এই মুহূর্তে




সুপ্রিম কোর্টে জোর ধাক্কা! শিক্ষাকর্মী নিয়োগে সময়সীমা বেঁধে দিতে ‘যোগ্য’ প্রার্থীদের আবেদনও খারিজ

নিজস্ব প্রতিনিধিঃ স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর গ্রুপ সি এবং গ্রুপ D পদে শিক্ষাকর্মী নিয়োগে হস্তক্ষেপ করতে রাজি হল না সুপ্রিমকোর্ট। নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আবেদন করেছিল ‘যোগ্য’ প্রার্থীদের একাংশ, কিন্তু যোগ্য প্রার্থীদের সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। যাতে স্বস্তি পেল রাজ্য সরকার, আর জোর ধাক্কা খেল যোগ্য প্রার্থীরা। আসলে শিক্ষক নিয়োগের মতো, শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রেও যাতে সময়সীমা বেঁধে দেওয়া হয়, সেই নিয়ে সুপ্রিমকোর্টে আবেদন জানিয়েছিলেন যোগ্যদের একাংশ। কিন্তু সোমবার তাদের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শিক্ষাকর্মী নিয়োগে রাজ্যের কোনও সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চাইল না শীর্ষ আদালত। এক্ষেত্রে মামলাকারীদের বক্তব্য ছিল যে, নিয়োগ নিয়ে তাঁরা কোনও নিশ্চয়তা পাচ্ছেন না। তাই নিয়োগের সময়সীমা বেঁধে দেওয়া হোক।

প্রসঙ্গত, গত এপ্রিলে এসএসসির ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। পাশাপাশি এসএসসির নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয় শীর্ষ আদালত। তখন সুপ্রিমকোর্ট নির্দেশ দেয় যে, যাঁরা চিহ্নিত দাগী নন, তাঁরা স্কুলে যেতে পারবেন। তবে ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারকে পরীক্ষা নিয়ে নতুন করে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তখনই শিক্ষাকর্মী নিয়োগের জন্যে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার আবেদন জানান গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের একাংশ। কিন্তু তাদের আবেদনও খারিজ করে দিল শীর্ষ আদালত।

সোমবার (১৩ অক্টোবর) এই মামলা শুনানির জন্যে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি আলোক আরাধের বেঞ্চে ওঠে। তখনই বিচারপতিদের বেঞ্চ খানিকটা বিরক্তি প্রকাশ করে জানায়, ‘মূল মামলায় রায় ঘোষণা হয়ে গিয়েছে। তাও কেন বারবার আবেদন করা হচ্ছে। কোনও অতিরিক্ত মামলার আবেদন শোনা হবে না। আমরা পুরোনো প্যানেল বাতিল করেছি। এই বিষয়ে বারবার একই আবেদন শোনা হবে না।’ এরপর মামলাকারী পক্ষের আইনজীবী সওয়াল করেন যে, শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলেও শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এখনও জারি করা হয়নি। বিলম্ব হচ্ছে। নিয়োগ নিয়ে কোনও নিশ্চয়তা নেই। এমন পরিস্থিতিতে বিষয়টি বিবেচনা করা উচিত। এরপরে বিচারপতি বেঞ্চ জানায়, ‘আমরা এই আর্জি খারিজ করছি। তবে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হলে নতুন কোনও বিষয়ে মামলা করা যেতে পারে, সেই স্বাধীনতা দেওয়া হচ্ছে। তবে এই আবেদনের মামলা আদালত শুনবে না। তাই কোনও অতিরিক্ত আবেদনের শুনানি হবে না।’ 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

BLO দের সহায়তার জন্য দেওয়া হচ্ছে সহকারী, ফর্ম ডিজিটাইজেশন নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন

কথা দিয়েও বেহালা পশ্চিমের জনতা দরবারে গেলেন না, জেলমুক্তির এক সপ্তাহ পরেও গৃহবন্দি পার্থ

শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

বাড়ির উঠোন থেকে উদ্ধার BLO’র দেহ, চাঞ্চল্য এলাকায়

সপ্তাহের মাঝেই শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, রইল তালিকা

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ