এই মুহূর্তে




এভারেস্ট জয়ী সুব্রত ঘোষের মৃত্যুর প্রমাণ চাইল পরিবার




নিজস্ব প্রতিনিধি,বাগদা: শৃঙ্গ ছোঁয়ার জন্য দেরিতে বেরোনোর সমস্যা তৈরি হয়েছিল। ফেরার পথে অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল এভারেস্ট জয়ী সুব্রত ঘোষের।  শেষে সাউথ কল ও হিলারি স্টেপ এর মাঝে আটকে পড়েছিলেন এভারেস্ট জয়ী সুব্রত ঘোষ। হিলারি স্টেপ এর কাছেই মৃত্যু হয় তার। বরফের মধ্যে দেহ পড়ে রয়েছে বলে দাবি এজেন্সির। কিন্তু মানতে নারাজ এভারেস্ট জয়ী সুব্রত ঘোষের পরিবার। তার পিসতুতো দিদি সুমিত্রা দেবনাথ তিনি নিজেও একজন পর্বতারোহী। তিনিও গিয়েছিলেন তার ভাইয়ের সঙ্গে তবে বেস ক্যাম্প পর্যন্ত। সেই দিদি সুমিত্রা দেবনাথ দাবি করেন, ‘কোথায় মৃতদেহ তার ছবি দেখাক এজেন্সি। তবে বিশ্বাস করব।’একইসঙ্গে তিনি এজেন্সি কাঠমান্ডু Snowy Horizon – এর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। তার দাবি, বৃহস্পতিবার রাতে সুব্রত বাবু যখন বেস ক্যাম্পে (Base Camp)ফেরেন্নি তখন তার খোঁজ চেয়ে যোগাযোগ করা হলেও এজেন্সির তরফে কোন সাহায্য করা হয়নি।

বারবার খুঁজে বের করার অনুরোধ জানালেও কোনও সাহায্য করা হয়নি তাদের। বিপুল অর্থ ব্যয় করে স্বামীকে নিয়ে গেলেও এবার আর এজেন্সি কোনও সাহায্য করছে না বলে সরাসরি অভিযোগ করেছেন সুব্রত ঘোষের পিসতুতো দিদি। সুব্রত ঘোষের পরিবারের পক্ষ থেকে বলা হয় এভারেস্ট সামিট এর আগে তাদের পরিবারের সঙ্গে ভিডিও কলিং করে কথা বলেছিলেন সুব্রত। ৪৫ বছরের সুব্রত ঘোষ পেশায় শিক্ষক হলেও তিনি নেশায় পর্বতারোহী ছিলেন। পাহাড় চড়ার নেশাতে ১০ বছর আগেই পর্বতারোহী বসন্ত সিংহ রায়ের(Basanta Sinha Roy) মাউন্টেননিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগরে যোগ দিয়েছিলেন তিনি। এবছর ব্যক্তিগত উদ্যোগেই এবারের স্বামীতে গিয়েছিলেন বাগদা ব্লকের(Bagda Block) কাপাসাটি মিলনবিথি উচ্চ বিদ্যালয় এর শিক্ষক সুব্রত ঘোষ। তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই শুক্রবার ভোরে কান্নায় ভেঙে পড়েন তার মা। একইসঙ্গে ছেলের শৃঙ্গ জয়ের খবরও এসে পৌঁছয়। কিন্তু ছেলে আর কোন দিন বাড়ি ফিরবে না তা মানতে পারছেন না সুব্রত ঘোষের পরিবারের অন্যান্য সদস্যরা। এভারেস্ট জয়ের স্বপ্ন পূরণের সুখবর বাড়িতে এসে পৌঁছানোর পর দিন মৃত্যু সংবাদ আশায় ঘরের ছেলের এই পরিণতি মানতে নারাজ পর্বতারোহী সুব্রত ঘোষের পরিবার।

যে সংস্থার সঙ্গে তিনি এই এক্স পিডিশনে গিয়েছিলেন সেই সংস্থার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন মৃত এভারেস্ট জয়ীর পরিবার। মৃতদেহের ছবি বা প্রমাণ না দেখাতে পারলে তারা বিশ্বাস করতে নারাজ বলে জানিয়ে দিয়েছেন সুব্রত ঘোষের মৃত্যু সংবাদকে। এখন এই ঘটনায় চরম চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে কাঠমান্ডুর ওই এজেন্সি সংস্থা। কারণ তাদের দাবি অনুযায়ী এভারেস্ট(Everest) জয়ী সুব্রত ঘোষের মৃতদেহ পড়ে রয়েছে হিলারি স্টেপের কাছে বরফের চাঙরে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতা বিমানবন্দর এলাকা থেকে ধরা পড়ল ভগবানগোলায় স্বামীকে খুনের ঘটনায় স্ত্রী ও প্রেমিক

বর্ধমানের পালসিট মোড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১

ভগবানগোলায় স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগে গ্রেফতার স্বামী

ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতার জামিন আর্জি খারিজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের

দত্তপুকুরে জলাশয় থেকে বাস কর্মীর মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

অল্পের জন্য প্রাণরক্ষা! রেলব্রিজ থেকে কালনাগিনীতে ঝাঁপ দিয়ে বাঁচলেন দাদু-নাতনি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ