বেসুরো শতাব্দী কী এবার বিজেপির পথে! ছড়ালো জল্পনা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: একে একে বেসুরো হচ্ছেন অনেকেই। সেই তালিকায় নয়া সংযোজন বীরভূমের তৃণমূল সাংসদ তথা বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী শতাব্দী রায়। এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছেন যে তিনি আগামী ১৬ জানুয়ারি একটি সিদ্ধান্ত নিতে চলেছেন। তিনি মানুষের জন্য কাজ করতে চাইছেন কিন্তু সম্ভবত কেউ কেউ চাইছেন না যে তিনি সেই কাজ করুন। তাই তিনিও একটি সিদ্ধান্ত নিতে চলেছেন। এখন প্রশ্ন হচ্ছেন শতাব্দী কী সিদ্ধান্ত নিতে চলেছেন আর কাদের দিকে তিনি অভিযোগের আঙুল তুলছেন। অনেকেই মনে করছেন তাঁর অভিযোগের তীর বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের দিকে। একই সঙ্গে তাঁর কিছুটা হলেও খেদ রয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের প্রতিও। যদি শতাব্দী বিজেপির পথেই পা বাড়ান তাহলে নিঃসন্দেহে এটাই হবে কেষ্টগড়ে বিজেপির মাস্টারস্ট্রোক। তবে জেলা তৃণমূলের অনেকেই মনে করছেন, রাঙামাটির অনুব্রতকে টপকে কেউ কিছুই করতে পারবে না। দল পরিবর্তন করে হয়তো সাময়িক স্বাধীনতা মিলবে কিন্তু পরের নির্বাচনে জয় সুনিশ্চিত কেউ করতে পারবে না।
গত বছরের ডিসেম্বর মাসেই বোলপুরে পদযাত্রা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁর পাশে পুরো সময়টাই ছিলেন শতাব্দী। জেলার সাংগঠনিক কাজকর্ম নিয়ে শতাব্দীর কিছু ক্ষোভের কথা এর আগেও শোনা গিয়েছিল। এমনকি এ কথাও শোনা গিয়েছিল যে দলের সঙ্গে তাঁর আর খুব একটা যোগ নেই। কিন্তু মুখ্যমন্ত্রীর পাশে বোলপুরের রাস্তায় তাঁকে হাঁটতে দেখে অনেকেরই মনে হয়েছিল যা টানাপোড়েন ছিল তা হয়তো মিটে গিয়েছে। কিন্তু এদিন সোশ্যাল মিডিয়ায় তাঁর করা পোস্ট দেখে বোঝা যাচ্ছে আদতে ড্যামেজ কন্ট্রোল কিছুই হয়নি। সম্ভবত এবার গেরুয়া শিবিরের পথেই পা বাড়াবেন এই তারকা সাংসদ। যদিও জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালেই অনুব্রতবাবু রাজি হননি শতাব্দীকে টিকিট দিতে। কিন্তু মুখ্যমন্ত্রীর বদ্যানতায় সেই টিকিট পেয়েছিলেন এই তারকা সাংসদ। একই সঙ্গে তাঁকে জিতিয়ে আনতে বেশ খাটতে হয়েছিল জেলা তৃণমূলের সভাপতিকে। কম ভোটের ব্যবধানে হলেও জিতে গিয়েছিলেন শতাব্দী। কিন্তু এবার তাঁর নিজের আরও এক অগ্নিপরীক্ষা। বিজেপিতে গেলেও ২০২৪ সালে আবারও তিনি জিততে পারবেন কিনা, সেটা অবশ্য সময়ই বলবে।
গত বছরের ডিসেম্বর মাসেই বোলপুরে পদযাত্রা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁর পাশে পুরো সময়টাই ছিলেন শতাব্দী। জেলার সাংগঠনিক কাজকর্ম নিয়ে শতাব্দীর কিছু ক্ষোভের কথা এর আগেও শোনা গিয়েছিল। এমনকি এ কথাও শোনা গিয়েছিল যে দলের সঙ্গে তাঁর আর খুব একটা যোগ নেই। কিন্তু মুখ্যমন্ত্রীর পাশে বোলপুরের রাস্তায় তাঁকে হাঁটতে দেখে অনেকেরই মনে হয়েছিল যা টানাপোড়েন ছিল তা হয়তো মিটে গিয়েছে। কিন্তু এদিন সোশ্যাল মিডিয়ায় তাঁর করা পোস্ট দেখে বোঝা যাচ্ছে আদতে ড্যামেজ কন্ট্রোল কিছুই হয়নি। সম্ভবত এবার গেরুয়া শিবিরের পথেই পা বাড়াবেন এই তারকা সাংসদ। যদিও জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালেই অনুব্রতবাবু রাজি হননি শতাব্দীকে টিকিট দিতে। কিন্তু মুখ্যমন্ত্রীর বদ্যানতায় সেই টিকিট পেয়েছিলেন এই তারকা সাংসদ। একই সঙ্গে তাঁকে জিতিয়ে আনতে বেশ খাটতে হয়েছিল জেলা তৃণমূলের সভাপতিকে। কম ভোটের ব্যবধানে হলেও জিতে গিয়েছিলেন শতাব্দী। কিন্তু এবার তাঁর নিজের আরও এক অগ্নিপরীক্ষা। বিজেপিতে গেলেও ২০২৪ সালে আবারও তিনি জিততে পারবেন কিনা, সেটা অবশ্য সময়ই বলবে।
More News:
20th January 2021
20th January 2021
20th January 2021
20th January 2021
ধূপগুড়ির দুর্ঘটনায় আড়াই লক্ষের ক্ষতিপূরণ! ঘোষণা মুখ্যমন্ত্রী
20th January 2021
19th January 2021
নেতাজির জন্মদিনকে 'পরাক্রম দিবস' হিসেবে মানতে নারাজ তৃণমূল-ফরওয়ার্ড ব্লক
19th January 2021
19th January 2021
19th January 2021
সাহস থাকলে শুধু নন্দীগ্রামেই লড়াই করুন মুখ্যমন্ত্রী, তোপ শুভেন্দুর
19th January 2021
দাবিদাওয়া নিয়ে সভায় প্রাণীমিত্ররা, মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী
Leave A Comment