27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:32 am
নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রপতি ভবনের ‘মোঘল গার্ডেন’ হয়ে যাচ্ছে অমৃত উদ্যান। এবার তা নিয়ে মন্তব্য করতে গিয়েই বেফাঁস মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARUY)। বললেন, বিজেপি ক্ষমতায় এলেই এক সপ্তাহের মধ্যে বাংলা থেকে মোঘলদের সব স্মৃতি মুছে দেওয়া হবে। তাঁর বক্তব্য, ভারত থেকে মোঘলদের সব স্মৃতি মুছে দেওয়া উচিৎ। শুধু মোঘল নয়, ব্রিটিশদের সব স্মৃতি মুছে দেওয়া হবে বলেও দাবি বিরোধী দলনেতার।
বিজেপি বিরোধীদের অভিযোগ, দেশ থেকে মুসলিম সংস্কৃতি মুছে ফেলার চেষ্টা করছে কেন্দ্র। শুভেন্দু বলেন, মোঘলরা অনেক মন্দির ধ্বংস করেছে। অনেক হিন্দু মেরেছ। তাই ওদের তৈরি সব কিছুর নাম বদলে দেওয়া উচিৎ। মোঘল সম্পর্কিত সমস্ত নাম মুছে ফেলা উচিৎ। এই প্রসঙ্গে বিরোধীরদের দাবি, ধর্মীয় বিভাজনের উস্কানি দেওয়া হচ্ছে। স্থাপত্যে কোনও দোষ নেই, যে সব কিছু মুছে ফেলতে হবে। বলা হচ্ছে, এভাবে ইতিহাস বদলে ফেলা যায় না।
বাংলায় মুর্শিদাবাদে হাজার দুয়ারি, কলকাতায় ভিক্টোরিয়া সহ অনেক স্থাপত্য এবং শিল্প আছে, যা মোঘল ও ব্রিটিশদের তৈরি। ভারত জুড়ে ছড়িয়ে রয়েছে এই ধরণের অনেক ঐতিহ্য। বিরোধীদের প্রশ্ন, সবই কি বদলে দেওয়া হবে? কটাক্ষ করে একাংশের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদবী ‘শাহ’। ‘গুজরাট’ নাম এসেছে ‘গুজরর্ত্র’ থেকে। দাবি, এই সব শব্দের উৎস পারস্যে। তাহলে এইগুলিও বদলে দিক বিজেপি পরিচালিত কেন্দ্র।