'পিসি যাও যাও' প্যারোডিতে মিছিল বিজেপি কর্মীদের
Share Link:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে নির্বাচন যতই এগিয়ে আসছে ততই চড়ছে উত্তেজনার পারদ। শাসক-বিরোধী মিলে মূলত সোশ্যাল মিডিয়ায় নানান গান ও শ্লোগানবাজি শুরু হয়েছে বঙ্গে। যার মূল মাধ্যম হল সোশ্যাল মিডিয়ায়। গতকালই সকালেই সিপিএমের ছাত্র-যুবদের তরফে আসন্ন ব্রিগেড সমাবেশের কথা মাথায় রেখে 'টুম্পা সোনা' গানটিকে রিক্রেট করে প্রচার করা হয়েছে। বাদ যায়নি বিজেপি। গতকাল রাতেই বিজেপির কেন্দ্রীয় নেতা ও সোশ্যাল মিডিয়া ইনচার্জ অমিত মালব্য টুইট করে একটি ভিডিও প্রকাশ করেন।
ইতালির লোকসঙ্গীত 'বেলা চাও'-এর সংস্করণে এবার তৃণমূল নেত্রীকে বিঁধে নতুন প্যারোডি বানিয়েছে বিজেপি। 'পিসি যাও যাও' প্যারোডি নিয়েই আসন্ন ভোট যুদ্ধে নেমেছে বিজেপি। গতকাল অমিত মালব্য টুইট করার পরই আজ থেকেই বিজেপি কর্মীরা 'পিসি যাও যাও' শ্লোগান দিতেই ব্যস্ত। রবিবার শ্রীরামপুরে বিজেপির অভিনব প্রচারে শ্লোগান হিসেবে ব্যবহার করা হল 'পিসি যাও যাও'। এদিন ইএসআই হাসপাতাল মোড় থেকে বৈদ্যবাটি চৌমাথা পর্যন্ত মিছিল করেন বিজেপি কর্মীরা। তৃণমূলকে নিশানা করে 'বেলা চাওয়ের' প্যারোডি গাইতে গাইতে মিছিল করেন তাঁরা।
যদিও বিজেপির এই প্যারোডি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, ইতালির ফ্যাসিস্টদের বানানো লোকসঙ্গীত নিয়ে বিজেপির আইটি সেল প্যারোডি বানাচ্ছে। তাহলে তো বোঝাই যাচ্ছে -রামে আর বামে মিলটা কীভাবে আছে।
ইতালির লোকসঙ্গীত 'বেলা চাও'-এর সংস্করণে এবার তৃণমূল নেত্রীকে বিঁধে নতুন প্যারোডি বানিয়েছে বিজেপি। 'পিসি যাও যাও' প্যারোডি নিয়েই আসন্ন ভোট যুদ্ধে নেমেছে বিজেপি। গতকাল অমিত মালব্য টুইট করার পরই আজ থেকেই বিজেপি কর্মীরা 'পিসি যাও যাও' শ্লোগান দিতেই ব্যস্ত। রবিবার শ্রীরামপুরে বিজেপির অভিনব প্রচারে শ্লোগান হিসেবে ব্যবহার করা হল 'পিসি যাও যাও'। এদিন ইএসআই হাসপাতাল মোড় থেকে বৈদ্যবাটি চৌমাথা পর্যন্ত মিছিল করেন বিজেপি কর্মীরা। তৃণমূলকে নিশানা করে 'বেলা চাওয়ের' প্যারোডি গাইতে গাইতে মিছিল করেন তাঁরা।
যদিও বিজেপির এই প্যারোডি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন, ইতালির ফ্যাসিস্টদের বানানো লোকসঙ্গীত নিয়ে বিজেপির আইটি সেল প্যারোডি বানাচ্ছে। তাহলে তো বোঝাই যাচ্ছে -রামে আর বামে মিলটা কীভাবে আছে।
More News:
2nd March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
Leave A Comment