সারা জীবন উৎসর্গ করেও যোগ্য সম্মান পাননি নেতাজি, মুখ খুললেন অনিতা পাফ
Share Link:

নিজস্ব প্রতিনিধি: নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের জন্য যা করেছেন, তার যথাযোগ্য সম্মান পাননি, বক্তব্য নেতাজি কন্যা অনিতা বসু পাফের। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নেতাজি দেশের জন্য অনেক কিছুই দিয়েছেন। কিন্তু সেই অনুযায়ী যথাযোগ্য সম্মান তাঁকে দেওয়া হয়নি।’
নেতাজির জন্মজয়ন্তীতে নেতাজি কন্যার এই সমালোচনামূলক মন্তব্য সরকারের পক্ষে অত্যন্ত লজ্জাজনক ঘটনা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। পাশাপাশি, এই জন্মজয়ন্তী পালনে কেন্দ্র ও রাজ্যের যে দড়ি টানাটানি তা নিয়েও সমালোচনা করেছেন অনিতা পাফ। তিনি স্পষ্টই জানিয়েছেন, যদি এই নিয়ে সব সরকার একসঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিত, তাহলে তা দেশের পক্ষে মঙ্গল হত। নেতাজিকেও যথাযোগ্য সম্মান দেওয়া হত। তবে পরাক্রম না দেশপ্রেম দিবস, কোনটি নেতাজির জন্মদিবসের সঙ্গে যথোপযুক্ত, তা নিয়ে কোনও মন্তব্য করেননি নেতাজি কন্যা।
তবে তিনি স্বীকার করেছেন, যে ভাবে ১২৫ তম বর্ষে নেতাজির জন্মজয়ন্তী পালন নিয়ে সারা দেশ যেভাবে উৎসবে মেতে উঠেছে তা অত্যন্ত প্রশংসনীয়। অবশেষে বহুদিন বাদে নেতাজি তাঁর জন্মদিনের যথাযোগ্য সম্মান পেলেন বলে ভাল লাগছে। অনিতা জানান, নেতাজি এমন একজন মানুষ যিনি তাঁর সারা জীবনই দিয়েছেন দেশের জন্য। ফলে তাঁর আরও সম্মান পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু এতদিন তা তিনি পাননি।
পাশাপাশি, নেতাজির ভারতরত্ন পাওয়া প্রসঙ্গে নিজের ক্ষোভ গোপন করেননি অনিতা পাফ। তাঁর কথায়, ‘নেতাজির চেয়ে কম গুরুত্বপূর্ণ বহু ব্যক্তি ইতিমধ্যেই ভারতরত্ন পেয়ে গিয়েছেন। সকলকে সম্মান জানিয়েই মনে হচ্ছে, নেতাজির এই সম্মান আরও আগে পাওয়া উচিত ছিল। তা না করে অন্য বহু ব্যক্তিকে এই সম্মান দেওয়া হয়েছে। তাই এখন আর নেতাজিকে এই সম্মান দেওয়ার কোনও মানে হয় না।’
অনিতা মনে করেন, এখন নেতাজিকে এই সম্মান দিলে, তাতে আখেরে নেতাজিকেই অসম্মান করার সামিল। তাই তার চেয়ে ভারতরত্ন না দেওয়াই শ্রেয়। তবে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার যা সম্মান তাঁকে দিয়েছে, তা এবার যথেষ্টই বলে মনে করেন নেতাজি কন্যা।
নেতাজির জন্মজয়ন্তীতে নেতাজি কন্যার এই সমালোচনামূলক মন্তব্য সরকারের পক্ষে অত্যন্ত লজ্জাজনক ঘটনা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। পাশাপাশি, এই জন্মজয়ন্তী পালনে কেন্দ্র ও রাজ্যের যে দড়ি টানাটানি তা নিয়েও সমালোচনা করেছেন অনিতা পাফ। তিনি স্পষ্টই জানিয়েছেন, যদি এই নিয়ে সব সরকার একসঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিত, তাহলে তা দেশের পক্ষে মঙ্গল হত। নেতাজিকেও যথাযোগ্য সম্মান দেওয়া হত। তবে পরাক্রম না দেশপ্রেম দিবস, কোনটি নেতাজির জন্মদিবসের সঙ্গে যথোপযুক্ত, তা নিয়ে কোনও মন্তব্য করেননি নেতাজি কন্যা।
তবে তিনি স্বীকার করেছেন, যে ভাবে ১২৫ তম বর্ষে নেতাজির জন্মজয়ন্তী পালন নিয়ে সারা দেশ যেভাবে উৎসবে মেতে উঠেছে তা অত্যন্ত প্রশংসনীয়। অবশেষে বহুদিন বাদে নেতাজি তাঁর জন্মদিনের যথাযোগ্য সম্মান পেলেন বলে ভাল লাগছে। অনিতা জানান, নেতাজি এমন একজন মানুষ যিনি তাঁর সারা জীবনই দিয়েছেন দেশের জন্য। ফলে তাঁর আরও সম্মান পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু এতদিন তা তিনি পাননি।
পাশাপাশি, নেতাজির ভারতরত্ন পাওয়া প্রসঙ্গে নিজের ক্ষোভ গোপন করেননি অনিতা পাফ। তাঁর কথায়, ‘নেতাজির চেয়ে কম গুরুত্বপূর্ণ বহু ব্যক্তি ইতিমধ্যেই ভারতরত্ন পেয়ে গিয়েছেন। সকলকে সম্মান জানিয়েই মনে হচ্ছে, নেতাজির এই সম্মান আরও আগে পাওয়া উচিত ছিল। তা না করে অন্য বহু ব্যক্তিকে এই সম্মান দেওয়া হয়েছে। তাই এখন আর নেতাজিকে এই সম্মান দেওয়ার কোনও মানে হয় না।’
অনিতা মনে করেন, এখন নেতাজিকে এই সম্মান দিলে, তাতে আখেরে নেতাজিকেই অসম্মান করার সামিল। তাই তার চেয়ে ভারতরত্ন না দেওয়াই শ্রেয়। তবে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার যা সম্মান তাঁকে দিয়েছে, তা এবার যথেষ্টই বলে মনে করেন নেতাজি কন্যা।
More News:
26th February 2021
26th February 2021
বাংলায় বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে ফের ‘বিজেপি ঘনিষ্ঠ’ অজয় নায়েক
26th February 2021
26th February 2021
সায়নী-সুদেষ্ণার সঙ্গে বৈঠকে তৃণমূল শীর্ষ নেতৃত্ব, প্রার্থীপদ নিয়ে জল্পনা
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
Leave A Comment