে। এরপর হঠাৎ তারা দেখতে পান দোকানের পেছনদিকে একটি সিঁধ কাটা রয়েছে । দেওয়াল ভাঙ্গা অবস্থায় আছে। পরবর্তীতে পেছনে গিয়ে দেখা যায় মোবাইলের বাক্স সেখানে পড়ে রয়েছে কিন্তু মোবাইল গুলি নেই। পরবর্তীতে ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ওই দোকানের পাশে একটি মেডিসিনের দোকান রয়েছে। তাদের দাবি ব্যক্তিগত শত্রুতার কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। যদিও শান্তিপুরের জনবহুল এলাকা হওয়া সত্বেও কিভাবে এই চুরির ঘটনা ঘটলো তাই নিয়ে উঠছে প্রশ্ন। অপরদিকে ওই এলাকায় পাহারাদার থাকা সত্ত্বেও পাহারাদার বুঝতে পারেনি দোকানের ভেতরে এই দুষ্কর্ম চলছে। তার কারণ পেছনে থেকে চুরি করতে এসেছিল চোরের দল।

অপরদিকে ওই দোকানের পেছনে একটি মোবাইল টাওয়ার(Mobile Tower) রয়েছে যেখানে প্রায়শই অসামাজিক কাজকর্ম এবং নেশা করার জন্য মানুষজনের যাতায়াত বেড়েই থাকে। এর আগেও ওই টাওয়ারের বেশ কিছু ইলেকট্রনিক দ্রব্য এবং দামি তার চুরি ঘটনা সামনে এসেছিল। এবার সেই জায়গাতে অবলম্বন করে মোবাইলের দোকানের দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। এ বিষয়ে শান্তিপুর পৌরসভার পৌরপতি এবং শান্তিপুর বিধানসভার বিধায়ক দুজনেই প্রশাসনের সঙ্গে কথা বলে বিষয়টির দ্রুত নিষ্পত্তি হওয়ার আবেদন জানিয়েছেন। অপরদিকে এই ঘটনার পরই শান্তিপুর থানায় ওই দোকান মালিক একটি লিখিত অভিযোগ দায়ের করেছে এবং অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানার পুলিশ শান্তিপুর এলাকার বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরের দলকে খোঁজার জন্য তদন্ত শুরু করেছে। কিছুদিন আগে একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে এই দোকান মালিক সংবাদমাধ্যমের সামনে মুখ খোলায় তাকেই কি টার্গেট করা হলো এই নিয়ে উচ্ছের প্রশ্ন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কড়া হাতে সব অশান্তি দমন করার নির্দেশ সিপি মনোজ ভার্মার

দুপুরেই নামতে পারে দুর্যোগ, জেলায় জেলায় সতর্কতা, পারদ নামল কতটা ?

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড একাধিক জেলা, বাজ পড়ে মৃত ২

পুলিশের জালে জাফরাবাদে জোড়া খুনের মূল অভিযুক্ত

ধুলিয়ান থেকে সরছে না কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের

শালবনিতে সুখবর : জিন্দলদের পাওয়ার প্ল্যান্টের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর